কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) অ্যারেস্ট মেমোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামের উল্লেখ রয়েছে, ইডি সূত্রে দাবি এমনটাই। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের উল্লেখ হওয়ায় ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব। এই ঘটনায় তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।  


কী দাবি করেছে ইডি:
গ্রেফতারির সময় মমতাকে চার বার ফোনে যোগাযোগের চেষ্টা করেন পার্থ চট্টোপাধ্যায়। অ্যারেস্ট মেমোতে (Arrest Memo) উল্লেখ রয়েছে মমতার নাম। রাতে এবং দিনে কখন পার্থ ফোন করেন মমতাকে, উল্লেখ রয়েছে অ্যারেস্ট মেমোতে, দাবি ইডি সূত্রে।


বিজেপির কটাক্ষ: 
অ্যারেস্ট মেমোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করা নিয়ে ট্যুইট করে আক্রমণ বিজেপি (BJP) নেতা অমিত মালব্যর। তাঁর দাবি, 'আঁতাঁত স্পষ্ট, এসএসসি দুর্নীতি প্রসঙ্গ মমতা এড়িয়ে যাচ্ছেন। এসএসসি দুর্নীতির দায়ভার নিন মমতা বন্দ্যোপাধ্যায়।'


 






আক্রমণ শানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও। তাঁর কটাক্ষ, 'সবচেয়ে কাছের মানুষের ওপর ভরসা রাখতে পারলেন না মমতা।'


নিজেই বলেছিলেন পার্থ: 
সংবাদমাধ্যমের সামনেই পার্থ বলেছিলেন যে নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু যোগাযোগ করে উঠতে পারেননি। তখনই শুরু হয়ে যায় জল্পনা। তারপর তৃণমূলের তরফে বলা হয়েছিল, যাঁর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছিল তাঁর সঙ্গে দলের যোগ নেই, এই ঘটনার সঙ্গেও দলের কোনও যোগ নেই।  


আরও পড়ুন: পার্থকে ঝেড়ে ফেলার চেষ্টা করেছেন, মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ শুভেন্দু অধিকারী