কলকাতা: বাংলা ভাষাকে 'বাংলাদেশি' ভাষার তকমার অভিযোগ, দিল্লি পুলিশকে নিশানা মুখ্যমন্ত্রীর। নিজের সোশ্য়াল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, ''কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন দিল্লি পুলিশ বাংলাকে বাংলাদেশি ভাষা বলছে! যে ভাষায় জাতীয় সঙ্গীত, সেই ভাষাকেই বাংলাদেশি ভাষার তকমা। এটা অপমানজনক, দেশ ও সংবিধান বিরোধী।'' তিনি আরও লিখেছেন, ''এই বাংলা বিরোধী সরকারের বিরুদ্ধে সবাই পথে নামুন। বাঙালিদের অপমান করতে এই ধরনের অসাংবিধানিক ভাষার ব্যবহার।''

এবার বাংলা ভাষাকে 'বাংলাদেশি' ভাষা তকমা দেওয়ার অভিযোগ তৃণমূূলের। দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে সোচ্চার তৃণমূল, ক্ষমা চাওয়ার দাবি। দিল্লিতে বাংলাদেশি সন্দেহে ৮ জনকে গ্রেফতার পুলিশের। ধৃতদের থেকে উদ্ধার নথি, তর্জমা করতে অনুবাদক চেয়ে বঙ্গভবনে চিঠি পুলিশের। 'বাংলাদেশি' ভাষায় লেখা বলে চিঠিতে লিখেছে দিল্লি পুলিশ, অভিযোগ তৃণমূলের। দিল্লির লোধি কলোনি থানার পুলিশের চিঠি-সহ পোস্ট করে প্রতিবাদ তৃণমূলের। দিল্লি পুলিশকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, দাবি তৃণমূল কংগ্রেসের। 'বিজেপির বাঙালি হিংসার কি কোনও সীমা নেই? আমাদের মাতৃভাষা বাংলাকে বাংলাদেশি ভাষা বলেছে দিল্লি পুলিশ। এটা ভুল নয়, বাংলা ও বাংলাভাষীদের পরিকল্পিত অপমান', সোশাল মিডিয়ায় পোস্ট করে সরব তৃণমূল।

এর আগে, বিজেপি শাসিত রাজ্যে শুধুমাত্র পরিযায়ী শ্রমিক নয়, তাঁদের শিশু সন্তানদের ওপরও অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ তুলে রবিবারই এই ভিডিও পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়দিল্লির ভিডিও শেয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, সাংঘাতিক সন্ত্রাস। দেখুন, দিল্লি পুলিশ মালদার চাঁচলের এক পরিযায়ী পরিবারের এক শিশু ও মা-কে কি নিষ্ঠুরভাবে মেরেছে। দেখুন, বাঙালিদের বিরুদ্ধে বিজেপির ভাষা সন্ত্রাসে একটি শিশুরও পরিত্রাণ নেই! দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে? যদিও, মুখ্য়মন্ত্রীর দাবির পাল্টা দিল্লি পুলিশের দাবি তারা তদন্ত করে দেখেছেন, ভিডিওতে যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্য়াউদ্দেশ্য়প্রণোদিতভাবে ভিডিওটি তৈরি করা হয়েছেদিল্লি পুলিশের DC জানান, "মালদার রাজনৈতিক কর্মী তথা এক আত্মীয়ের কথাতেই ভিত্তিহীন ভিডিও। তারপরে সেই ওই রাজনৈতিক কর্মীকে ভিডিও শেয়ার, তারপরেই ভাইরালজিজ্ঞাসাবাদে এমনই স্বীকার করেছেন ওই মহিলা।''

এবিষয়ে আগেই সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। 'গুজবে আন্তর্জাতিক পুরস্কার পেতে পারেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মিথ্যে খবর ছড়াচ্ছেন। গুজব রটানোর মাস্টার মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকদিন ধরে লাগাতার ভুয়ো ভিডিও পোস্ট। দিল্লিতে মা-শিশুর ওপর অত্যাচারের মিথ্যাচার। জেনে গিয়েছে জনতা, মিথ্যেবাদী মমতা। সাইবার আইনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। আসল প্রশ্নের উত্তর না দিয়ে গুজব ছড়াচ্ছেন মমতা।'