কলকাতা: মুর্শিদাবাদের (Murshidabad)) রেজিনগরে রামনবমীর মিছিলে দুষ্কৃতীদের বোমাবাজি। যা নিয়ে এবার সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রামনবমীতে মুর্শিদাবাদে হিংসার ঘটনা পূর্বপরিকল্পিত। অশান্তি করার উদ্দেশ্য নিয়েই DIG-কে সরানো হয়েছে বলে অভিযোগ তাঁর। 


সুর চড়ালেন মুখ্যমন্ত্রী: এদিন ইসলামপুরে নির্বাচনী প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল করতে গেছে, সেই অধিকার কেউ দেয়নি। বিশেষ সম্প্রদায়ের মানুষের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। রামনবমীর আগের দিন ডিআইজি-কে সরানো হল বিজেপিকে নাটক করতে দেওয়ার জন্য ? বিজেপির যে বিধায়ক হিংসা ছড়িয়েছে তাকে গ্রেফতার করা হবে না কেন? হাওড়াতেও বিজেপি সকালেই অস্ত্র নিয়ে মিছিল করেছে। অশান্তির পরিকল্পনা করেই গোটা জেলা যিনি চিনতেন সেই ডিআইজি-কে সরানো হয়েছে। বিজেপি-কে জিজ্ঞাসা করুন কোন কাজটা আপনারা করছেন।'


কী ঘটেছিল গতকাল?


গতকাল রেজিনগরের শক্তিপুরে রামনবমীর মিছিলে অশান্তি হয়। বোমাবাজির মতো ঘটনাও ঘটে। তাতে বেশ কয়েকজন আহত হন। একাধিক দোকান ও বাড়িতে ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। কেন্দ্রীয় বাহিনীও আসে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। বিজেপি অভিযোগ করে বোমাবাজির করেছে তৃণমূল। আর এই ঘটনাকেই পূর্বপরিকল্পিত বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


চলতি সপ্তাহেই রাজ্য়ের আরও এক IPS-কে সরানোর নির্দেশ দেয় নির্বাচন কমিশন। মুর্শিদাবাদ রেঞ্জের DIG, মুকেশকে অপসারণের নির্দেশ দিয়ে রাজ্য়ের মুখ্য় সচিবকে চিঠি দিয়েছিল কমিশন। সেই প্রসঙ্গও এদিন উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। তাঁর দাবি, গোটা জেলা চিনতেন DIG। অশান্তি পরিকল্পনা করেই তাঁকে সরানো হয়েছে। এই বিষয়ে আগেও সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, "DIG-কে মুর্শিদাবাদ থেকে চেঞ্জ করে দিয়েছে। বিজেপির কথায়। যদি মুর্শিদাবাদে কোনও অশান্তি হয়, তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। আপনারা একটার পর একটা অফিসার চেঞ্জ করছেন পশ্চিমবঙ্গে, এই কারণে, যাতে বিজেপির সুবিধা হয়। একটা অশান্তি হোক, আমরা আপনাদের বলব। কারণ আমাদের আইন-শৃঙ্খলা এখন নির্বাচন কমিশন দেখছে। আমাদের কথা শোনা হচ্ছে না।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: WB Summer Vacation: এগিয়ে আনা হল গরমের ছুটি, নোটিস জারি স্কুল শিক্ষা দফতরের