কলকাতা: আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের উপর হওয়া নারকীয় অত্যাচার, ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। চলছে ডাক্তাদের আন্দোলন। ১৪ অগাস্ট মধ্যরাতে রাস্তায় নেমেছিলেন অসংখ্য় নারী-পুরুষ। রাত দখলের ডাকে সারা রাজ্যের নানা জায়গায় রাস্তায় নেমেছিলেন অসংখ্য মানুষ। তার আগে বেহালায় প্রাক স্বাধীনতা দিবসে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই আর জি কর কাণ্ডে বিরোধীদের পদক্ষেপের প্রসঙ্গ তুলে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। তুলে আনলেন বাংলাদেশের প্রসঙ্গও। 


সম্প্রতি বাংলাদেশে সংরক্ষণের বিরুদ্ধে ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল, সেখান থেকেই প্রায় গণ আন্দোলনের ভূমিকা নেয়। শেষ পর্যন্ত বাংলাদেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে। এখন যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেখানে রয়েছেন বিরোধীরাই। ওই ঘটনারই প্রসঙ্গ টেনে এনে এদিন মমতা বলেন, 'ভাবছেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গিয়েছে। যদি সেটাকে টেনে এনে ক্ষমতা দখল করতে পারি। আমি ক্ষমতার মায়া করি না। আমি মনে করি যতদিন বাঁচব মানুষের সেবা করে যাব। বিচার দিয়ে যাব।' 


আর দি কর হাসপাতালের ঘটনায় প্রথম থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ প্রশাসনের সর্বোচ্চ স্তরকে কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা। সিপিএম থেকে বিজেপি সবাই একসুরেই তোপ দেগেছে তৃণমূলের বিরুদ্ধে। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আর জি কর কাণ্ডে দোষীদের বাঁচানোর অভিযোগও তুলেছেন বিরোধীরা। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে ধর্নায় বসেছেন বিজেপি বিধায়করা। এই সব উল্লেখ করেই বেহালার অনুষ্ঠানের মঞ্চ থেকে পাল্টা তোপ দাগেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাম আমলে বিভিন্ন ঘটনার প্রসঙ্গ তুলে সিপিএমকে আক্রমণ থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর বক্তব্যে ছিল উন্নাও-হাথরসের ঘটনাও।   


তাঁর তোপ, 'আমাকে যা ইচ্ছা বলুন, কিন্তু বাংলা মাকে অসম্মান করবেন না।' আর জি কর কাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়া বেশ কিছুজন মিথ্যে প্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ মমতা বন্দ্য়োপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী বলেন, 'যখন ঘটনাটা ঘটে, তখন ঝাড়গ্রামে ছিলাম। সারারাত ঘুমোইনি, রাত ২টো পর্যন্ত পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছিলাম। বলুন, কোন অ্যাকশনটা আমরা নিইনি? ১২ ঘণ্টার মধ্যে আসল খুনিকে গ্রেফতার করা হয়েছে।' ঘটনার পরে আর জি করে সেমিনার হলের কাছেই সংস্কারের কাজ শুরু হয়েছিল, বিরোধীদের অভিযোগ ছিল তথ্যপ্রমাণ লোপাটের জন্যই ওই কাজ হচ্ছিল। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে সিবিআইয়ের হাতে মামলা যাওয়ার পরে তাদের নোটিশে ওই কাজ বন্ধ করে হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন এই মামলা সিবিআইকে দেওয়া যেতে পারে। যদিও বুধবার তিনি মনে করিয়ে দেন, 'আমি রবিবার পর্যন্ত সময় চেয়েছিলাম। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত, কোনও আপত্তি নেই। এই ঘটনাটা কিন্তু আমাদের পুলিশই ধরেছে।'


বিরোধীদের অভিযোগ, এই ঘটনায় মূল দোষীকে বা দোষীদের আড়াল করা হচ্ছে। মমতার পাল্টা দাবি, 'প্রমাণ ছাড়া নির্দোষকে কীভাবে গ্রেফতার করব? ধনঞ্জয়ের ঘটনা মনে আছে তো? দোষী সাজা পাক, কিন্তু দেখতে হবে নির্দোষ যেন সাজা না পান।' তাঁর সংযোজন, 'মৃতার পরিবারের প্রতি সমবেদনা জানান, রাজনীতি করবেন না।'


ভিন রাজ্যের নানা ঘটনা নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর তোপ, 'উত্তরপ্রদেশ, রাজস্থান, মণিপুরের ঘটনার সময় কী ব্যবস্থা নিয়েছিলেন? হাথরস-উন্নাওয়ে কী করেছিল বিজেপি? প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। বামেদেরও তোপ দাগেন তিনি। মমতার তোপ, 'বানতলার ঘটনা ভুলে গেছে সিপিএম? আয়নায় নিজের মুখ দেখুন। নন্দীগ্রামে গুলি চালিয়ে খুন কার আমলে হয়েছিল? তাপসী মালিককে কারা খুন করেছিল? কোনটা সঠিক আন্দোলন আমরা ভাল করেই জানি।' আর জি করের ঘটনা নিয়ে বাম ও বিজেপি চক্রান্ত করছে বলে অভিযোগ মমতা বন্দ্য়োপাধ্যায়ের। তিনি জানান, এর বিরুদ্ধে ১৭ ও ১৮ অগাস্ট ব্লকে ব্লকে বিক্ষোভ কর্মসূচি নেবে তৃণমূল।


ডাক্তারদের প্রতি আবেদন:
বিচারের দাবিতে আন্দোলনে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের আন্দোলন প্রত্যাহারের আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, '৩জনের মৃত্যু হয়েছে, যারা ডিউটিতে যোগ দেননি, দয়াকরে কাজে যোগ দিন। পায়ে ধরে বলছি, আর কি বলতে পারি, দয়া করে মানুষকে পরিষেবা দিন।'


আরও পড়ুন: রাসবিহারী বসুর এই শিষ্যের এক বোমায় কেঁপে গিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্য, স্মৃতিচারণায় বসন্ত বিশ্বাসের মন্ত্রী-ভাইপো