কলকাতা: ফের কংগ্রেসকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু তাই নয়, রাহুল গাঁধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে নাম না করে কটাক্ষ করলেন রাহুলকেও।


নিশানায় রাহুল?
এদিন মমতার মুখে ফের শোনা যায় বসন্তের কোকিল শব্দবন্ধ। তিনি বলেন, 'বসন্তের কোকিল ফটোশ্যুট করছে। যাঁরা কোনওদিন চা বানাতে জানেইনি। বাচ্চাদের আদর করেই না। বিড়ি বাঁধতে জানেই না...।' সম্প্রতি ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুলকে (Rahul Gandhi in Bengal) বিভিন্ন অবতারে দেখা গিয়েছে। কখনও তাঁকে চা বানাতে দেখা গিয়েছে। কখনও তাঁকে দেখা গিয়েছে বিড়ি শ্রমিকদের সঙ্গে। কখনও শিশুদের সঙ্গেও দেখা গিয়েছে রাহুলকে। তাই মনে করা হচ্ছে, নাম না করে রাহুলকেই খোঁচা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


সম্প্রতি কংগ্রেস ও সিপিএমের বিরুদ্ধে বারবার নিশানা করেছেন মমতা (Mamata Banerjee)। সম্প্রতি তিনি কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি নিয়ে সিপিএমকেও দুষেছেন। কংগ্রেস সিপিএমের সঙ্গে ওঠাবসা করছে বলেই তৃণমূল হাতশিবিরের সঙ্গে যাচ্ছে না বলেও জানিয়েছেন। তার আগে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বৃদ্ধি নিয়ে অধীর চৌধুরীকে কাঠগড়ায় তুলেছিল তৃণমূল। এদিনও সভা থেকে আসন বিন্যাস নিয়ে কংগ্রেসকেই নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আমি বলেছিলাম তোমরা ৩০০ আসনে লড়। বাকি আসন আমাদের ছেড়ে দাও। যে যেখানে শক্তিশালী সেখানে সে লড়বে। কংগ্রেসকে বলেছিলাম, আঞ্চলিক দলগুলি, যেখানে যার শক্তি বেশি, তারা লড়ুক। এবার কংগ্রেস ৪০টি আসন পাবে কি না সন্দেহ।' কিন্তু কংগ্রেস তা পাত্তা দিল না বলে অভিযোগ তাঁর। এর আগেও তিনি বলেছিলেন, 'আমি ওদের বলেছিলাম ২টো আসন দিচ্ছি। আমরা জিতিয়ে দেব। ওরা বলল আরও চাই। আমি বললাম একটাও দেব না।' কিছুদিন আগে কংগ্রেসের (Congress) সঙ্গে তৃণমূলের আসন ভাগাভাগির কথা যখন হচ্ছিল তখনও তৃণমূল ও কংগ্রেসের মধ্যে মতান্তর হয়। কংগ্রেসকে তাঁর কটাক্ষ,  'আগে ইউপি, রাজস্থান, মধ্যপ্রদেশে গিয়ে হারিয়ে এস।'


এদিন বাংলায় ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়েও উষ্মা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর তোপ, 'বাংলায় এল। আমরা নাকি ইন্ডিয়া অ্যালায়েন্স।' বাংলায় যে এই যাত্রা করা হবে তা নাকি তাঁকে জানানোই হয়নি, দাবি করেছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক স্তর থেকে তিনি যাত্রার ব্যাপারে জানতে পেরেছেন বলে জানিয়েছেন। 


আরও পড়ুন: প্রাথমিক নিয়োগে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের নির্দেশ! কারা থাকবেন ওই তালিকায়?