কলকাতা: শীত পড়লে ডেঙ্গি (Dengue) কমে যাবে। মন্তব্য মুখ্যমন্ত্রীর। ৩দিনের সফরে নদিয়ায় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "পুরসভা, পঞ্চায়েতকে সতর্ক থাকতে হবে। জল, আবর্জনা জমতে দেওয়া যাবে না।''
মুখ্যমন্ত্রীর ডেঙ্গি-বার্তা: করোনার বীভত্সতা কাটিয়ে, সবে স্বাভাবিক ছন্দে ফিরছে বিশ্ব। ২০২০-র পর এই প্রথম মঙ্গলবার ভারতে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা শূন্য ছিল। কিন্তু, এরই মধ্যে এ রাজ্যে ফের মৃত্যুর বিভীষিকা। ভয়ঙ্কর আকার নিয়েছে ডেঙ্গি সংক্রমণ। দিনে দিনে আরও প্রাণঘাতী হয়ে উঠছে ডেঙ্গি। কার্যত প্রতিদিনই কোনও না কোনও ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হচ্ছে। এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন কৃষ্ণনগরের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "করোনার সময় সমস্যা হয়েছিল। এখন প্রায় কমে গিয়েছে কোভিড। ডেঙ্গি একটু একটু আছে। ওটা ডাউনট্রেন্ড। শীত পড়লে, ঠান্ডা বাড়লে ডেঙ্গি কমে যাবে। নানারকম জিন নিয়ে ডেঙ্গি আসে। পুরসভা, পঞ্চায়েতে যাঁরা আছেন এবং বিধায়করা সতর্ক সজাগ থাকুন। এলাকা পরিষ্কার রাখুন। মশা বাড়তে দেবেন না। পুজোর পর কাঠ বাঁশ এখনও তোলা হয়নি। সেখানে মশা ঘর বাঁধে। দেখবেন যেন আবর্জনা না থাকে। জমা জল যেন না থাকে। ঠাকুরকে জল দিলেও পাত্র পরিষ্কার করি না অনেকেই। ওটাও পরিষ্কার করতে হবে। না হলে মশা গিয়ে ওখানে বাসা বাঁধবে।''
সূত্রের খবর, বাংলায় এবছর এখনও পর্যন্ত ৮৫ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৫১ হাজার পেরিয়ে গেছে। মঙ্গলবার, রাজ্যে একদিনে ডেঙ্গি আক্রান্ত হয়েছে, ৯৩২ জন। সোমবার সংখ্যাটা ছিল, ৩৪৮। অর্থাত্, আড়াই গুণের বেশি। ভয়াবহ এই পরিস্থিতিতে, মঙ্গলবার, স্বাস্থ্য সচিব, কলকাতা ও জেলার স্বাস্থ্য কর্তা, স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্য সচিব।
নবান্ন সূত্রে খবর, ডেঙ্গি দমনে, ৭৫০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। এদিন, বেশ কয়েকটি জেলার জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব।সূত্রের খবর, তিনি জেলাশাসক, মহকুমাশাসক, বিডিওদের এলাকায় গিয়ে ডেঙ্গি পরিস্থিতি দেখতে বলেছেন। সেই সঙ্গে নজরদারি বাড়ানোরও নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন ডেঙ্গি প্রবণ এলাকায় যাচ্ছে চিকিৎসকদের সার্ভেলেন্স টিম৷ সেখানে কেমন চলছে চিকিৎসা, কেমন চলছে ফিভার ক্লিনিক, তা খতিয়ে দেখবে এই বিশেষ দল।