আশাবুল হোসেন, ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : মঙ্গলবার প্রকাশিত হয়েছে, বহু প্রতীক্ষিত SIR-এর খসড়া ভোটার তালিকা।  মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে বাদ গেছে ৪৪ হাজারের বেশি নাম। এই পরিস্থিতিতে বড় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনই নিজের বিধানসভা কেন্দ্র, ভবানীপুরের দলীয় BLA-দের সঙ্গে বৈঠক করে এমনই নির্দেশ দিলেন তিনি। নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী, মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে  বাদ গেছে ৪৪ হাজার ৭৮৭ জনের নাম। এত সংখ্যক ভোটারের নাম বাদ যেতেই বড় নির্দেশ এল তৃণমূল দল নেত্রীর তরফে।  

Continues below advertisement

LA-দের সঙ্গে বৈঠক করে মমতা  বললেন , যাদের নাম বাদ গেছে, তাঁদের প্রত্যেকের বাড়িতে গিয়ে খোঁজ করতে হবে। জীবিত আছেন, অথচ মৃত বলে দেখানো হয়েছে কিনা দেখতে হবে। শুনানির সময় সবার পাশে দাঁড়াতে হবে। নথি নিয়ে সমস্যা হলে 'May i help you' ক্যাম্পে নিয়ে যান।   

মঙ্গলবারই নিজের কেন্দ্রের ২৭৭ জন BLA, ৮ জন কাউন্সিলরের সঙ্গে বৈঠকে করেন তৃণমূল সুপ্রিমো। বৈঠকে ছিলেন সুব্রত বক্সী এবং ফিরহাদ হাকিমও। ফিরহাদের কেন্দ্র থেকেও বাদ গিয়েছে ৬৬ হাজারের বেশি নাম।  তৃণমূল সূত্রের খবর, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শোনা যাচ্ছে ৪৪ হাজার নাম বাদ পড়েছে। যত নাম বাদ পড়েছে, তা আবার ভাল করে চেক করুন। স্ক্রুটিনি করুন। কেন নাম বাদ পড়েছে, প্রত্যেকটি পার্ট ধরে ধরে চেক করুন। 

Continues below advertisement

অন্যদিকে বন্দর এলাকায় ৬৬ হাজার নাম বাদ পড়াতে রীতিমতো গর্জে ওঠেন ফিরহাদ। বলেন, 'বিজেপি তো এখনও এমন কেউ জন্মায়নি যে বন্দর এলাকায় ফিরহাদ হাকিমকে হারাবে বা ভবানীপুরে ম্যাডামকে হারাবে...নির্বাচন কমিশন বিজেপির কথায় চলে আর ভোট দেবে মানুষ' । ফিরহাদের কেন্দ্রে কী হবে দলের পরবর্তী পদক্ষেপ তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সেটা ঠিক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

খসড়া ভোটার তালিকা অনুযায়ী, শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামে ১০ হাজার ৫৯৯ জনের নাম বাদ গেছে। নন্দীগ্রামের ৭৯ নম্বর বুথের ভোটার শুভেন্দু অধিকারী। নন্দনায়কবাড় প্রাইমারি স্কুলের সেই বুথে ১১টি নাম বাদ গেছে। অন্যদিকে, মিত্র ইনস্টিটিউশনের ২০৭ নম্বর বুথে ভোট দেন মুখ্যমন্ত্রী। সেই বুথে বাদ গেছে ১২৭ জন ভোটারের নাম।

এখন শুনানির পরে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে বাদের খসড়া তালিকা থেকে কতজন বাদ পড়েন, সেটাই দেখার।