কলকাতা : 'আপনারা যদি বাড়িতে এসে না-ই মিটিং করেন তাহলে আমাকে চিঠি দিলেন কেন ?' লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতার মধ্যেই জুনিয়র ডাক্তারদের উদ্দেশে এই প্রশ্ন ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বেলায় আচমকাই স্বাস্থ্য়ভবনের বাইরে ধর্নাস্থলে পৌঁছে যান মুখ্য়মন্ত্রী। জুনিয়র চিকিৎসকদের আলোচনায় বসার আহ্বান জানান। তাঁর ডাকে সাড়া দিয়ে আন্দোলনকারীরাও কালীঘাটে পৌঁছে যান। কিন্তু তারপরই তৈরি হয় জট। লাইভ স্ট্রিমিং ও ভিডিওগ্রাফি নিয়ে দীর্ঘ টালবাহানার পর অপেক্ষারত জুনিয়র ডাক্তারদের উদ্দেশে নতুন করে আহ্বান জানান মুখ্যমন্ত্রী।


তিনি বলেন, "আমিও দুই ঘণ্টা তোমাদের জন্য অপেক্ষা করছি। তোমাদের ছাতা দেওয়া হয়েছে। সামনে বসার ব্যবস্থা করা হয়েছে। তোমরা ভিজবে না। আমার এটা অনুরোধ থাকল। কেন ভিজছ ? তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি। তোমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিংয়ের কথা লেখা নেই। আমাদের চিঠিতেও কোথাও লেখা নেই। আমরা পুরোটাই রেকর্ড করে রাখছি। তোমাদের শেয়ার করব। আমরা কেউ এটা রিলিজ এখন করব না। যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময়মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেব। তোমাদের কেউ ওয়াচ করতে পারো। আমরা পুরোটাই রেকর্ড করব।"


তিনি আরও বলেন, "নিশ্চিন্তে থাক। এটুকু ভরসা আমার প্রতি রাখতে পারো। তোমরা কেন ভিজবে ? দুই ঘণ্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিজছি। আমার মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি, আইবি প্রধান ....আমরা সবাই অপেক্ষা করছি। আমরা সকলকে ছাতা দিয়েছি এই কারণে, যাতে না ভেজো। তোমাদের বসার জন্য পাশে ব্যবস্থা করা আছে। তোমরা অন্তত মিটিং না করে এক কাপ চা খেয়ে যাও।"


সেইসময় কেন তাঁরা লাইভ স্ট্রিমিংয়ের কথা বলেছেন তা বোঝাতে চান জুনিয়র ডাক্তাররা। তাঁদের বক্তব্য, স্বাস্থ্যভবনের সামনে আন্দোলনরত তাঁদের সহযোদ্ধাদের কাছেও যাতে বিষয়টি পৌঁছয় তারজন্যই এমন দাবি জানিয়েছেন তাঁরা। তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, "তাঁরা তো তোমাদের বিশ্বাস করে পাঠিয়েছে। তোমাদের আসার কথা ছিল ১৫ জন। তোমরা এসেছ ৪০ জন। একজন লোকের বাড়িতে তোমরা বলো, ৪০ জনের কি বসার জায়গা থাকতে পারে ? তা সত্ত্বেও তোমরা ছোটরা এসেছ। আমি তোমাদের জন্য সব ব্যবস্থা করে রেখেছি। প্লিজ এসো তোমরা। যদি মিটিং করতে ইচ্ছা না করে তোমরা একটু চা খেয়ে যাও। দরকার হলে তোমরা যারা ভিজেছ, আমার কাছে কাপড়-জামা আছে আমি তোমাদের দিয়ে দিচ্ছি...তোমরা ভিজ না, এটা তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে। তোমরা আমার সঙ্গে কথা বলবে বলেছিলে বলেই আমার ডাকা। দেখো, আজ কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল। সেখানে কোথাও লাইভ স্ট্রিমিংয়ের কথা লেখা ছিল না। আমরাও লিখিনি। তোমরাও লেখোনি। সেদিন তোমরা লিখেছিল। তা সত্ত্বেও, তোমরা তো বুঝবে। এখানে একটা নিরাপত্তার ব্যাপার আছে।"


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।