'কারও নাম বাদ দিলে ধর্না দিয়ে বসে থাকব'। খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে, কৃষ্ণনগরের সভা থেকে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্যের  প্রতিটি লাইনে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন। বৃহস্পতিবার শেষ হল এনুমারেশন ফর্মের তথ্য ওয়েবসাইটে আপলোড করার সময়সীমা। তবে উত্তাপ আরও বাড়ল! ১৬ ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা তার আগে কৃষ্ণনগরের সভা থেকে সরাসরি ধর্নায় বসার হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।  মুখ্যমন্ত্রীর হুঙ্কার, কারও নাম বাদ দিলে ধর্না দিয়ে বসে থাকব। যতক্ষণ পর্যন্ত ধর্না দেবেন,আপনাদের নাম না তুলবে। আরও বললেন, ' দেখছি বিজেপির দালাল হয়ে গেছে। এরা জানে না বিজেপি চিরকাল ক্ষমতায় থাকবে না। ’২৯ কেন, ’২৯-এর আগেই উল্টাবে, ’২৯ পর্যন্ত দিল্লিতে ওদের যেতে হবে না।' 

Continues below advertisement

'বিজেপির IT সেল আপনাদের ভোটার লিস্ট তৈরি করে দেবে?'

মুখ্যমন্ত্রীর দাবি, 'সব এজেন্সি ওদের হাতে। কোনও বিচার পাবেন না। এখনকার নির্বাচন কমিশনের কাজ হচ্ছে, বিজেপি একটা কমপ্লেন দিয়েছে। সবার নামে কমপ্লেন দিয়েছে। মানে বিজেপি ছাড়া সবার নাম বাদ। কেন বিজেপির কমপ্লেনে কাজ হবে? এটা আমার ভদ্রতা করে জিজ্ঞাস্য নির্বাচন কমিশনের কাছে। বিজেপি চিঠি দিলেই সেটা রামায়ণ, মহাভারত? আর বিজেপি চিঠি দিলেই নাম কাটতে হবে?  বিজেপির IT সেল আপনাদের ভোটার লিস্ট তৈরি করে দেবে, সেই ভোটার লিস্টে আপনারা ভোট করবেন?  আপনাদের এটাই তো পরিকল্পনা। মনে রাখবেন, বিহার পারেনি, বাংলা পারবে। ' 

Continues below advertisement

'কারও নাম বাদ দিলে ধর্না দিয়ে বসে থাকব'                         

মুখ্যমন্ত্রীর দাবি, ' দিল্লি থেকে বিজেপি মার্কা কিছু লোককে পাঠানো হচ্ছে। জেলাশাসকদের মাথার উপরে খবরদারি করার জন্য। আর বলছে দেড় কোটি লোকের নাম বাদ দিতে হবে। ওরা জানে না বাংলা কারও কাছে ভিক্ষা চায় না। কারও নাম বাদ দিলে ধর্না দিয়ে বসে থাকব। যতক্ষণ পর্যন্ত ধর্না দেবেন, আপনাদের নাম না তুলবে। '                          

এদিকে SIR-এর শেষ লগ্নেও বৃহস্পতিবার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে দেখা গেল ভারত থেকে বাংলাদেশে ফেরার ছবি।  মুখ্যমন্ত্রীর ধর্না দেওয়ার হুঙ্কারে কি বদলে যাবে এই ছবি ?