আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও সনৎ ঝা শিলিগুড়ি : উনিশে ডিসেম্বর দিল্লিতে বৈঠকে বসছেন INDIA জোটের নেতারা। তার আগে, আজ শিলিগুড়িতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benrjee)। তিনি বলেন, বাংলাই লিড করবে, বাংলা থেকে গোটা দেশকে নেতৃত্ব দেবে। 'হাম ইন্ডিয়া কো লিড করেঙ্গে' বলেই বার্তা মুখ্যমন্ত্রীর।


শিলিগুড়ির সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, 'আমাদের বাংলাই লিড করবে। হাম ইন্ডিয়া কো লিড করেঙ্গে।' আগামী মঙ্গলবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক। তার আগেই কি নিজেকে 'INDIA' জোটের মুখ হিসাবে তুলে ধরার বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ? এবার কি 'INDIA' জোটের 'স্বঘোষিত' মুখ হিসাবে নিজেকে তুলে ধরলেন তিনি ? ৪২ আসন বিশিষ্ট বাংলার শাসক দলের প্রধান নেত্রীকে জোটের মুখ হিসাবে মেনে নেবেন 'INDIA' জোটের শরিকরা ?


কংগ্রেসের নেতৃত্ব মানতে ইন্ডিয়া জোটের একাধিক শরিকেরই কম-বেশি আপত্তি ছিল ! ৩ রাজ্য়ে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের পর অনেক শরিকই মুখ খুলতে শুরু করেছে। তার মধ্য়ে সর্বাগ্রে তৃণমূল। ভোটের ফল বেরোনোর পর মুখ্য়মন্ত্রী বলেন, এটা কংগ্রেসের পরাজয়, মানুষের নয়। মানুষ বিজেপির বিরুদ্ধে। বিজেপি বিরোধীদের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা ঠিকঠাক হলে, এই ফল হত না। আর এরপরই মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম (Siliguri Kanchungungha Stadium) থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়।


মুখ্যমন্ত্রী বলেছেন, 'সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তা হামারা। বাংলা যেটা করছে সেটা দেশে এখন কেউ কেউ ভাবছে। সেই জন্যই আমাদের বাংলাই লিড করবে। হাম ইন্ডিয়া কো লিড করেঙ্গে। বাংলা থেকে গোটা দেশকে নেতৃত্ব দেবে।' যা নিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের কটাক্ষ, 'বাংলা তো লিড সব সময়ই করছে, দুর্নীতিতে লিড করছে, হিংসায়, রাহাজানিতে লিড করছে। যে বাংলা একদিন সারা দেশকে লিড করত, আর্থিক দিক থেকেও এগিয়ে ছিল, শিক্ষা দীক্ষা-স্বাস্থ্যে এগিয়ে ছিল, সে এখন ভিখিরি হয়ে গেছে।'


সামনেই ২০২৪-এর লোকসভা ভোট। নরেন্দ্র মোদির উল্টোদিকে কংগ্রেসের তরফে রাহুল গান্ধী। একদা রাহুল গান্ধী সম্পর্কে কটাক্ষের সুর শোনা গেছিল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের গলায়। শেষ অবধি কে হবে ইন্ডিয়া জোটের মুখ ? আদৌ কি কোনও সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছতে পারবে তারা ?


আরও পড়ুন- গোপন ছবি ফাঁস করার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল যুবকের ! বেহালায় তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।