কলকাতা: বরাবর স্পষ্টবাদী তিনি। রাখঢাক করা একেবারে ধাতে নেই তাঁর। তাই বাড়ির লোক ভুল করলেও, ছেড়ে কথা বলেন না। রাজ্যবাসীকে কোভিড (COVID-19) নিয়ে সতর্ক করতে গিয়ে এ বার এমনই বলতে শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। মমতা জানিয়েছেন, স্ত্রীর কোভিড হওয়া সত্ত্বেও বাইরে ঘুরে বেড়াচ্ছিলেন তাঁর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় (Babun Banerjee)। তাঁকে তিরস্কার করতে ছাড়েননি তিনি।
পরিবারে কারও করোনা হলে, সকলেরই নিভৃতবাসে থাকা উচিত বলে বৃহস্পতিবার করোনা পরিস্থিতি নিয়ে নবান্ন (Nabanna) থকে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে প্রকাশ্যেই ছোট ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে শোনা যায় তাঁকে। মমতা বলেন, ‘‘স্ত্রীর করোনা হয়েছে, অথচ স্বামী বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। ভাবছে, আমার তো হয়নি! আমি বাইরে মিশতেই পারি। এটা অন্যায়। বাড়িতে কারও করোনা হলে, বাকিদেরও নিভৃতবাসে থাকা উচিত। তা নইলে সকলে বিপদে পড়বেন।’’
এর পরই নিজের পরিবারের প্রসঙ্গ টেনে আনেন মমতা। বলেন, ‘‘আমার বাড়িরই এক জন এমন করেছে। খুব আহত হয়েছি আমি। আমার ভাইয়ের স্ত্রীর করোনা হয়েছে. কিন্তু বাবুন এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। আমি এটা পছন্দ করি না। মনে রাখবেন, আমি খুব স্পষ্টবাদী। আগে ঘর সামলানো উচিত বলে মনে করি। কাল ওকে বারণ করে দিয়েছি। বলেছি, কারও সঙ্গে দেখা করতে যেতে হবে না।’’
করোনা নিয়ে সতর্ক করতে গিয়ে এ দিন মমতা জানান, রোগের প্রভাব মারাত্মক না হলেও, এই মুহূর্তে দাবানলের গতিতে ছড়িয়ে পড়ছে করোনা। বাড়ির এক জন সংক্রমিত হলে, বাকি সদস্যরা তো বটেই, আশেপাশের লোকেরাও আক্রান্ত হচ্ছেন। তাই অন্তত সাত দিন নিভৃতবাসে থাকার কথা বলেছেন তিনি। একই সঙ্গে করোনা হলে ভয় পাওয়ার কিছু নেই বলেও জানিয়েছেন। মমতা জানান, জ্বর-সর্দি হলেই তা করোনা, এমনটা নয়। জেঙ্গি, ম্যালেরিয়াও হতে পারে। টানা তিন দিন জ্বর থাকলে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
এর আগে, মমতাও করোনায় আক্রান্ত বলে খবর উঠে এসেছিল। পরে যদিও তা ভুল বলে প্রমাণিত হয়। এ দিন মমতা জানান, তাঁর করোনা হলে সকলেই জানেত পারবেন। এ নিয়ে রাখঢাক করার মানুষ নন তিনি। গোটা বিশ্বের হচ্ছে, নিজের হলে তা গোপন রাখতে যাবেন না।