কলকাতা: কলকাতার মেয়র কে হবেন তা নিয়ে পুরভোট গঠনের বৈঠকে বসে তৃণমূল। দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে পুরভোটে জয়ী প্রার্থীদের নিয়ে সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই মমতা এদিন সাফ জানিয়ে দেন, নির্দলরা দলে আসুক চাই না।
পুরভোটের ফল ঘোষণার পর এই প্রথম দলীয় বৈঠকে কয়েকজন সাংসদ, বিধায়কেরও থাকার কথা রয়েছে। এই সভাতেই চূড়ান্ত হল কলকাতা পুরসভার নতুন মেয়রের নাম। কলকাতা পুরসভার দলনেতা এবং মেয়র হিসেবে ফিরহাদ হাকিমের নাম ঘোষণা করেন তৃণমূল নেত্রী। নাম ঘোষণা হল চেয়ারপার্সনেরও। দায়িত্ব পেলেন মালা রায়। তৃণমূল সুপ্রিমো জানান, "১৩৪ জন তৃণমূল কাউন্সিলরকে অভিনন্দন। বিরোধী কাউন্সিলরদেরও স্বাগত জানাই। অনেক চরিত্র হননের পরেও মানুষ আমাদের প্রতি বিশ্বাস রেখেছেন। নতুন করে কর্মযজ্ঞ শুরু করার সময় এসেছে। আজ আমি সুব্রতদাকে খুব মিস করছি। এক সময় আমি আর সুব্রতদা ৭২ ঘণ্টা কাউন্সিলরদের পাহারা দিয়েছি। এত শান্তিপূর্ণ ভোট আগে হয়নি। যত জিতব, তত মাটির কথা ভাবতে হবে। তৃণমূল কংগ্রেসে অহঙ্কারের কোনও জায়গা নেই। নির্দল প্রার্থীদের এখনই নেওয়ার চিন্তাভাবনা নেই। সব কাউন্সিলরকে সবকিছু দেওয়া যায় না।"
এদিনের বৈঠক থেকে মমতা সাফ জানান, "পার্টিকে সাবোটাজ করে জেতার কথা ভাবলে বলব, গেম ইজ নট ইজি। ৪০ জন নতুন কাউন্সিলরকে ভাল করে কাজ শিখতে হবে।" অন্যদিকে, বাকি পুরসভাগুলির ভোট দু’দফায় করতে চায় নির্বাচন কমিশন, হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন। ২২ জানুয়ারি প্রথম দফা, ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফার ভোট করাতে চায় কমিশন। প্রথম দফায় হাওড়া, বিধাননগর শিলিগুড়ির ভোট করাতে চায় কমিশন। প্রথম দফায় আসানসোল, চন্দননগরের ভোটও করাতে চায় কমিশন। ২৭ ফেব্রুয়ারি বাকি পুরসভাগুলির ভোট করাতে চায় কমিশন।
এদিকে, কলকাতা পুরসভার ভোটে একাধিক ওয়ার্ডে ছাপ ফেলেছেন নির্দল প্রার্থীরা। ৪৩, ১৩৫ এবং ১৪১ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছে ৩ নির্দল প্রার্থী। আর রেজাল্ট আউটের পরেই ৩ জয়ী নির্দল প্রার্থী তৃণমূলে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেন।৩টি ওয়ার্ডে নিকটবর্তী তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ী হলেন ৩ কন্যা। ১৩৫ নম্বর ওয়ার্ডে রুবিনা নাজ। ১৪১ নম্বর ওয়ার্ডে পূর্বাশা নস্কর এবং ৪৩ নম্বর ওয়ার্ডে আয়েশা কানিজ জিতেছেন নিকটবর্তী তৃণমূল প্রার্থীকে হারিয়ে। ফল ঘোষণা হতে না হতেই ৩ কন্যাই একসুরে জানিয়েছিলেন তাঁরা যোগ দেবেন তৃণমূলে।