কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন। পার্থ চট্টোপাধ্যায়, সুজয়কৃষ্ণ ভদ্র, মানিক ভট্টাচার্য-সহ ৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন। চার্জ গঠনের সময় বিচারকের সঙ্গে কথা কাটাকাটি মানিক ভট্টাচার্যের। চুপ করে বসুন, না হলে এজলাস থেকে বের করে দেব, ধমক বিচারকের। মানিক ভট্টাচার্যকে ধমক বিচারকের।কোন কোন ধারায় চার্জ? হাসপাতালে বসেই জানলেন 'কালীঘাটের কাকু'। দোষী না নির্দোষ? কালীঘাটের কাকুর কাছে জানতে চাইলেন বিচারক। আমি নির্দোষ, হাসপাতাল থেকে ভার্চুয়ালি শুনানিতে দাবি সুজয়কৃষ্ণের।
গতবছর কালীঘাটের কাকুর আচরণ নিয়ে উঠেছিল অভিযোগ। না খাবার খেয়েছিলেন, না ওষুধ। সঙ্গে তদন্তে অসহযোগিতা করেছিলেন বলেও অভিযোগ। তাদের হেফাজতে থাকাকালীন সুজয়কৃষ্ণ ভদ্রের আচরণ নিয়ে আদালতে এমনই সব অভিযোগ করেছিল সিবিআই। ফের উঠে এসেছিল প্রভাবশালী তত্ত্ব। উল্টে বিচারকেরই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সিবিআইকে। বহু টানাপোড়েনের পর, প্রাথমিক দুর্নীতি মামলায় ৪ দিনের জন্য সুজয়কৃষ্ণ ভদ্রকে হেফাজতে পেয়েছিল CBI। এরপর, প্রেসিডেন্সি জেল থেকে কালীঘাটের কাকুকে 'শোন অ্যারেস্ট' করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আদালতে সিবিআইয়ের আইনজীবী বলেছিলেন, হেফাজতে থাকাকালীন তদন্তে সহযোগিতা করছিলেন না সুজয়কৃষ্ণ ভদ্র।খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিলেন। ওষুধ পর্যন্ত নিচ্ছিলেন না। অনেক রাজনীতিবিদ যেমন অনশন করে সমস্যা সমাধানের পথ বের করেছিলেন, সেই চেষ্টাই করছিলেন সুজয়কৃষ্ণ। অনেক প্রভাবশালী এর পিছনে থাকতে পারেন। কিন্তু প্রভাবশালীদের নাম বলছিলেন না তিনি। তদন্তকারীদের বিভ্রান্ত করছিলেন।
অপরদিকে, গত বছরের শেষে জামিন চেয়ে দেশের শীর্ষ আদালতে ভর্ৎসিত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় বাকি সবাই জামিন পেলে, কেন পার্থ চট্টোপাধ্যায় পাবেন না ? সুপ্রিম কোর্টে এই প্রশ্ন তুলেছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী। এই প্রশ্ন শুনেই তীব্র ভর্ৎসনা করেছিলন বিচারপতি সূর্যকান্ত শর্মা। জানিয়ে দিয়েছিলেন, বাকিরা কেউ শিক্ষামন্ত্রী ছিলেন না। তাই অন্যদের সঙ্গে নিজের তুলনা করা উচিত নয় পার্থর। প্রসঙ্গত, গত বছরই নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পান পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। গ্রেফতারির ৮৫৭ দিন পর তাঁকে জামিন দিয়েছিল ED-র বিশেষ আদালত। অর্থাৎ 'অপা'র 'অ' জেলের বাইরে। কিন্তু 'পা' অর্থাৎ পার্থ এখনও জেলবন্দি।
আরও পড়ুন, কথা ছিল ম্যাজিক-মিকি মাউসে সময় কাটানোর, মালদায় বোমা ফেটে ২ শিশু গুরুতর আহত ! নেওয়া হল হাসপাতালে..
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)