West Bengal News Live Updates: পার্থ-অনুব্রত নিয়ে তোলপাড়ের মধ্যেই তৃণমূলের অন্দরে নয়া জল্পনা
West Bengal Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ উঠল। প্রধান ও অঞ্চল সভাপতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মীদেরই একাংশ। যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল প্রধান ও অঞ্চল সভাপতি।
পুরুলিয়া সুচকাণ্ডে মৃত শিশুর মা ও মায়ের প্রেমিকের মৃত্যুদণ্ডের সাজা রদ করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গ্রেফতার হওয়ার দিন থেকে ৩০ বছর সাজা মকুবের আর্জিও জানাতে পারবেন না মৃত শিশুর মায়ের প্রেমিক, নির্দেশ ডিভিশন বেঞ্চের।>
বুধবার থেকে আজ, দু’দিনে ২০টি জায়গায় তল্লাশি এনআইএ-র। দিল্লির ১৪টি, পশ্চিমবঙ্গের ৩টি, গুজরাতের ২টি, পঞ্জাবের ১টি জায়গায় তল্লাশি
পার্থ-অনুব্রত নিয়ে তোলপাড়ের মধ্যেই তৃণমূলের অন্দরে নয়া জল্পনা। আচমকাই ‘অন্তরালে’ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক!
অভিনব উপায়ে মাদক পাচারের চেষ্টা। পার্সেলের মোড়কে ক্যুরিয়ারের মাধ্যমে শহরের এক পোস্ট অফিসে মাদক আনানো হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে দাবি, পোস্ট অফিস থেকে পার্সেল ডেলিভারি নিয়ে বেরোন মাত্রই কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার ২ পাচারকারী। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।
হাইকোর্টের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল নির্বাচনের বিজ্ঞপ্তি জারি। শাসক দল সমর্থিত প্রার্থীদের তালিকা প্রকাশ।
লুক আউট নোটিসের মধ্যেই খোঁজ মিলল মানিক ভট্টাচার্যের
আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্প এলাকায় প্লাস্টিকে মোড়া আবর্জনার স্তূপ। পরিবেশ দূষণের পাশাপাশি, বন্যপ্রাণীদের ক্ষতি হওয়ার আশঙ্কা। কারা ফেলছে, কেউ জানে না। বন দফতরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
কালনায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের অ্যাকাউন্টে ঢুকেছে একশো দিনের কাজের টাকা! মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসীরা। ফাঁসাতে অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে বলে দাবি করেছেন অভিযুক্ত কর্মাধ্যক্ষ। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা পরিষদ।
বাঁকুড়ার জয়পুরে তৃণমূলের পার্টি অফিসে লাল দাগ নিয়ে রহস্য। রক্তের দাগ? না কি লাল রং? নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
নব মহাকরণের বি ব্লক কলকাতা হাইকোর্টের হাতে তুলে দিল রাজ্য সরকার। নব মহাকরণের বি ব্লক হাইকোর্টের প্রধান বিচারপতির হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী। ক্রমশ কলকাতা হাইকোর্টের ওপর কাজের চাপ বাড়ছিল। নতুন ভবনের জন্য মুখ্যমন্ত্রীকে জানান হাইকোর্টের প্রধান বিচারপতি। সেই আবেদনের পরেই নব মহাকরণের ‘বি’ ব্লক কলকাতা হাইকোর্টের হাতে তুলে দিল রাজ্য সরকার।
গরুপাচারকাণ্ডে এবার অনুব্রতর ভূমিকা খতিয়ে দেখবে ইডি। কোটি কোটি টাকার উৎসের খোঁজে সায়গলকেও হেফাজতে নিতে আবেদন।
মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে সিবিআইয়ের লুক আউট নোটিস
গল্ফ গ্রিনে যুবককে পিটিয়ে মারার অভিযোগ, সিভিক ভলান্টিয়ার গ্রেফতার
সম্পত্তি বৃদ্ধি মামলায় এবার রাজনাথ, নাড্ডার নাম জড়িয়ে মামলা। বিরোধী নেতা-মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধির নতুন মামলায় হাইকোর্টে আবেদন।
বিচারককে হুমকি, অনুব্রত মামলা ভিন রাজ্যে সরানোর আর্জি। জামিন না দিলে পরিবারকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে চিঠি। দ্রুত মামলা ভিন রাজ্যে সরানোর দাবি জানিয়ে দেশের প্রধান বিচারপতিকে চিঠি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি আইনজীবীদের একাংশের।
স্কুলে নিয়োগ দুর্নীতি তদন্তে সুবীরেশ ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। বাঁশদ্রোণীর ব্রহ্মপুরের ফ্ল্যাটে সুবীরেশকে জিজ্ঞাসাবাদ।
জাস্টিস একপক্ষ হয় না, নিরপেক্ষ হয়। মানুষ বিচার না পেলে আদালতের দ্বারস্থ হয়। রাজ্যে ৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্ট বন্ধ করে দেওয়া হয়েছিল’। তৃণমূল ক্ষমতায় আসার পরে ৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্ট চালু করে। ১৯টি হিউম্যান রাইটস কোর্ট রয়েছে। বকেয়া মামলার দ্রুত নিষ্পত্তি হোক। তিন-চার বছর ধরে বহু মামলা বকেয়া পড়ে আছে’।
পদ্ধতিগত ত্রুটি থাকতে পারে, বাড়িতে এসে সুর নরম করে দাবি সুবীরেশের
এসএসসি মামলায় ধৃত মিডলম্যানের সিবিআই হেফাজত। ১ সেপ্টেম্বর পর্যন্ত মিডলম্যান প্রদীপ সিংহের সিবিআই হেফাজত।
শিক্ষা, স্বাস্থ্য, দমকলের পর রাজ্যে ফের নিয়োগ দুর্নীতির অভিযোগ। এবার তমলুক-ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠল। আদালতে জমা দেওয়া অতিরিক্ত হলফনামায় বিস্ফোরক অভিযোগ মামলাকারীদের। তমলুক-ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে তৃণমূল ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ। অতিরিক্ত হলফনামায় উল্লেখ, সমবায়মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠের বোন, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি প্রয়াত দেবব্রত দাসের ভাইপো, ব্যাঙ্কের চেয়ারম্যান গোপালচন্দ্র মাইতির ভাইপো, ব্যাঙ্কের তত্কালীন ভারপ্রাপ্ত সিইও প্রণয়কুমার চক্রবর্তীর ভাইপো-সহ ব্যাঙ্কের কর্তাব্যক্তিদের ঘনিষ্ঠ আত্মীয়রাও কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে চাকরি পেয়েছেন। এরকম কারও নাম সুপারিশ করিনি, মিথ্যা অভিযোগ, দাবি সমবায়মন্ত্রীর। ৫২টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হলেও এখনও পর্যন্ত ১৩৪ জন নিযুক্ত হয়েছেন বলে অভিযোগ। আবেদন না করে এবং মেধাতালিকায় নাম না থাকা সত্ত্বেও অনেকে চাকরি পেয়েছেন বলে মামলাকারীদের দাবি।
গরুপাচার মামলায় এবার অনুব্রত মণ্ডল ও সায়গল হোসেনের ভূমিকা নিয়ে ময়দানে নামল ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে নিজেদের হেফাজতে নিতে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদনও জানানো হয়েছে।
কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার, গ্যাসের দাম বৃদ্ধি-সহ একগুচ্ছ ইস্যুতে পথে নামল তৃণমূল কংগ্রেস। বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে গাঁধীমূর্তি পর্যন্ত মিছিল।
পুরুলিয়ায় সূচ ঢুকিয়ে শিশুকন্যা হত্যার ঘটনায় মৃত্যুদণ্ড রদ করল হাইকোর্ট। যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ কলকাতা হাইকোর্টের। ২০১৭-র ২১ জুলাই ৩ বছরের শিশুকন্যাকে সূচ ঢুকিয়ে হত্যার অভিযোগ ওঠে। অভিযোগ ওঠে শিশুর মা ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে। শিশুর শরীর থেকে ৭টি সূচ পাওয়া যায় বলে অভিযোগ ওঠে। ২০২১-এর ২১ সেপ্টেম্বর ২ জনকে মৃত্যুদণ্ড দেন পুরুলিয়া ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক।
ভিত্তিহীন অভিযোগ। নিয়োগের ক্ষেত্রে কোনও সুপারিশ করা হয়নি। তমলুক-ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে নিয়োগ দুর্নীতির অভিযোগের ঘটনায় বললেন সমবায়মন্ত্রী অরূপ রায়।
মধ্যশিক্ষা পর্ষদের ইউনিয়ন রুম দখলের অভিযোগ পর্ষদ কর্মীদেরই বিরুদ্ধে। আদালতের দ্বারস্থ ইউনিয়নের সদস্যরা। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোন কাজ হয়নি বলে দাবি মামলাকরীদের। পুলিশকে দিয়ে তালা ভেঙে ইউনিয়ন রুম ফিরিয়ে দেওয়ার নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থা।
শিক্ষা, স্বাস্থ্য, দমকলের পর রাজ্যে ফের নিয়োগ দুর্নীতির অভিযোগ। এবার তমলুক-ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠল। আদালতে জমা দেওয়া অতিরিক্ত হলফনামায় বিস্ফোরক অভিযোগ মামলাকারীদের। তমলুক-ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে তৃণমূল ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ।
মধ্যশিক্ষা পর্ষদের ইউনিয়ন রুম দখলের অভিযোগ পর্ষদ কর্মীদেরই বিরুদ্ধে। আদালতের দ্বারস্থ ইউনিয়নের সদস্যরা। পুলিশকে দিয়ে তালা ভেঙে ইউনিয়ন রুম ফিরিয়ে দেওয়ার নির্দেশ। নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। জোর করে ইউনিয়ন রুম দখলের অভিযোগ পর্ষদ কর্মীদের বিরুদ্ধে
গত ৫ মে রুম দখলের অভিযোগ ওঠে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোন কাজ হয়নি বলে দাবি মামলাকরীদের।
কাঠ পাচারকারীদের ধরতে গিয়ে আক্রান্ত বন কর্মীরা। মারধরের অভিযোগ। ভাঙচুর করা হয় বন দফতরের গাড়ি। কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি এক বন কর্মী। তুফানগঞ্জের বক্সীরহাটের বাসরাজা এলাকার ঘটনা।
কোটেশ্বর রাও, শ্যাম সিংহর পর এবার কয়লাকাণ্ডে ইডি-র মুখোমুখি সেলভা মুরুগান। আজ দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা দেন এই আইপিএস অফিসার। পুরুলিয়ার এসপি থাকাকালীন কয়লা পাচার রুখতে কী করেছিলেন, জানতে চায় ইডি, খবর সূত্রের।
হাসপাতাল থেকে মেডিক্যাল পরীক্ষার জন্য অনুব্রতকে নিয়ে যাওয়া হল হাসপাতালে। আসানসোল জেল থেকে অনুব্রতকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে কড়া নিরাপত্তা।
এবার কলকাতা সংলগ্ন হাতিয়াড়ায় জাল নোটের কারখানার হদিশ। কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার ২। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সন্ধেয় টাকি হাউস বয়েজ স্কুলের কাছ থেকে চেঙ্গিস আলম ও আফজল আলি নামে ২ জনকে পাকড়াও করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৭০ হাজার ৫০০ টাকার জাল নোট। এরপর গতকাল চেঙ্গিজকে নিয়ে তল্লাশি চালিয়ে ইকো পার্ক থানা এলাকার হাতিয়াড়ায় ভাড়াবাড়িতে জাল নোটের কারখানার হদিশ মেলে। বাজেয়াপ্ত করা হয় জাল নোট তৈরির সরঞ্জাম, রং, রাসায়নিক-সহ বিভিন্ন সামগ্রী।
রাজ্য সরকারের পুজো অনুদান নিয়ে এবার হাইকোর্টে দায়ের হল তৃতীয় মামলা। ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা এবং বিদ্যুৎ বিলে ছাড় দেওয়ার বিরোধিতায় মামলা দায়ের হয়েছে। আগামীকাল শুনানির সম্ভাবনা। পুজো অনুদানের বিরোধিতা করে গতকাল হাইকোর্টে দায়ের হয়েছে ২টি মামলা। মহার্ঘ ভাতা না দিয়ে কেন অনুদান? এই প্রশ্ন তুলেই মামলা দায়ের হয়েছে।
গরুপাচার মামলায় এবার অনুব্রত মণ্ডল ও সায়গল হোসেনের ভূমিকা নিয়ে ময়দানে নামল ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে নিজেদের হেফাজতে নিতে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদনও জানানো হয়েছে। বর্তমানে আসানসোল জেলে রয়েছেন সায়গল। তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে চায় ইডি।
পুরসভার অনুমতি নেই। এই অভিযোগে বেহালার পর্ণশ্রীতে শোভন চট্টোপাধ্যায়ের দাদার কায়াক প্রশিক্ষণ কেন্দ্রে তালা ঝোলাল পুরসভা। সূত্রের খবর, কায়াক প্রশিক্ষণ কেন্দ্রটি ফের চালু করার জন্য পুরসভায় আবেদন জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। আবেদনপত্র খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে পুরসভা সূত্রের খবর।
স্কুলে নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজ কলকাতা রওনা হলেন সুবীরেশ ভট্টাচার্য। বাগডোগরা বিমানবন্দরে পৌঁছনোর পর, সিবিআই জিজ্ঞাসাবাদ নিয়ে মুখে কুলুপ SSC-র প্রাক্তন চেয়ারম্যানের। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের নজরে সুবীরেশ ভট্টাচার্য। গতকাল প্রায় ১০ ঘণ্টা ধরে তাঁর বাড়ি ও অফিসে অভিযান চালায় এবং দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে CBI। সিল করে দেওয়া হয় বাঁশদ্রোণীর ব্রহ্মপুরের ফ্ল্যাট।
রাজ্য সরকারের পুজো-অনুদানের সিদ্ধান্ত ঘিরে বিতর্কের জল গড়াল আদালতেও। তেতাল্লিশ হাজার পুজো কমিটিকে, মোট দুশো আটান্ন কোটি টাকা অনুদান। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত খারিজের আর্জি জানিয়ে, হাইকোর্টে দায়ের হল জোড়া জনস্বার্থ মামলা।
উত্তর ২৪ পরগনার অশোকনগরে প্লাইউড কারখানায় বিধ্বংসী আগুন। লক্ষাধিক টাকা ক্ষতির আশঙ্কা। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ অশোকনগরের বালিশা রাজীবপুর এলাকায় প্লাইউড কারখানায় আগুন লাগে। দমকলের ২টি ইঞ্জিনের ঘণ্টাদেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এবার গরু পাচার মামলায় অনুব্রত, সায়গল হোসেনের ভূমিকা নিয়ে তদন্ত শুরু ইডি-র। সায়গলকে হেফাজতে নিতে আবেদন ইডি-র, খবর সূত্রের।
এবার পার্সেলের মোড়কে ক্যুরিয়ারের মাধ্যমে খাস কলকাতায় পোস্ট অফিসে পৌঁছল মাদক। কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার দুই মাদক পাচারকারী। বাজেয়াপ্ত কয়েক লক্ষ টাকার মাদক। রেভ পার্টিতে মাদক পাচারের পরিকল্পনা ছিল, দাবি পুলিশের
কয়লা পাচার মামলায় রাজ্য পুলিশকে ভবানীভবনে তলব সিআইডি-র। কয়লা পাচারে পুলিসের ভূমিকা খতিয়ে দেখতে করা হবে জিজ্ঞাসাবাদ। এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে হরিয়ানার ব্যবসায়ী সঞ্জয় মালিককে।
তৃণমূলের বিরুদ্ধে কার্যত মহাজোটের ডাক দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ফেসবুকে তিনি লিখেছেন, সময় এসেছে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস ভেদাভেদ দূরে সরিয়ে, মানুষের একত্রিত হওয়ার। কার্যত এক সুর শোনা গেছে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গলাতেও। এনিয়ে সিপিএম-কংগ্রেসের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়েছে তৃণমূল।
নবম-দশমে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রদীপ সিংহ নামে এক দালালকে গ্রেফতার করল CBI। এর মধ্যেই সিবিআইয়ের রেডারে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। গতকাল তাঁর বাড়ি ও অফিসে অভিযানের পাশাপাশি দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা।
আসানসোল জেল হাসপাতালে রয়েছেন অনুব্রত মণ্ডল। গতকাল আসানসোলের বিশেষ সিবিআই আদালত থেকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে নিয়ে যাওয়া হয় জেলে। সেখানে আইসোলেশন ওয়ার্ডে রেখে করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট নেগেটিভ আসার পরেও অনুব্রতকে জেল হাসপাতালে রাখার সিদ্ধান্ত নেয় জেল কর্তৃপক্ষ।
দলীয় পদ পাইয়ে দিতে ঘুষ নেওয়ার অভিযোগ উঠল, বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে। অন্যদিকে, ব্লক যুব সভাপতি করার জন্য দশ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ তুললেন প্রাক্তন ব্লক যুব সভাপতি।
ফের দুর্নীতির অভিযোগ উঠল মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। লোকাল এরিয়া নেটওয়ার্ক বা LAN বসাতে অস্থায়ী কর্মীকে দিয়ে টেন্ডার ডাকিয়ে, কোনও কাজ না করে ১ কোটি ৬০ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জেলাশাসকের কাছে অভিযোগ জানালেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
প্রেক্ষাপট
প্রভাবশালী তত্ত্বেই খারিজ জামিনের আবেদন। ১৪দিনের জেল হেফাজতে অনুব্রত (Anubrata Mondal)। অসুস্থতার জন্য জেলে ঢুকতেই পাঠানো হল হাসপাতালে।
কারাগারে কেষ্ট। বৃহত্তর ষড়যন্ত্র, ন্যাশনাল ক্রাইম। অনুব্রতর নির্দেশেই গরুপাচারকাণ্ড টাকা তুলতেন সায়গল, আদালতে অভিযোগ সিবিআইয়ের (CBI)।
এটা ন্যাশনাল ক্রাইম, ছোটখাটো অপরাধ নয়। এনামুল মাস্টারমাইন্ড। অনুব্রতর নির্দেশেই টাকা নিতেন সায়গল। জবানবন্দিতে প্রমাণ থাকার দাবি সিবিআইয়ের।
নিজাম প্যালেসের কাছেই বাড়ি ভাড়া নিয়ে থাকবেন অনুব্রত, পা দেবেন না বীরভূমে। জামিন চেয়ে অনুব্রতর আইনজীবীর সওয়াল। খারিজ আদালতের।
জেলে অনুব্রত। সিবিআইয়ের বিরুদ্ধে বোলপুরে (Bolpur) তৃণমূলের মিছিল। শিলিগুড়ি-বিষ্ণুপুরে পাল্টা চোর ধরো-জেল ভরো স্লোগান বিজেপির।
তৃণমূল নেত্রীতেই আস্থা অনুব্রতর। নিজাম প্যালেস থেকে বেরোনোর সময় বললেন অনেক করেছেন মমতা।
আসানসোল আদালতে নিয়ে যাওয়ার পথে অনুব্রতকে ফের গরুচোর স্লোগান। আদালতে ঢোকার মুখে বিক্ষোভ কংগ্রেসের। বিচারপতিকে মাদক মামলায় ফাঁসানোর হুমকি-চিঠি। সিবিআই চাইলেন খোদ অনুব্রত।
আমাদের পেশা নির্ভীকতার পেশা, কোনও কিছুতেই ভয় পাইনি, ভবিষ্যতেও পাব না। অনুব্রত-র সিবিআই আর্জি থামিয়ে জানিয়ে দিলেন বিচারক।
দুর্নীতির প্রতিবাদ করতে হবে দল নির্বিশষে, সোশাল মিডিয়ায় মানুষের মহাজোটের আহ্বান সুকান্তর। প্রমাণিত হল আঁতাঁত, পাল্টা খোঁচা তৃণমূলের।
শিক্ষক নিয়োগে দুর্নীতি, সিবিআইয়ের জালে এবার মিডলম্যান। নিউটাউন থেকে গ্রেফতার। চাকরির নামে প্রচুর টাকা তোলার অভিযোগ।
নিয়োগ মামলায় সিবিআই-নজরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (North Bengal University) উপাচার্য। শিলিগুড়িতে ১১ ঘণ্টা ধরে তল্লাশি-জিজ্ঞাসাবাদ। বাঁশদ্রোণীর ফ্ল্যাট সিল।
দায়িত্ব নিয়েই প্রাথমিক-নিয়োগে স্বচ্ছতার আশ্বাস নতুন সভাপতির। 'কোনও কিছু লুকোবো না, কোনও অস্বচ্ছতা থাকবে না। টেট হবে প্রতিবছর, প্রত্যেকের অভিযোগ শুনব'
পুজো কমিটিগুলিকে অনুদান। চ্যালেঞ্জ করে হাইকোর্টে (HighCourt) জোড়া জনস্বার্থ মামলা। দ্রুত শুনানির আর্জি খতিয়ে দেখার আশ্বাস, পরশু শুনানির সম্ভাবনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -