কেন্দ্র-রাজ্য টানাপোড়েনের আবহে নবান্নে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক সম্পন্ন হল নবান্নে। অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক ময়দানে একে অপরকে যতই কটাক্ষ করুন না কেন। শনিবাসরীয় সভা শুরু হল হাসি বিনিময়ের মাধ্যমেই। সকাল ১১ থেকে শুরু হয় বৈঠক। নির্ধারিত সময় পেরিয়ে যায়, কিন্তু বৈঠক শেষ হতেই চায় না। সুদীর্ঘ কথোপকথনের পর দুপুর দেড়টা নাগাদ শেষ হয় আলোচনা। 



বৈঠকে কী নিয়ে আলোচনা অমিত শাহ-মমতা বন্দ্যোপাধ্যায়ের
 
জানা গিয়েছে, মমতা ও অমিত সাক্ষাতে নজর ছিল সীমান্ত সমস্যার দিকে। জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হল, বাংলাদেশ সীমান্তে বিএসএফের কার্যকলাপ নিয়ে। এছাড়া আলোচনায় উঠে আসে সীমান্ত দিয়ে পাচার সমস্যার বিষয় টিও। বিশেষত গত কয়েক মাস ধরে সীমান্ত দিয়ে গরু পাচার নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে দোষারোপ, পাল্টা দোষারোপের পালা চলছিলই।এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়ে থাকতে পারে বলে পর্যবেক্ষকদের ধারণা। সূত্রের খবর - 



  • কেন্দ্র-রাজ্য টানাপোড়েনের আবহে নবান্নে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক

  • সীমান্তে চোরাচালান বন্ধে বাড়তি নজর বৈঠকে, খবর সূত্রের

  • কোথাও কোথাও বিএসএফের অতি সক্রিয়তা, কোথাও নিষ্ক্রিয়তার অভিযোগ

  • সেই অভিযোগ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে, খবর সূত্রের

  • রাজ্য-কেন্দ্রের সম্পর্কের উন্নতি ও সমন্বয় বাড়ানোর ওপর বৈঠকে জোর: সূত্র

  • ৪টি রাজ্য তাদের পরিকাঠামোগত ও উন্নয়ন সংক্রান্ত অভিযোগ বৈঠকে তুলে ধরে

  • বিভিন্ন জলাধারের জল ছাড়া নিয়ে সমস্যা মেটাতে বৈঠকে আলোচনা, খবর সূত্রের


কারা ছিলেন বৈঠকে 

বৈঠকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ছিলেন। ওড়িশার দুই মন্ত্রীকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। বৈঠকে দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। এক দেশ, এক পুলিশ, এই ভাবনায় নতুন বিল আনতে চলেছে কেন্দ্র। তা নিয়েও আলোচনা হল কিনা তা জানা যাবে কিছুক্ষণেই। 

আরও পড়ুন :


ভারতে এই 'ট্রেনে চড়লেই ১৯ লাখ', কী আছে এই ট্রেনে, কোথায় চলে?

গতকাল বিজেপির রাজ্য দফতর মুরলীধর সেন লেনে দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। বৈঠকে দিলীপ ঘোষ. শুভেন্দু অধিকারী ছাড়াও ছিলেন, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্য স্তরের ১৪ জন নেতা। ঠিক এমন একটা পরিস্থতিতে অমিত শাহ রাজ্য বিজেপির দফতরে এসে বৈঠক করলেন, যখন পঞ্চায়েত ভোটের আগে, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর সম্পর্কের শীতলতা নিয়ে, রাজ্য় রাজনীতিতে জল্পনা চলছে। তৃণমূলের সঙ্গে বিজেপির সেটিংয়ের অভিযোগে সরব হচ্ছে বাম-কংগ্রেস। এদিনের বৈঠকে, রাজ্যের আইন-শৃঙ্খলার সমস্যা, দুর্নীতির বিষয়ে অমিত শাহর কাছে অভিযোগ করেন রাজ্য বিজেপির নেতারা। এর পাশাপাশি, পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। সূত্রের দাবি, কথা হয় লোকসভা ভোট নিয়েও। রাজ্য বিজেপির নেতাদের ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দিয়েছেন অমিত শাহ।