কলকাতা: ৫ দিনের জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার কলকাতা থেকে রওনা হয়ে হাসিমারাতে (Hasimara) পৌঁছবেন তিনি। সোমবার কোচবিহারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। একইদিনে শিলিগুড়িতে (Siliguri) পাট্টা বিলি করবেন তিনি। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জে ও বিকেলে বালুরঘাটে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। বালুরঘাটেই রাত্রিবাসের পর বুধবার মালদা হয়ে মুর্শিদাবাদে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ থেকে বুধবার নদিয়ার কৃষ্ণনগরে এসে রাত্রিবাসের পর, বৃহস্পতিবার শান্তিপুরে সরকারি অনুষ্ঠান সেরে কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়


সম্প্রতি পূর্ব বর্ধমানে প্রশাসনিক সভায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একাধিক কর্মসূচির কথা বলেছিলেন তিনি। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করেছিলেন। দুয়ারে সরকারের কথাও বলেছিলেন। দুয়ারে সরকারে নথিভুক্তি করলে হাতেনাতে ফল মেলে সেই কথাও ঘোষণা করেছিলেন। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে এমন ম্যারাথন জেলা সফরে মুখ্যমন্ত্রী। সেখানে কি নতুন কোনও ঘোষণা করবেন? জল্পনা রাজনৈতিক মহলে।                                                               


সফরের আগে প্রকাশ্যের বিবাদ:
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগে তৃণমূলের অন্দরের বিবাদ এবার প্রকাশ্যে। দলীয় কাউন্সিলরদের একাংশের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তুললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন। জাকির তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যানও। সোশাল মিডিয়ায় ভাইরাল তৃণমূল বিধায়কের বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।  মুখ্যমন্ত্রীর সফর নিয়ে গতকালের প্রস্তুতি সভায় জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানকে পাশে বসিয়ে জাকির হোসেন অভিযোগ করেন, অনেক কাউন্সিলর আছেন, যাঁদের খাওয়া জুটত না, এখন দোতলা-তিনতলা বাড়ি। এর মানে তাঁরা দুর্নীতিতে যুক্ত।  জাকিরের ডাকা সভায় গরহাজির ছিলেন জঙ্গিপুর পুরসভার ভাইস চেয়ারম্যান-সহ ১০ জন তৃণমূল কাউন্সিলর। তাঁদের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এদিকে, জাকির হোসেনের মন্তব্যে স্পষ্টতই অস্বস্তিতে জঙ্গিপুরের তৃণমূল সাংসদ ও জেলা সভাপতি খলিলুর রহমান।                                                         

আরও পড়ুন: সাতসকালে ইস্তফা নীতিশের! বিকেলেই ফের মুখ্যমন্ত্রী পদে?