ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ১ বছরে ১ লক্ষ টাকা হয়ে যাবে ৩ লক্ষ। ৪ মাসে ৫ লক্ষ টাকা হয়ে যাবে ১০ লক্ষ। আর এই মোটা লাভের ফাঁদে পা দিয়েই সব টাকা হারিয়ে পথে বসেছেন হাজার হাজার মানুষ। শুধু এন্টালি (Entally), কড়েয়া বা বেনিয়াপুকুরে (Beniapukur) সম্পূর্ণ অপরিচিতদের নয়, নিজের প্রতিবেশী ও এমনকি বাড়ির মালিককেও ফাঁদে ফেলেছিলেন প্রতারণার অভিযোগে গ্রেফতার লিজা মুখোপাধ্যায়!


শহরে ফের চিটফান্ডের পর্দাফাঁস। কোটি কোটি টাকা প্রতারণার ফাঁদে কয়েক হাজার মানুষ। কড়েয়া, এন্টালি, বেনিয়াপুকুরের পর এবার নিউ মার্কেটেও চিটফান্ডের জাল। নিউ মার্কেট থানা এলাকায় ২৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। মহারাষ্ট্রের নাসিকে ছেলের বাড়ি থেকে কিং পিন লিজা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে কলকাতা পুলিশে SIT। 


গ্রেফতার করা হয়েছে তাঁর দ্বিতীয় পক্ষের স্বামী, ২ ছেলে-সহ ১৪ জনকে। পুলিশ সূত্রে খবর, বছরখানেক আগে পর্যন্ত পার্কসার্কাস বেনিয়ারপুকুর থানার আড্ডিবাগানে থাকতেন লিজা। বুধবার সেই ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। এরপর ফ্ল্যাটটি সিল করে SIT।                                         


আরও পড়ুন, সোশাল মিডিয়ায় উপহারের টোপ, ক্লিক করলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা 


জানা যায়, বাড়ির মালিক-সহ প্রায় ৬০০ জনের কাছ থেকে ১০ থেকে ১২ কোটি টাকা তোলেন লিজা মুখোপাধ্যায়। অভিযোগ, সবাইকেই দ্বিগুণ রিটার্নের লোভ দেখিয়ে সেফ দ্য বেয়ারফুট নামে এক সংস্থায় লগ্নি করতে বলতেন লিজা।                                                            


লালবাজার সূত্রে খবর, ২০১৬ থেকে চিটফান্ড কারবারের শুরু। অভিযোগ ২০১৯ থেকে রীতিমতো কোম্পানি তৈরি করে প্রতারণা শুরু করেন লিজা। ইদানিং দ্বিতীয় পক্ষের স্বামীর হুগলির বাড়িতে থাকতেন তিনি। হুগলিতেও প্রতারণার জাল বিছিয়েছিলেন কিনা, খতিয়ে দেখছে পুলিশ। লালবাজার সূত্রে খবর, শুক্রবার নাসিক থেকে কলকাতায় আনা হবে ধৃত লিজা মুখোপাধ্যায়কে।