কলকাতা : মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য রাখার সময় আচমকা 'মাইক বিভ্রাট'। সভায় থাকা BLA-দের তরফ থেকে বলা হয়, পরিষ্কার করে শোনা যাচ্ছে না। মাইকের এই সমস্যার কথা শুনে মাইকম্যানদের উপর চটে যান তৃণমূল নেত্রী। বারবার কেন এই ধরনের সমস্যা হচ্ছে সেই প্রশ্ন তোলেন। এর পাশাপাশি, অন্তর্ঘাতের অভিযোগও তোলেন মমতা। Netaji Indoor Stadium
তিনি বলেন, "ভয়েস ক্লিয়ার কেন হয় না প্রতিদিন ? মাইকম্যান যারা ইন্ডোরে কাজ করছেন, আমি বারবার দেখছি সমস্যা সৃষ্টি করছেন। আমি আগের দিনও দেখে গেছি। আজও দেখছি। দিস ইজ ট্যু ব্যাড। এবার কিন্তু আমি অ্যাকশন নেব বলে দিলাম। আমি আগের দিনও ইন্ডাস্ট্রির মিটিংয়ে দেখে গেছি। লোকেদের এই অভিযোগ এসেছে। টাকা নিয়ে কাজ করেন আপনারা। সেটা আপনার প্রাপ্য। কিন্তু, আপনি সার্ভিস তো দেবেন ! পুলিশ কী করে ? কেন দেখে না ? যারা দায়িত্বে থাকে। আর পার্টিরও যারা থাকেন তাঁরাই বা কেন সাউন্ড চেক করবেন না ? মাইক ঠিক হলে আমায় বলবেন, শুনতে পাচ্ছেন কি না। এটা অন্তর্ঘাত হচ্ছে না তো ? প্রত্যেক দিন মাইকের এই সমস্যা কেন হচ্ছে ?" এরপর তিনি মঞ্চের অপর দিকে থাকা মাইকে বক্তব্য রাখতে চলে যান। BLA-দের জিজ্ঞাসা করেন সেটা থেকে শোনা যাচ্ছে কি না।
SIR-এর খসড়া তালিকায় ৫৮ লক্ষের বেশি নাম বাদ গেছে, তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বাদ যাওয়া ভোটারদের পাশে দাঁড়াতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে হাজার হাজার ভোটারের নাম বাদ গেছে। বাদ যাওয়া নামের মধ্যে, খোঁজ পাওয়া যায়নি ১২ লক্ষ ২০ হাজার ৩৯ জন ভোটারের। অন্যান্য কারণে বাদ পড়া নামের সংখ্যা ৫৭ হাজার ৬০৪। 'নো ম্যাপিং'য়ে থাকা প্রায় ৩০ লক্ষ ভোটারের কার্যত শুনানি হতে চলেছে বলে কমিশন সূত্রে খবর। এই পরিস্থিতিতে এদিন প্রায় ১৪ হাজার BLA-কে নিয়ে নেতাজি ইন্ডোরে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা, দুই ২৪ পরগনা এবং হুগলি, এই চার জেলার ৪০টি বিধানসভা কেন্দ্রের বুথ লেভেল এজেন্টদের ডাকা হয়েছিল এদিন। সেখান থেকে BLA-দের উদ্দেশে একাধিক বার্তা দেন তিনি। এর পাশাপাশি একযোগে বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করেন। Mamata Banerjee on West Bengal SIR