কলকাতা: বিহারের পর ভোটমুখী পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ শুরু হয়েছে। বাড়ি বাড়ি গণনাপত্র বা এনুমারেশন ফর্ম দেওয়ার কাজ শুরু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বুথ লেভেল অফিসারের হাত থেকে সেই ফর্ম গ্রহণ করেছেন বলে খবর ছিল। কিন্তু বৃহস্পতিবার সেই খবর নস্যাৎ করে দিলেন মমতা। জানালেন, তিনি নিজে হাতে ফর্ম গ্রহণ করেছেন বলে যে খবর ছড়িয়েছে, তা মিথ্যা। আর বাংলার প্রত্যেক নাগরিক ফর্ম পূরণ না করা পর্যন্ত তিনি ফর্ম পূরণ করবেন না। সেই নিয়ে তাঁকে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। (Mamata Banerjee)

Continues below advertisement

বৃহস্পতিবার ফেসবুকে নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরেন মমতা। তিনি লেখেন, 'গতকাল দায়িত্বপ্রাপ্ত BLO আমাদের পাড়ায় এসেছিলেন তাঁদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে আমার রেসিডেন্স অফিসে এসে বাড়িতে রেসিডেন্সে কতজন ভোটার জেনেছেন, ফর্ম দিয়ে গিয়েছে। যত ক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনও ফর্ম পূরণ করিনি এবং করবও না'। (Mamata Banerjee on Bengal SIR)

শুধু তাই নয়, তাঁকে নিয়ে যে খবর ছড়িয়েছে, তাও নস্যাৎ করে দেন মমতা। তিনি লেখেন, 'বিভিন্ন সংবাদমাধ্যম ও সংবাদপত্র প্রকাশ করেছে যে, 'আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে BLO-র কাছ থেকে এনুমারেশন ফর্ম গ্রহণ করেছি'। এই খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার'।

Continues below advertisement

রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যদিও বলেন, "আমরা বলছি, মুখ্যমন্ত্রী সবার আগে ফর্ম ফিলআপ করে জমা দেবেন। ওঁর বাড়িতে ১৭ খানা ফর্ম গিয়েছে বলে খবর আছে আমাদের কাছে। দেখতে থাকুন, মুখ্যমন্ত্রী সবার আগে ফর্ম ফিলআপ করে জমা দেবেন। যদি এককথার মানুষ হন, সত্যিই যেন ফর্ম ফিলআপ না করেন, আপনার নামটা যেন ভোটার তালিকায় না থাকে!"

মঙ্গলবার থেকে রাজ্যে SIR শুরু হয়েছে। কলকাতা-থেকে জেলায় বাড়ি বাড়ি যাচ্ছেন BLO-রা। আবার ওইদিনই SIR-এর প্রতিবাদে সংবিধান হাতে রাস্তায় নামেন মুখ্যমন্ত্রী। পাল্টা বৃহস্পতিবার 'সংবিধান রক্ষা যাত্রা'য় নামেন সুকান্ত। এই আবহে বৃহস্পতিবার অডিও রেকর্ডিং প্রকাশ করেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সেখানে একজন মহিলা  এবং এক পুরুষের কণ্ঠ শোনা যায়। মহিলাকণ্ঠকে বলতে শোনা যায়, "কাজ শুরু করে দিয়েছি। আমাদের পাড়া থেকে স্টার্ট করেছি।" অন্য দিক থেকে পুরুষ কণ্ঠ বলে, "তোকে আমি বললাম, আমাকে একবার জানাবি। এই পাগলামি কিন্তু করিস না। অন্য় ছেলেপিলে থাকবে। তখন কিন্তু ... হয়ে যাবে। তখন বলবি আমার সুরক্ষা নেই, এই নেই।" CPM-এর দাবি, মহিরা কণ্ঠ এক মহিলা BLO-র। তাঁদের ভয় দেখানো হচ্ছে।