কার্শিয়াং: 'ভোটে হারাতে না পেরে মহুয়াকে সংসদ থেকে খারিজ। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ব্যবস্থা', মহুয়া মৈত্রর পাশে দাঁড়িয়ে বিজেপিকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। দল মহুয়া মৈত্রর (Mahua Moitra Expelled) পাশে রয়েছে বলে জানালেন মমতা। ধ্বনিভোটে এই সিদ্ধান্ত নেওয়ায় তুমুল সমালোচনা মমতার।    


মহুয়া মৈত্রর পাশে দাঁড়ানোর জন্য I.N.D.I.A জোটের সব শরিককে ধন্যবাদ জানালেন মমতা। বিজেপি গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে বলে তোপ দাগেন তিনি। মমতা বলেন, 'রাজনৈতিক প্রতিহিংসার শিকার মহুয়া, তীব্র নিন্দা করছি। মহুয়া মৈত্রর সঙ্গে যা হল তা গণতন্ত্রের লজ্জা, আমি মর্মাহত'


এই ঘটনাটিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী জোটের সঙ্গে মিলে এই লড়াই করা হবে জানিয়েছেন তিনি। তাঁর তোপ, 'লোকসভা ভোটে মানুষ জবাব দেবে।' মহুয়া মৈত্রকে নির্বাচিত করেছেন জনগণ, তাঁকে সংসদ পদ থেকে খারিজ করে গণতন্ত্রকে ধাক্কা দিয়েছে কেন্দ্র, দাবি মমতার। তিনি বলেন, 'এরপরেও মহুয়া মৈত্র জিতবে এবং সেটাই সাধারণ মানুষের তরফ থেকে বিজেপিকে জবাব দেওয়া হবে।'


টাকার বিনিময়ে প্রশ্নকাণ্ডে, শুক্রবার বেলা ১২ টা নাগাদ, কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে ৪৯৫ পাতার রিপোর্ট পেশ করে লোকসভার এথিক্স কমিটি। রিপোর্টে মহুয়াকে বহিষ্কারের সুপারিশের পাশাপাশি, তৃণমূল সাংসদের আচরণকে অত্য়ন্ত আপত্তিকর, অনৈতিক, জঘন্য় ও অপরাধমূলক বলে উল্লেখ করা হয়। মহুয়ার বিরুদ্ধে তদন্তের সুপারিশও করে এথিক্স কমিটি। 


ওই রিপোর্ট পড়ে দেখার জন্য এবং মহুয়া মৈত্রকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার আর্জি জানিয়ে স্পিকারকে চিঠি দেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়। একই দাবি তোলা হয় কংগ্রেসের তরফেও। তারপরেও দুটো নাগাদ ধ্বনিভোটে পাশ হয়ে যায় মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত। 


এদিন মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়ে সরব হয়েছেন লোকসভার কংগ্রেসের দলনেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। তিনি বলেন, 'একটা বাংলার মেয়েকে তাঁর অপরাধ কী সেটা না জেনে, এবং অপরাধের জন্য় কতটা বিচার হওয়া উচিত, কতটা সাজা হওয়া উচিত, তার কোনও পরিমাপ না করে, সরাসরি ফাঁসি দিয়ে দেওয়া হল। আর বিচারকও ফাঁসি দেওয়ার আগে আসামিকে জিজ্ঞেস করে, আপনার কিছু বলার আছে? এখানে সেটার পর্যন্ত সুযোগ দেওয়া হল না। একেবারে খতম করে দাও।'


পরে যখন লোকসভার মকর দুয়ারে এসে মহুয়া মৈত্র বক্তব্য রাখছিলেন তখন সেখানে I.N.D.I.A জোটের সব নেতারা উপস্থিত ছিলেন। মহুয়ার পাশেই দাঁড়িয়েছিলেন সনিয়া গাঁধীও।   


আরও পড়ুন:  আজ আমার সাংসদ পদ খারিজ, আমি নিশ্চিত কালই আমার বাড়িতে যাবে CBI : মহুয়া মৈত্র