আশাবুল হোসেন,  কলকাতা: কলকাতাকে আরও নিরাপদ করতে এবার সব বাণিজ্যিক গাড়িতে ভেহিক্যাল লোকেশন ট্র্যাকিং ডিভাইস লাগানো বাধ্যতামূলক করল রাজ্য সরকার। এই সিস্টেমের মাধ্যমে বিপদে পড়লেই প্যানিক বাটন টিপে লালবাজারে পাঠানো যাবে বিপদ সঙ্কেত। সোমবার আলিপুরে পরিবহণ দফতরের অনুষ্ঠানে এই পরিষেবা সংক্রান্ত অ্য়াপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, আলিপুরে মাল্টি লেভেল কার পার্কিংয়ের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


সোমবার আলিপুরে পরিবহণ দফতরের অনুষ্ঠানে এই পরিষেবা সংক্রান্ত অ্য়াপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। 
কীভাবে কাজ করবে এই লোকেশন ট্র্যাকিং সিস্টেম?



  • গাড়িতে থাকাকালীন কোনও বিপদের আশঙ্কা বুঝলেই পুশ করা যাবে ইনস্টল করা প্যানিক বাটন।

  • সঙ্গে সঙ্গে বিপদসংকেত চলে যাবে লালবাজার, পরিবহন দফতর ও স্থানীয় থানায়।

  • ফলে দ্রুত গাড়ির লোকেশন ট্র্যাক করে ঘটনাস্থলে পৌঁছে যেতে পারবে পুলিশ।

    আরও পড়ুন : 

    জোশীমঠের মতো ভয়াবহ ভবিষ্যৎ দার্জিলিংয়েরও? ভূবিজ্ঞানীদের কথায় বুক ছ্যাৎ করে উঠবে !


    নির্ভয়া কাণ্ডের পর মেয়েদের নিরাপত্তায় জোর দিতে মুখ্যমন্ত্রীর উদ্যোগেই এই নতুন ব্যবস্থা, জানিয়েছেন পরিবহণমন্ত্রীও। মুখ্যমন্ত্রী এদিন বলেন, 'কিছু দুষ্টু লোক আছে। কোথাও কিছু হচ্ছে কিনা, তা দেখতে সব বাণিজ্যিক গাড়িতে ট্র্যাকিং সিস্টেম। কিছু হলেই সঙ্গে সঙ্গে প্যানিক ব্যাটন বাজানো যাবে, পুলিশ-ট্রাফিক জানতে পারবে।

    যদিও জিপিএস লোকেশন জানার যন্ত্রের দাম নিয়ে প্রশ্ন তুলে ট্যুইট করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অভিযোগ, 'পশ্চিমবঙ্গে পরিবহণ দফতর থেকে যে বিধি করা হচ্ছে, তাতে মাত্র ১০টি কোম্পানি বৈধ হবে। সারা ভারতে ৪ হাজার টাকায় এই যন্ত্র পাওয়া গেলেও, পশ্চিমবঙ্গের দাম হবে অন্তত ১২০০০ টাকা। বেশিরভাগ যন্ত্রই আমদানি করা হবে কয়লা ভাইপো অ্য়াসোসিয়েট কোম্পানি থেকে।'

    দক্ষিণ কলকাতার আলিপুরের মতো কর্মব্যস্ত জায়গায় গাড়ি রাখার সমস্যা দীর্ঘদিনের। সেই সমস্যা মেটাতেই এবার চালু হল মহানগরের নতুন মাল্টি লেভেল কার পার্কিংয়ের জায়গা 'সম্পন্ন'।  আলিপুরে মাল্টি লেভেল কার পার্কিং ব্যবস্থারও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। উপস্থিতি ছিলেন মেয়র ফিরহাদ হাকিম,  পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, মুখ্যসচিব-সহ রাজ্য সরকারের প্রথম সারির আধিকারিকরা।