Mamata Banerjee: শান্তিনিকেতন হেরিটেজ হয়েছে রবীন্দ্রনাথের জন্য, কবিগুরুর নাম না ফেরালে...হুঁশিয়ারি মমতার

Santiniketan News: বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে একাধিক ইস্যুতে মুখ খোলেন মমতা।

Continues below advertisement

কলকাতা: UNESCO হেরিটেজ পাওয়ার পর প্রকাণ্ড ফলক বসেছে বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ে (Visva Bharati University)। কিন্তু যে রবীন্দ্রনাথ ঠাকুর হাতে প্রতিষ্ঠা বিশ্বভারতীর, সেই ফলকে কোথাও তাঁর নাম নেই। তার পরিবর্তে শ্বেতপাথরের উপর খোদাই করা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিশ্বভারতীর বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম। সেই নিয়ে বিতর্কের মধ্যে এবার হুঁশিয়ারি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, বিশ্বভারতীর ফলকে রবীন্দ্রনাথের নাম না লেখা হলে আন্দোলন শুরু করবেন তাঁরা। (Santiniketan News)

Continues below advertisement

পুজো বলে চুপ ছিলেন, এবার আন্দোলনে যাবেন, জানালেন মমতা

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে একাধিক ইস্যুতে মুখ খোলেন মমতা। শান্তিনিকেতনের প্রসঙ্গও উঠে আসে তাঁর মুখে। মমতা বলেন, "রবীন্দ্রনাথের জন্য হেরিটেজ হয়েছে শান্তিনিকেতন। আর আজ বিশ্বভারতী থেকে ওঁর নামই সরিয়ে দিয়েছে। পুজো বলে বিষয়টি হজম করে ছিলাম। কিন্তু পরিষ্কার পলে দিচ্ছি, কাল সকাল পর্যন্ত রবীন্দ্রনাথের নাম না ফেরালে, কাল সকাল ১০টা থেকে রবীন্দ্রনাথের ছবি বুকে নিয়ে ওখানে আন্দোলন  করব আমরা।"

রবীন্দ্রনাথের হাতে তৈরি বিশ্বভারতী এবছর UNESCO হেরিটেজের স্বীকৃতি পেয়েছে। বিশ্বভারতীর এই প্রাপ্তিতে বাঙালির বুক গর্বে ভরে গেলেও, সেই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিশ্বভারতীর প্রাপ্তিকে কেন্দ্রেরর নরেন্দ্র মোদি সরকার নিজেদের কৃতিত্ব বলে চালাতে চাইছে বলে অভিযোগ। সেই বিতর্কে বাড়তি মাত্রা যোগ করেছে, ক্যাম্পাসে বসানো কয়েকটি ফলক। 

আরও পড়ুন: Mamata Banerjee: 'জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য খারাপ, যদি মারা যায়...', হুঁশিয়ারি মমতার

বিশ্বভারতীর উপাসনা গৃহ, ছাতিমতলা এবং রবীন্দ্রভবনের উত্তরায়ণের সামনে বসানো শ্বেতপাথরের ওই ফলকে UNESCO হেরিটেজ প্রাপ্তির উল্লেখ থাকার পাশাপাশি, আচার্য হিসেবে প্রধানমন্ত্রী মোদি এবং উপাচার্য হিসেবে বিদ্যুতের নাম লেখা রয়েছে। কিন্তু যে রবীন্দ্রনাথ তিল তিল জমা করে বিশ্বভারতীকে দাঁড় করিয়েছিলেন, কোথাও তাঁর নামের উল্লেখ  নেই। 

বিশ্বভারতীর ফলকে রবীন্দ্রনাথের নাম না রাখা নিয়ে তুঙ্গে বিতর্ক

বিষয়টি সামনে আসতেই বিতর্ক শুরু হয়। ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুরও ক্ষোভ উগরে দেন। বলেন, "এ আর নতুন কথা কী? বিশ্বভারতীর কোন আদর্শ এখন মানা হয় বিশ্বভারতীতে? নিন্দার কোনও ভাষা নেই।" কংগ্রেসের তরফেও র তীব্র নিন্দা করা হয়। তৃণমূল নেতৃত্বও বিষয়টি নিয়ে মুখ খোলেন। কিন্তু এবার সরাসরি আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন মমতা।

Continues below advertisement
Sponsored Links by Taboola