কলকাতা: মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন হুলস্থুল কাণ্ড পশ্চিমবঙ্গ বিধানসভায়। বক্তৃতা চালাকালীন উড়ে এল কাগজ, উঠল 'চোর চোর' স্লোগানও। তৃণমূলকে 'চোর' বলে আক্রমণ করলেন বিজেপি বিধায়করা, পাল্টা 'ভোট চোর' বলে তাঁদের আক্রমণ করলেন তৃণমূল বিধায়করা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বিজেপি-কে আক্রমণ করেন। আর সেই হুলস্থুল পরিস্থিতিতেই মুহূর্তের জন্য চমকে গেলেন সকলে। কারণ সরাসরি বিজেপি-র এক বিধায়ককে কটাক্ষ করতে শোনা গেল মমতাকে। (West Bengal Assembly)

Continues below advertisement

মমতা যখন বক্তৃতা করছেন, সেই সময় 'চোর', 'চোর' স্লোগানে কানপাতা দায় বিধানসভায়। সেই আবহেই এক বিজেপি বিধায়ককে নিশানা করেন মমতা। তিনি বলেন, "অ্যাই, তুমি আর কথা বোলো না। তুমি তৃণমূল করতে তাপস, তুমি তৃণমূল করতে। তোমার লজ্জা থাকা উচিত। অনেক গোনাগুনি হয়নি। টাকার ব্য়াপার ছিল।" (Mamata Banerjee)

সেখানেই থামেননি মমতা। তিনি বলেন, "আর এক জন যিনি বড় নেতা হয়েছেন এখানকার, তিনি তিনটা রাজনৈতিক দলে গিয়েছেন, তিন বার দল পরিবর্তন করেছেন। একবার কংগ্রেস, একবার সমাজবাদী না কী, একবার তৃণমূল, আর একবার বিজেপি। চারটি দল বদলে আমাদের জ্ঞান এসো না। চারটি পার্টি বদল করেছে। বদলুদের দল, বদলুদের দল। পরিবর্তন চাই বাংলায়, পরিবর্তন কী! বিজেপি হটাও দেশ বাঁচাও।"

Continues below advertisement

ভিন্ রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে আজ বিধানসভায় বিশেষ অধিবেশন ছিল। সেখানে মমতা বক্তৃতা করতে উঠতেই বিজেপি বিধায়করা হট্টগোল শুরু করে দেন। হাত তুলে, হাততালি দিয়ে মুখ্যমন্ত্রীর বক্তৃতায় বাধা দেন। এমনকি ঝুনঝুনি বাজাতেও শোনা যায় বিজেপি বিধায়কদের। সেই নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায় তাঁদের সতর্ক করেন। কিন্তু তাতেও আগাগোড়া হট্টগোল চলে। স্লোগান, পাল্টা স্লোগান চলতে থাকে। 

সেই আবহেও বক্তৃতা করে যান মমতা। এদিন বিজেপি-কে তীব্র আক্রমণ করেন মমতা। বিজেপি, নরেন্দ্র মোদি, অমিত শাহকে তিনি 'ভোট চোর', 'গদি চোর' বলে আক্রমণ করেন। বিজেপি বিধায়কদের উদ্দেশে বলেন, "মনে রাখবেন, আপনারা একটার পর একটা স্লোগান দিতে পারেন না। আমি ছাত্র আন্দোলনের প্রধান। আমি যখন স্লোগান দেব, সবক'ঠা মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকবেন। করুন চিৎকার। কতক্ষণ ক্ষমতা আছে দেখছি। লড়ে যাব। বিজেপি-কে ধাক্কা দিয়ে, জনগণের ধাক্কা দিয়ে জিরো, বিগ জিরো করে দেব। আগামী দিন আপনারা কেউ আসবেন না। মানুষ আপনাদের পাঠাবেন না। আপনারা বাংলা বিরোধী, আপনারা ডাকাতদের সরকার, আপনাদের নেতারা চোর, আপনারা চোর, চুরি-ডাকাতি কের বেঁচে আছেন। দেশটাকে বিক্রি করে দিয়েছেন। লজ্জা করে না!"