কলকাতা: ভারী বর্ষণে গোটা শহর জলমগ্ন। এই পরিস্থিতি সোশ্যালে গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে পোস্ট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন তিনি। মৃতের পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি CESC কে আর্থিক ক্ষতিপূরণ দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি অন্যতম গুরুত্বপূর্ণ খবর যেটা, জলমগ্ন শহরে অভয়বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী নবান্নে কন্ট্রোলরুম খোলা হয়েছে বলে জানিয়েছেন। এবং ফোন নাম্বারও সোশ্যাল পোস্টে উল্লেখ করেছেন তিনি।
আরও পড়ুন, বালিগঞ্জের রেস্তোরাঁয় আগুন ! কুণ্ডলী পাঁকিয়ে উঠছে কালো ধোঁয়া, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন
দুর্যোগে বিপর্যস্ত কলকাতা, নবান্নে খোলা হল কন্ট্রোল রুম
ফোন নম্বর : ৯১ ৩৩ ২২১৪ ৩৫২৬ এবং ৯১ ৩৩ ২২৫৩ ৫১৮৫টোল ফ্রি নম্বর : ৯১ ৮৬৯৭৯ ৮১০৭০
এক রাতের তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত শহর, পাম্প বসিয়ে জল বের করার চেষ্টা চালাচ্ছে কলকাতা পুরসভা
অপরদিকে, এক রাতের তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। কোথাও ঘরে জল ঢুকে বিপত্তি। আবার পথে বেরিয়েও চরম ভোগান্তি। দুর্বিষহ পরিস্থিতি শহরবাসীর। কলকাতার নাগরিকদের আজ সারাদিন ঘরে থাকার পরামর্শ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। মেয়রের বক্তব্য, এমন মেঘভাঙা বৃষ্টি তিনি আগে কখনও দেখেননি। পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন সকাল থেকেই পুরসভার কন্ট্রোল রুমে চলে যান মেয়র ফিরহাদ হাকিম। জায়গায় জায়গায় পাম্প বসিয়ে জল বের করার চেষ্টা চালাচ্ছে কলকাতা পুরসভা।
কলকাতায় আমরা জমাজল অনেকটাই কমিয়ে দিয়েছি : মুখ্যমন্ত্রী
এদিন মুখ্যমন্ত্রী বলেন, কলকাতায় আমরা জমাজল অনেকটাই কমিয়ে দিয়েছি। কিন্তু এবারে আমাদের সামলাতে হচ্ছে বিহারের জল, উত্তরপ্রদেশের জল। উত্তরাখণ্ডের জল। মানে প্লাবন। ওদিকে ডিভিসি, ফারাক্কা, পাঞ্চেত, ময়ুরাক্ষি, এগুলি একটাও আমাদের আন্ডারে নয়। এবং এর ড্রেজিংয়ের টাকা আমাদের কাছে এক পয়সাও দেওয়া হয়নি। এটা পরিষ্কার যারা এইসব লিখলেন এক্স হ্যান্ডেলে, মিথ্যে কথা বলে, তাঁদের উদ্দেশ্যে বলব, দুর্যোগ নিয়ে খেলা করবেন না। যারা দুর্যোগকে নিয়ে রাজনীতি করেন, তাঁদের আমি ধিক্কার জানাই। উত্তরাখণ্ডে অত ধস নামার পরে, অত মৃত্যুমিছিলের পরেও আমরা কিন্তু একটা কথাও বলিনি।'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)