উজ্জল মুখোপাধ্য়ায়, আশাবুল হোসেন, কলকাতা : হাইকোর্ট, রাজভবনের পর এবার ভোট হিংসার জল গড়াল বিধানসভা অবধি। ভোট সন্ত্রাস নিয়ে বিধানসভায় বাগযুদ্ধে জড়ালেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ( Mamata Banerjee )  ও শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) । ৭ টা জায়গায় গোলমাল হয়েছে। বললেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েতে ( Panchayat Poll ) ত্রিস্তরীয় সন্ত্রাস হয়েছে বলে পাল্টা বক্তব্য বিরোধী দলনেতার।

  


 নির্বাচন রাজ্য সরকার করে না, বললেন মমতা


পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পর দুসপ্তাহ পেরিয়ে গেছে! কিন্তু, ভোট-পর্বের হিংসা এবং ৫৫ জনের মৃত্য়ু নিয়ে
চাপানউতোর এখনও চলছে! যার রেশ ইতিমধ্য়ে গড়িয়েছে কলকাতা হাইকোর্ট থেকে রাজভবন অবধি! বৃহস্পতিবার বিধানসভাতেও ঝড় উঠল সেই পঞ্চায়েত ভোট-পর্বের হিংসা নিয়ে, যা নিয়ে কার্যত বাগযুদ্ধে জড়ালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও শুভেন্দু অধিকারী! এদিন যাবতীয় অশান্তির দায় বিরোধী এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর চাপান মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, ৮০ হাজার কেন্দ্রীয় বাহিনী ছিল। সিভিক পুলিশ নিয়ে রাজ্যের ৭০ হাজার বাহিনী ছিল। তা হলে কেন্দ্রের ৮০ হাজার পুলিশ থাকা সত্ত্বেও তাঁদের নাকের ডগায় ঘটনা ঘটল কী করে? তাঁরা কিছু করতে পারল না কেন? নির্বাচন রাজ্য সরকার করে না।

পঞ্চায়েতে ত্রিস্তরীয় সন্ত্রাস, বললেন শুভেন্দু


বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী পাল্টা বলেন, পঞ্চায়েতে ত্রিস্তরীয় সন্ত্রাস হয়েছে। প্রথমে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সন্ত্রাস। তারপর মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়েছে। নির্বাচনের দিন সন্ত্রাস হয়েছে। ভোট গণনার দিন সন্ত্রাস হয়েছে। ৩০ হাজার বুথে লুঠ হয়েছে। ১ কোটি মানুষ ভোট দিতে পারেনি।

এদিন নাম না করে শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,৩৫৫, ৩৫৬ পরিস্থিতি তৈরি করার কথা কে বলেছিল? আপনি এত বড় নেতা হলে নিজের জেলায় হারলেন কী করে? তৃণমূলকে খালি গালাগাল দিলেন। অথচ যারা পঞ্চায়েতকে কলুষিত করেছেন তাদের কথা বলেননি। আর যিনি শেষ বললেন, তিনি আগে এই দলে ছিলেন।


শুভেন্দু অধিকারী এদিন বলেন, ' আমার নাম করেন না। আমাকে মেদিনীপুরের নেতা করে রেখেছিলেন। বিজেপি আমাকে রাজ্য়ের নেতা বানিয়েছে। বিরোধী দলনেতা। তাই সহ্য় হয় না' 


কুণাল ঘোষ শুভেন্দুর বক্তব্যের পাল্টা বলেন,  ' উনি বলেছেন, তৃণমূল মেদিনীপুরের নেতা বানিয়েছিল। বিজেপি রাজ্য়ের নেতা বানিয়েছে। উনি মেদিনীপুরের একটা সিট থেকে দাঁড়ান। শান্তিকুঞ্জের মেজ খোকা বানিয়ে দেব।' 


সম্প্রতি একুশে জুলাইয়ের সভা থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় দাবি করেছিলেন, ৩টে জায়গায় গন্ডগোল হয়েছে। এদিন বিধানসভায় অবশ্য় তাঁর মুখে অন্য় কথা শোনা যায়। তিনি বলেন, ৭ টা জায়গায় গোলমাল হয়েছে। আর তুমি ২২ টা জেলার বদনাম করছ? বাবা নন্দলাল। বাইরে থেকে গুণ্ডা ভাড়া করে এনে গোলমাল পাকানো হয়েছে। লুঠ, লুঠ বলছ। ওসব ঝুট, ঝুট। লুঠ হলে আপনারা এত আসন পেলেন কী করে? মানুষ যদি আপনাদের ভোট না দেয় আমরা কী করতে পারি!
সব মিলিয়ে, পঞ্চায়েতে ভোট সন্ত্রাস ইস্যুতে দিনভর উত্তপ্ত রইল বিধানসভার অধিবেশন।