কলকাতা: বাংলাদেশ থেকে ফিরে বিস্ফোরক অভিযোগ ভারতীয় মৎস্যজীবীদের।'হাত-পা বেঁধে মারধর করেছে বাংলাদেশ নৌসেনা', অভিযোগ বাংলাদেশ থেকে ভারতে ফেরা মৎস্যজীবীদের।বাংলাদেশের যুদ্ধ জিগিরের মধ্যেই বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের আদানপ্রদান। কাকদ্বীপ মহকুমায় ফিরলেন ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী। দেশে ফিরে আসা মৎস্যজীবীদের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর। সবার হাতে ১০ হাজার টাকা তুলে দিলেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'আমাদের জানিয়েছিল, আসলে এরা বাংলাদেশী সীমানায় চলে গিয়েছিল। আমরা তখন খবরাখবর করতে শুরু করি। তখন আমরা দেখতে পাই, ওদের আটক করে রাখা হয়েছে পুলিশ স্টেশনে। আমি এটা জানতাম না। কয়েকজন খুড়িয়ে খুড়িয়ে হাঁটছিলেন। আমি জিজ্ঞেস করলাম খুড়িয়ে খুড়িয়ে হাঁটছেন। তাঁরা বলতে চাননি। জানতে পারলাম। জানতে পারলাম কয়েকজনকে মারধরও করা হয়েছে। তাঁদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। এবং তাঁদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে।'
বাংলাদেশের যুদ্ধ জিগিরের মধ্যেই বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের আদানপ্রদান।কাকদ্বীপ মহকুমায় ফিরছেন ৯৫জন ভারতীয় মৎসজীবী। অন্য়দিকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হল ৯০ জন মৎসজীবীকে। ভারত এবং বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনে মধ্য়েই, দেশে ফিরলেন বাংলাদেশে আটকে থাকা ৯৫ জন ভারতীয় মৎসজীবী। প্রায় ২ মাস বাংলাদেশে জেলবন্দি থাকার পর ভারতে ফিরলেন তাঁরা। পাশাপাশি ফিরল ৬টি ভারতীয় ট্রলারও। সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক সংগঠনের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, আমাদের ট্রলার আর ৯৫ জন মৎসজীবীরা ফিরছে। মুক্ত ভারতীয় মৎস্যজীবী আত্মীয় স্বপ্না চক্রবর্তী বলেন, যে কষ্টে জীবন কেটেছে বলার মতো নয়। আমরা মাছ ছাড়া তো কিছুনেই। আমরা ভেবেছিলাম আর ফিরবে না। মৎসজীবীদের সংগঠন সূত্রে খবর,মুক্তি পাওয়া ৯৫ জন মৎস্য়জীবী কাকদ্বীপ মহকুমার বাসিন্দা।
আরও পড়ুন, পার্থ-সহ ৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচারকের সঙ্গে কথা কাটাকাটি '..বের করে দেব' !
গত বছর অক্টোবর এবং নভেম্বর মাসে তাঁরা মাছ ধরার জন্য় গভীর সমুদ্রে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করার অভিযোগে তাঁদের গ্রেফতার করে বাংলাদেশ নৌবাহিনী।এরপর তাঁদের বাংলাদেশের পটুয়াখালি এবং বাগেরহাটে জেলবন্দি করে রাখা হয়। এর মাঝেই বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্য়ে সেখানে আটকে পড়েন মৎসজীবীরা। শেষমেশ ২ দেশের বিদেশমন্ত্রকের আলোচনা এবং ভারতীয় মৎসজীবীদের ওপর থেকে মামলা প্রত্য়াহারের পর ঘরে ফিরছেন তাঁরা। রবিবার বঙ্গোপসাগরে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জল সীমানায় দুই দেশের মৎস্যজীবীদের আদান- প্রদান সম্পন্ন হয়। বাংলাদেশ থেকে ৯৫ জন ভারতীয় মৎস্য়জীবী আসার পাশাপাশি,এই দেশ থেকে ৯০ জন বাংলাদেশি মৎস্য়জীবীকে ওদেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।