বনগাঁ : ২০২৬-এ BJP-র 'মিশন বাংলা।' রাজ্যে ক্ষমতা দখলে এখন থেকে সক্রিয় বিজেপি নেতৃত্ব। দিনকয়েক আগেই জানা গেছে, দেশের বিভিন্ন রাজ্য থেকে বিজেপির শীর্ষ স্থানীয় নেতারা এখানে আসবেন। এখানে রীতিমতো ঘাঁটি গেড়ে বেশ কয়েকদিন থাকবেন তাঁরা। রাজ্য বিজেপিকে বাংলায় ক্ষমতা দখলের লক্ষ্যে সাহায্য করবেন। কাজেই, গেরুয়া শিবিরের সাংগঠনিক কাজ চলছে জোরদার। এই আবহে আবার দ্রুত চলছে SIR-এর প্রক্রিয়া। যা নিয়ে সরব হয়েছে তৃণমূল। বিজেপির অঙ্গুলিহেলনে কমিশন প্রকৃত ভোটারদের তালিকা থেকে বাদ দিতে একাজ করছে বলে বিরোধীদের তরফে বারবার অভিযোগ তোলা হয়েছে। এই পরিস্থিতিতে এবার সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর সভায় বক্তব্য রাখার সময় টেনে আনলেন বাংলা ও গুজরাতের প্রসঙ্গও। মুখ্যমন্ত্রী বলেন, "বাংলা দখল করার এত লোভ কেন ? বাংলাকে পছন্দ করেন না। বাংলার মানুষকে জব্দ করতে হবে। বাংলা ভাষাকে স্তব্ধ করতে হবে। বাংলাটাকে নিয়ে গিয়ে গুজরাতে ফেলে দিতে হবে। সব গুজরাতি খারাপ একথা আমি বলব না। আগামী ভোটে গুজরাতে বিজেপি হারবে, এটা মাথায় রাখুন। এখন থেকে ভবিষ্যদ্বাণী করে দিচ্ছি। বাংলা দখল করতে গিয়ে গুজরাত হারাবে, আর দেশ তো হারাবেই।"
বিহার ভোটের প্রসঙ্গও উঠে আসে মুখ্যমন্ত্রীর গলায়। তিনি বলেন, "বিহারেও বলেছিলেন, অনুপ্রবেশকারী। ওখানে যা ভোট করেছেন, ওঁরা লড়তে পারেননি বেচারা...আপনাদের গেম ধরতে পারেননি। আর আমরা তো আপনাদের গেম দেখে অভ্যস্ত। তাই আমরা ধরে নিই, এ টু জেড। তাই আমাদের সঙ্গে পারা মুশকিল। তাই, বাংলা আপনাদের টার্গেট।" এদিন বনগাঁর সভা থেকে একযোগে নির্বাচন কমিশন ও বিজেপি উভয়কেই তুলোধনা করেন মমতা। তিনি হুঙ্কার দিয়ে বলেন, "আমায় বাংলায় আঘাত করলে...কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমায় আঘাত করছে...আমাকে আঘাত করলে আমি সারা ভারত হেলিয়ে দেব। এটা মাথায় রেখো। ভোটের পরে আমিও একটু দেশটা চষে বেড়াব।" তাঁর সংযোজন, "কী ভাবছ নিজেদের, কেউকেটা হয়ে গেছ ? চিরকাল কেউ সরকারে থাকে না। ২০২৯ বড়ই ভয়ঙ্কর। তোমাদের সরকার থাকবে না...শকুনি মামারা ! সেদিন কোথায় পালাবে ? এখন থেকে জায়গা ঠিক করে রেখে দাও।"
প্রসঙ্গত, 'SIR' স্থগিতের আবেদন জানিয়ে কয়েক দিন আগে সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। Mamata Banerjee Rally