কলকাতা: অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতায় দর্শকদের একাংশের প্রশ্নে তাল কাটল মমতা বন্দ্যোপাধ্যায়ের। টাটাদের সিঙ্গুর ত্যাগের প্রসঙ্গ তোলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গে কোন কোন কোম্পানি এসেছে তা নিয়ে প্রশ্ন করা, আর জি কর কাণ্ড নিয়ে প্রশ্ন থেকে গো ব্যাক স্লোগান। অক্সফোর্ড বিশ্ববিদ্য়ালয়ের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় এইভাবেই বিক্ষোভ দেখাল সিপিএমের ছাত্র সংগঠন SFI-এর ইউনাইটেড কিংডম শাখা। 

আর জি কর থেকে শিল্পায়ন, সাম্প্রদায়িকতা, পর পর প্রশ্নের মুখে পড়েন মুখ্যমন্ত্রী। আর জি কর কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন দর্শকদের একাংশের। যদিও মুখ্যমন্ত্রী বলেন, এটা বিচারাধীন বিষয়, কেন্দ্র দেখছে। তিনি এও বলেন, 'রাজনীতিকরণের চেষ্টা করবেন না। আপনারা বিরোধিতা করতেই পারতেন। এতে আমি আরও উৎসাহ পাই'। 

এদিকে এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা তোপ আর জি কর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক অনিকেত মাহাতো। তিনি বলেন, 'অভয়ার ন্যায়বিচার যদি না দেন, হলে বাংলার মানুষ কেন, সারা বিশ্বের মানুষ অভয়ার পাশে দাঁড়াবেই। সকল বিশ্ববাসী পাশে আছে। আমাদের স্লোগানে আমরা বলেছিলেন, 'আর জি কর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক, বিশ্ব দিচ্ছে ডাক অভয়া বিচার পাক। সেটাই প্রতিধ্বনিত হচ্ছে। আমরা চাই সিবিআইও দেখুক, বিচার দিক অভয়াকে। কারা নেপথ্যে ছিল, কারা প্রমাণ নষ্ট করেছিল প্রকাশ্যে আসুক।' 

এদিকে, আজ কলকাতা হাইকোর্টে আজ ফের আর জি কর মামলার শুনানি। আদালতের নির্দেশমতো CBI-এর আজ কেস ডায়েরি পেশ করার কথা রয়েছে। নতুন করে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভয়ার মা-বাবা। সেই আবেদনের প্রেক্ষিতে, সর্বোচ্চ আদালতের অনুমতিতে গত সোমবার থেকে শুরু হয়েছে শুনানি। প্রথম দিনই আদালতে একগুচ্ছ প্রশ্নের মুখে পড়েছিল CBI। 'অভয়াকে কি গণধর্ষণ করা হয়েছিল? যদি তাই হয়, তাহলে বাকি সন্দেহভাজন কারা?' প্রশ্ন তুলেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 'হাসপাতালে জাল ওষুধ, দুর্নীতির প্রতিবাদ করাতেই তাঁর মেয়েকে প্রাতিষ্ঠানিকভাবে খুন করা হয়েছে', ওই দিনই আর জি কর-কাণ্ড নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন নিহত চিকিৎসকের মা।

যদিও এই বিরোধীতার মাঝেই পর পর পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং নেতারা। ঘাসফুল শিবিরের তরফে বলা হয়েছে, 'চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির। মমতা বন্দ্যোপাধ্যায় বিচলিত হননি, ভয়ও পাননি। যত হেনস্থা করা হবে, তত তিনি গর্জে উঠবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার।'