কলকাতা: অন্য রাজ্যে আলু পাঠানো নিয়ে বেচারাম মান্না, প্রদীপ মজুমদারকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর। এখানে মানুষ বেশি দামে কিনবে, আর আপনারা অন্য রাজ্যে আলু পাঠিয়ে দেবেন? প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী। 


আলু রফতানি নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে মন্ত্রী: বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে, মুখ্য়মন্ত্রীর কড়া ভর্ৎসনার মুখে পড়লেন রাজ্য়ের চার হেভিওয়েট মন্ত্রী। আলু নিয়ে মুখ্য়মন্ত্রীর তিরষ্কারের মুখে পড়তে হয় পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার ও কৃষি বিপণন দফতরের মন্ত্রী বেচারাম মান্নাকে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আপনারা তো আলু ছেড়ে দিলেন প্রদীপ দা (মজুমদার)। আপনি আর বেচা (বেচারাম মান্না)। কেন ছেড়ে দিলেন? আমায় না জিজ্ঞেস করে? এখানে মানুষ বেশি দামে কিনবে, আর আপনারা ছেড়ে দেবেন ইচ্ছেমতো?'' তার উত্তরে পঞ্চায়েতমন্ত্রী বলেন, "না ম্য়াডাম আমরা ছাড়িনি। ওটা অন্য়ায় করেছিল। যে মুহূর্তে আমাদের নজরে এসেছে।''


রাজ্যে আলুর দাম ঊর্ধ্বমুখী। ক্রমেই চড়া বাজারদরে ক্ষোভের মুখে পড়লেন রাজ্যের মুখে পড়লেন রাজ্যের দুই মন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, " নজরে আগে আসেনি কেন? মৃত্য়ুর পর যদি ডাক্তার আসে, কোনও সাহায্য় হয়? বেচা, তোমায় আমি কিছু বলছি না। তারকেশ্বর আলুর জায়গা। তোমাদের ওখান থেকেও অনেক আলু গেছে, দেখে নিও।'' এর উত্তরে কৃষি বিপণন মন্ত্রী বলেন, "ক্রিকেটে যেরকম টিকিট নিয়ে বেটিং চলে, আলুতে এরকম একটা সিস্টেম আছে। এটাকে ভোটিং মার্কেট বলে। কালকের আলুর রেট কী হবে, আজকে সন্ধেবেলা বসে ঠিক করে নেয়।'' এর প্রেক্ষিতে মুখ্য়মন্ত্রী বলেন, "তারা কারা? ওই চক্র ভাঙবে।''


এদিকে মেয়াদ শেষ হলেও হিমঘরে মজুত রয়েছে আড়াই লক্ষ কুইন্টাল আলু। এই মজুত আলুর ভবিষ্যত নিয়ে প্রশ্ন। রাজ্য সরকারের নির্দেশ ছিল ৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত হিমঘর থেকে আলু বের করে হিমঘর খালি করার। কিন্তু এখনও রাজ্যের বিভিন্ন হিমঘরে রয়ে গেছে আলু। বাঁকুড়া জেলার হিমঘরগুলিতে ৪ থেকে ৫ লক্ষ প্যাকেট আলু মজুত রয়েছে। মেয়াদ শেষ হলেও এখন বাঁকুড়ার হিমঘরে মজুত আলু নিয়ে বড় চিন্তায় সংরক্ষণকারীরা। এই আলুর ভবিষ্যৎ কী? ভিন রাজ্যে আলু রফতানি বন্ধ। এই রাজ্যের বাজারে আলুর যোগানে কোনও ঘাটতি নেই। বাজারে এসে গেছে নতুন আলু। স্বাভাবিক ভাবেই হিমঘরে মজুত আলুর ভবিষ্যত কী তা নিয়ে এখন বড় প্রশ্ন ব্যবসায়ীদের মনে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Mamata Banerjee: 'ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে' পরিবহণমন্ত্রীকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর