কলকাতা: India-র পরিবর্তে দেশের নাম সব ভাষায়, সব জায়গায় শুধুমাত্র Bharat রাখার পক্ষে জোর সওয়াল শোনা যাচ্ছে। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি-র নেতা-মন্ত্রী থেকে শিক্ষাক্ষেত্রেও বর্তমানে এই দাবি জোরাল হয়ে উঠছে।  ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারও (NCERT) পাঠ্যবইয়ে দেশের নাম শুধুমাত্র Bharat রাখার পক্ষে সায় দিয়েছে (India vs Bharat)। সেই নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 


সংবিধানে দেশের দু'টি নাম স্বীকৃত, তা-ই থাকবে, বললেন মমতা


শারীরিক অসুস্থতার দরুণ বেশ কিছুদিন ধরেই ঘরবন্দি মমতা। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে বলেন, "হঠাৎ করে বলছে, India কেটে ভারত করো। কেন করব? দু'টোই থাকবে। সংবিধানে দু'টোই রয়েছে। বাবাসাহেব, সর্দার পটেল, মৌলানা আজা, জওহরলাল নেহরু, রাজেন্দ্রপ্রসাদরা তাই রেখে গিয়েছেন। এখন হঠাৎ করে সার্কুলার পাঠাচ্ছে।"


২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরের জোটের নাম I.N.D.I.A রাখা হয়েছে। তার জন্যই এখন দেশের নাম শুধু ভারত রাখার এত চেষ্টা বলেও এদিন অভিযোগ করেন মমতা। বলেন, "আমরা I.N.D.I.A রেখেছি বলে? এত ভয় কিসের? আমরা যদি অবলিক দিয়ে ভারত লিখি, তখন কী করবে? আমাদের স্লোগান তো রয়েইছে 'জিতেগা ভারত'। এক নামে ১০ জিনিস থাকতেই পারে।"


আরও পড়়ুন: Mamata Banerjee: শান্তিনিকেতন হেরিটেজ হয়েছে রবীন্দ্রনাথের জন্য, কবিগুরুর নাম না ফেরালে...হুঁশিয়ারি মমতার


NCERT সম্প্রতি পাঠ্যবইয়ে দেশের নাম শুধু ভারত লেখার পক্ষে সায় দিয়েছে। সেই প্রসঙ্গে মমতা বলেন, "NCERT কারা? সরকারের অংশ। তারা বলছে India কেটে ভারত রাখা হবে। আমি বলছি, ভারত-India, দু'টোই থাকবে। কেউ কেউ তো হিন্দুস্তানও বলেন। ভয় কিসের? এটা কী চলছে দেশে?"


নতুন প্রজন্মের জন্য এই নিদর্শন রেখে যাওয়া কাম্য নয়, বললেন মমতা


দেশের নাম বদলে ইতিহাস মোছা যায় না বলেও এদিন মন্তব্য করেন মমতা। তাঁর মতে, সারাজীবন কেউই  ক্ষমতায় থাকবে না। নতুন প্রজন্মও একদিন ক্ষমতায় আসবে। তাদের জন্য এই নিদর্শন রেখে যাওয়া মোটেও কাজের কথা নয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের লেখা বইও হুট করে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন মমতা। একবারও জিজ্ঞাসা করা হয়নি বলে জানিয়েছেন তিনি। দেশে বিশেষ একটি দলের রাজনৈতিক প্রচার চলছে বলে দাবি করেছেন।