আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়: বিশ্ব বঙ্গ বাণিজ্য (Bengal Global Business Summit) সম্মেলনের সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মুখে উঠে এল বাম আমলের প্রসঙ্গ। কর্মদিবস নষ্টের প্রসঙ্গ টেনে কটাক্ষ করেন তিনি। একই কথা শোনা যায় শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার মুখেও। এনিয়ে জবাব দিতে গিয়ে, পাল্টা সুর চড়িয়েছে বামেরা (CPIM)। 


সিঙ্গুরে (Singur) টাটার (Tata) গাড়ি কারখানা এবং নন্দীগ্রামে (Nandigram) পেট্রোকেমিক্যাল (Petrochemical) হাব তৈরির স্বপ্ন দেখেছিল বাম সরকার। কিন্তু, দুই জায়গাতেই জমি অধিগ্রহণ নিয়ে প্রবল প্রতিরোধ আন্দোলনের মুখে পড়তে হয় তাদের। আন্দোলনকে হাতিয়ার করে ২০১১ সালে রাজ্যে ঘটে পালাবদল। তৃণমূল ক্ষমতায় আসার পর পেরিয়ে গেছে এগারোটা বছর। তারপর রাজ্যে বাণিজ্য সম্মেলন শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


এবার সেই সম্মেলনও এবার পা দিল ছ’বছরে। বুধবার তার সূচনা অনুষ্ঠানেও বারবার ঘুরে ফিরে এল ৩৪ বছরের বাম সরকারের প্রসঙ্গ। কখনও মুখ্যমন্ত্রীর মুখে, কখনও এরাজ্যেরই শিল্পপতির মুখে। এদিন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে, বাম আমলে কর্মদিবস নষ্টের প্রসঙ্গ টেনে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। পাল্টা তৃণমূল জমানায় কারখানা বন্ধ নিয়ে সুর চড়িয়েছে সিপিএম।


আরও পড়ুন, এক বছরেই ১ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা! লোভে সর্বস্বান্ত কয়েক হাজার শহরবাসী


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, "প্রিভিয়াস লেফ গভর্নমেন্ট রেজিমে ম্যান ডেজ নষ্ট হত.... এখন নো ম্যান ডেজ ইস লস্ট... ওয়ার্ক ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক, আগে লোডশেডিং হত, এখন হয় না।" সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, "বামেদের জমানায় কতবার বন্ধ ডেকেছিলেন হিসেব করে বলুন। ১১ বছরে ক’টা কারখানা বন্ধ হল, কতজন কর্মচ্যুত হল, সেটা সাহস থাকলে শ্বেতপত্র প্রকাশ করে বলুন।"
 


এদিন বাণিজ্য সম্মেলনে উপস্থিত শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কাও তৃণমূল জমানার সঙ্গে বাম জমানার তুলনা টানেন। শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, " এগারো বছর আগে উপেক্ষা ছিল, ডিসডেইন ছিল... আমরা অনেকে অন্যত্র যাওয়ার কথা ভাবছিলাম... তারপর একজন নেত্রী এলেন... আগে কর্মদিবস নষ্ট হত, এখন হয় না।" 


সব মিলিয়ে ২০২২ সালের শিল্প সম্মেলনেও উঠে এল সেই ৩৪ বছরের বাম শাসনের প্রসঙ্গ।