ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: বাগুইআটিকাণ্ডে মুখ্যমন্ত্রীর ধমকের পর, আজ জেলা পুলিশ ও পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করবেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। থাকবেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিম।


জানা গিয়েছে, সকাল ১১টায় শুরু হবে বৈঠক। ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন কলকাতা বাদে রাজ্যের সমস্ত জেলার পুলিশ সুপার, বিভিন্ন পুলিশ কমিশনারেটের সিপি, আইজি ও ডিআইজিরা। গতকাল প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে পুলিশ প্রশাসনে সমন্বয়ের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বিধাননগর কমিশনারেট ও বসিরহাট থানার মধ্যে সমন্বয়ের অভাব ঘটল কেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।এরপরই আজ জেলার পুলিশ কর্তাদের নিয়ে ডিজি ও এডিজি আইন শৃঙ্খলার বৈঠক। যদিও নবান্ন সূত্রে খবর, সামনেই দুর্গাপুজো। তাই পুজোর সময় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও বৈঠকে আলোচনা হবে।                                      


আরও পড়ুন, অনলাইন গেম খেলে বাইক কেনার প্ল্যান ছিল অতনুর! বাগুইআটিকাণ্ডে নয়া মোড়


বাগুইআটির নির্মম জোড়া খুন কাণ্ডে ক্ষোভ প্রকাশ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, এদিন নবান্নে আসার পরেই নিজের কক্ষে তিনি ডিজিকে ডাকেন। সেখানেই তিনি নির্দেশ দেন এই ঘটনার তদন্তভার সিআইডিকে দিতে হবে। সূত্রের খবর, প্রশাসনিক বৈঠকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।  'কেন এমন ঘটনা ঘটল? পুলিশ এতদিন কী করছিল?' প্রশাসনিক বৈঠকে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এমন প্রশ্নই করেন বলে সূত্রের খবর। তার আগে নবান্নে এসেই ডিজিকে ডেকে পাঠিয়ে পুলিশের ভূমিকায় ক্ষোভপ্রকাশ করেন তিনি। 'বাড়ির লোকজন বারবার যে অভিযোগ করছে সেটা কী সত্যি?' সূত্রের খবর, এই বিষয়ে জানতে চান মুখ্যমন্ত্রী।



বুধবারই বাগুইআটি খুনের ঘটনার তদন্তভার সিআইডি-র হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। এদিন  সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ (Firhad Hakim) বলেন, "পুলিশের সক্রিয় হওয়া উচিত ছিল। পুলিশ যদি অন্য জায়গায় ছিল, দরকারে কথা বলা উচিত ছিল সিআইডি-র সঙ্গে। মুখ্যমন্ত্রী অত্যন্ত দুঃখপ্রকাশ করেছেন। আইসি-কে ক্লোজ করা হয়েথে। তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিআইডি-র হাতে। এই দুঃখের সময় ওই পরিবারগুলির পাশে আছি আমরা।'