আশাবুল হোসেন, কলকাতা: দেশের বিচার ব্যবস্থাকে সম্মান করলেো, দু'একজন তল্পিবাহকের কাজ করেন বলে এর আগে আক্রমণ শানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পর গত কয়েক মাস তাঁদের দলের একের পর এক নেতা-মন্ত্রীর নাম উঠে এসেছে দুর্নীতি মামলায়। একাধিক বার রাজ্য সরকারকে ভর্ৎসিতও হতে হয়েছে আদালতে (Calcutta High Court)। সেই আবহে এ বার বিচারব্যবস্থার নিরপেক্ষতার উপর জোর দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সাফ বক্তব্য, "বিচার কখনও একপক্ষ হয় না, নিরপেক্ষ হয়।"


নব মহাকরণের চাবি কলকাতা হাইকোর্টের হাতে তুলে দিলেন মমতা


বৃহস্পতিবার নব মহাকরণ ভবনের চাবি কলকাতা হাইকোর্টের হাতে তুলে দেওয়া হয়। সেখানে বিচারপতি, বিচারক এবং আইজীবীদের সামনেই বিচারব্যবস্থার নিরপেক্ষতার কথা শোনা গেল মমতার মুখে। এ দিন মমতা বলেন, "কত মানুষ রোজ আদালতে আসেন। বিচারব্যবস্থা গণতান্ত্রিক দেশের স্তম্ভ। সাধার মানুষ তাই বিচারের আশায় আদালতের দ্বারস্থ হন। সুবিচারের আশায় দিনের পর দিন অপেক্ষা করে থাকেন। সব জায়গায় বিশ্বাসভঙ্গ হলে, বিচারব্যবস্থাই সাধারণ মানুষকে বিশ্বাস ফিরিয়ে দেয়। বিচার কখনও একপক্ষ হয় না, নিরপেক্ষ হয়।"


এ দিন মমতা আরও বলেন, "গণতান্ত্রিক দেশে বিচারব্যবস্থা, সংবাদমাধ্যম এবং গণতান্ত্রিক পরিকাঠামোর গুরুত্ব সংবিধানে উল্লেখিত রয়েছে। কোনও একটি বিশ্বাসযোগ্যতা হারালে বাকিগুলির উপর থেকে বিশ্বাস চলে যায়। এর উপর গণতান্ত্রিক দেশের ভবিষ্যৎ নির্ভর করে।"


আরও পড়ুন: West Bengal News Live Updates: স্কুলে নিয়োগ দুর্নীতি তদন্তে সুবীরেশ ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের


বাম আমলে ডালহৌসির মহাকরণ থেকেই রাজ্যের সরকার চলত। জায়গা কম পড়লে পরে বিকল্প ব্যবস্থা হিসেবে তৈরি হয় নব মহাকরণ ভবন। সেখানে বেশ কিছু সরকারি দফতর সরিয়ে আনা হয়। মন্ত্রীদের কয়েক জনও সেখানে বসতেন। আদালতের কাজের জন্য সম্প্রতি সেখান থেকে বেশ কিছু দফতর সরানো হয়, যাতে আদালতের কাজে গতি আসে। তার পর এ দিন পূর্ত দফতরের থেকে নিয়ে চাবি তুলে দেওয়া হল আদালতের হাতে। 


গণতান্ত্রিক ব্যবস্থায় বিচারব্যবস্থার নিরপেক্ষতার উপর জোর মমতার


এ দিন মমতা জানান, রাজ্যে ৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। তৃণমূল ক্ষমতায় আসার পরে ৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্ট চালু করে। এই মুহূর্তে ১৯টি মানবাধিকার কোর্ট রয়েছে। তিনি বলেন, "তিন-চার বছর ধরে বহু মামলা বকেয়া পড়ে রয়েছে। সেগুলির মামলার দ্রুত নিষ্পত্তি হোক।"