আবির দত্ত, কলকাতা : আই প্য়াকের কর্ণধারের বাড়ি ও অফিসে তল্লাশির ঘটনা ঘিরে সংঘাত তুঙ্গে। এবার  ED ও CRPF-এর অজ্ঞাত-পরিচয় আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন মুখ্যমন্ত্রী। শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পুলিশ সূত্রে খবর, শেক্সপিয়র সরণি থানায় জোড়া অভিযোগ দায়ের হয়েছে। একটি অভিযোগ মুখ্যমন্ত্রীর তরফে, অন্যটি পুলিশের তথ্য চুরি ও সরকারি কর্মীদের ভয় দেখানোর অভিযোগে অভিযোগ দায়ের করেছে পুলিশ।

Continues below advertisement

মূলত, নথি মিসিং এবং তার সঙ্গে সঙ্গে সেগুলো চুরি করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে, পুলিশের স্বতঃপ্রণোদিত মামলায় বলা হয়েছে, পুলিশের কাজে বাধা দেওয়া হয়েছে। অর্থাৎ, দুটি নির্দিষ্ট FIR হল শেক্সপিয়র সরণি থানায়। বিধাননগর ইলেকট্রনিক্স কমেপ্লেক্স থানায়ও বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে। যার তথ্য এখনও সরকারিভাবে জানানো হয়নি। 

কয়লা পাচার মামলায় ইডির তল্লাশি অভিযান ঘিরে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সাত সকালে লাউডন স্ট্রিটে আই প্য়াক কর্ণধারের বাড়ি ও সল্টলেকের সেক্টর ফাইভে তাঁর অফিসে একযোগে অভিযান চালান ইডির তদন্তকারীরা। আর তল্লাশি চলাকালীন দুই জায়গাতেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও নিজেই নথি হাতে বেরিয়ে আসেন। কোথাও তার নিরাপত্তায় থাকা পুলিশ নথি নিয়ে এসে গাড়িতে তুলে দেন। ইডির বিরুদ্ধে একের পর এক অভিযোগ, পাল্টা ইডিও মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন। মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলছেন, এটা ক্রাইম। নির্বাচনের পুরো স্ট্র্যাটেজি ছিনিয়ে নিয়ে গিয়েছে। পাল্টা ইডির তরফে বিবৃতিতে দাবি, মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও রাজ্য় পুলিশের কর্মীরা জোর করে নথি ও বৈদ্য়ুতিন প্রমাণগুলি নিয়ে গেছেন। যাতে বাধাপ্রাপ্ত হয়েছে তদন্ত প্রক্রিয়া।

Continues below advertisement

ED-র তদন্ত চলাকালীন সেখানে পৌঁছে নথি-ল্য়াপটপ নিয়ে বাইরে চলে আসার পর, ইডির বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পাল্টা ইডিও মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছে। কিন্তু প্রশ্ন হল, ওইগুলিতে কী ছিল ? কী ছিল ফাইলে ? কী ছিল ল্য়াপটপে ? কী খুঁজতে ঢুকেছিল ED ? কী বের করে আনলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ? এর ফলে কয়লাকাণ্ডের তদন্ত ব্য়াহত হবে না তো ? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসে, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন, I-PAC আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, এটা আমাদের অথরাইজড টিম। এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব  কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুঠ করা এবং টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে।" 

পাল্টা ইডির তরফে বিবৃতিতে দাবি কারা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বিশাল সংখ্য়ক পুলিশ অফিসারদের নিয়ে ঢোকার আগে পর্যন্ত, কাজকর্ম শান্তিপূর্ণ এবং পেশাদারিত্বের সঙ্গেই হচ্ছিল। মমতা বন্দ্য়োপাধ্য়ায় প্রতীক জৈনের ঠিকানায় আসেন এবং মূল প্রমাণ, ইলেকট্রনিক ডিভাইস সহ গুরুত্বপূর্ণ নথি নিয়ে বেরিয়ে যান। এরপর, মুখ্য়মন্ত্রীর কনভয় আই-প্য়াকের অফিসে যায়। যেখান থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়, তাঁর সহযোগীরা এবং রাজ্য় পুলিশের কর্মীরা জোর করে নথি ও বৈদ্য়ুতিন প্রমাণগুলি সরিয়ে ফেলেন। এই ঘটনায় তদন্ত প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়েছে।