কলকাতা: এসএসকেএমের (SSKM) ৬৭তম প্রতিষ্ঠা দিবসে নতুন একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এর পাশাপাশি এসএসকেএমে জুনিয়র চিকিৎসকদের (Doctor) প্রশংসাও করেন তিনি। তিনি এও বলেন যে, রাতে হাসপাতালে সিনিয়র চিকিৎসক থাকা উচিত। তবে হাসিমুখে সবার সঙ্গে কথা বলার বার্তাও দেন। পাশাপাশি জীবন কেমন হওয়া উচিত, তা নিয়েও বার্তা দেন মুখ্যমন্ত্রী।


চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, "আমাদের কাজ মানুষের জন্য কাজ করা। মানসিক সাহায্য করা। একটু হাসি মুখে কথা বললে কিছু তো ক্ষতি নেই। জীবনে এর থেকে বড় আর কিছু নেই। পেশেন্টদের কাছে সিরিয়াস কথা বলতে নেই। মানসিকভাবে যাতে আঘাত না পায় সেটা দেখা উচিত।" 


মমতা বলেন, "অনেকে ভাবে শুধু টাকা। অনেকে কমিশনও নেন। জোর করে পেসমেকার বসাতে হয়। আইসিইউইতেও বডি রেখে বিলও বাড়ানো হয়। সব খবর আসে আমার কাছে। আবার অনেক ভাল হাসপাতালও আছে। যারা হাসপাতালে কাজ করেন তাঁদের থেকে বড় সমাজসেবক আর নেই। অনেক টাকার প্রয়োজন সবসময় পড়ে না।"                                                           


টাকার প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "জীবনে বহু কোটির টাকার মালিক হলেন, কিন্তু শারীরিকভাবে সুস্থ না থাকেন, মানসিক স্বাস্থ্য যদি আপনার ভাল না হয়, কথা বলার জন্য পরিবার না থাকে, একাকীত্ব যদি আপনাকে গ্রাস করে, সকালে ঘুম থেকে উঠে পেটে ব্যথা, দুপুরে মাথা ব্যথা, সন্ধেনবেলা হৃদয়ে ব্যথা, রাতে ঘুমে ব্যথা, এগুলি কি আপনাকে ভাল জীবন দেবে?"                               


আরও পড়ুন, 'বিড়ি শ্রমিকের মাইনে কি ব্যাঙ্কে দেবে?' জাকির-ঘরে আয়কর হানা, তীব্র সমালোচনা মমতার


মমতার কথায়, "বেশি খেলে কিন্তু খরচ বেশি হয় না। এখন সবাই এত এত খায় না। স্বাস্থ্যের দিকে নজর রয়েছে সবার। টাকা থাকলেও খরচ হয় না। কোন জীবন গ্রহণ করবেন? মন যেখানে আঁধারে ঢাকবে সেটা? বাথরুমে পড়ে গেলে তোলার লোক থাকবে না? কোন জীবন গ্রহণ করবেন?"