কলকাতা: অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় তুমুল বিশৃঙ্খলা যা নিয়ে এবার সরগরম রাজ্য-রাজনীতি। বাংলার শিল্পায়ন, সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া, আর জি কর-সহ একাধিক বিষয়ে প্রশ্ন SFI-সমর্থকদের। পাল্টা, মুখ্যমন্ত্রী বলেন, দয়া করে এখানে রাজনীতি করবেন না। এরই মধ্যে SFI-এর UK শাখাও সোশাল মিডিয়ায় এই পোস্ট করে জানিয়ে দিয়েছে, তারাই মমতা বন্দোপাধ্যায়ের বক্ততার বিরোধিতা করেছে,বিক্ষোভ দেখিয়েছে। মুখ্যমন্ত্রী একটানা মিথ্যা বলে যাচ্ছিলেন, তারই বিরোধিতা করেছেন তাঁরা।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন বিশৃঙ্খলার পরিস্থিতি। সিঙ্গুর থেকে শুরু করে আর জি কর কাণ্ড, দর্শকাসনে উপস্থিতি SFI-এর UK শাখার কর্মী-সমর্থকদের নানা প্রশ্নের মুখে পড়লেন মমতা বন্দোপাধ্যায়। পাল্টা জবাব দিলেন তিনিও। মুখ্যমন্ত্রী বলেন, 'দয়া করে এখানে রাজনীতি করবেন না, এটা রাজনীতি করার জায়গা নয়। সেটা আপনারা আমার সঙ্গে আমার রাজ্যে করতে পারেন, এখানে নয়। আমি মিথ্যা বলছি না, প্লিজ, ভাই আমার কথা শুনুন, প্লিজ শুনুন, মন দিয়ে শুনুন, আপনি এই প্রশ্ন করেছেন আমি খুব খুশি, আমি কিছু মনে করিনি। দেখুন কগনিজেন্ট, টাটা তারা তাদের ইন্ডাস্ট্রি খড়গপুরে তৈরি করেছে। তারা তাদের IT ইন্ডাস্ট্রি তৈরি করেছে রাজারহাট এলাকায়। আপনি যদি আমার কাছে জানতে চান, কাউকে বিতাড়িত করা হয়নি। ধন্যবাদ, আপনারা আমাকে স্বাগত জানাচ্ছেন, ধন্যবাদ। আমি আপনাকে মিষ্টি দেব।'
এদিকে, লন্ডনের বুকে মুখ্যমন্ত্রীর বকতৃতা চলাকালীন এই বিশৃঙ্খলা তৈরির চেষ্টার জন্য় সিপিএমকে নিশানা করেছে তৃণমূল। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী কয়েকজনের ছবি মার্ক করে এই পোস্টটি করেছেন। কটাক্ষের সুরে তিনি লিখেছেন, 'কুকুরের ল্যাজ কোনওদিন সোজা হয় না। তৃতীয় ছবিতে চিহ্নিত এই চারটে শূন্য আজ অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর বক্ততার মাঝে গণ্ডগোল পাকাতে গিয়েছিল। কিন্তু ওখানেও উপস্থিত বাকি সংখ্যার বিচারে জামানত বাজেয়াপ্ত হওয়ায়, অক্সফোর্ড কর্তৃপক্ষ ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ২০২৬-এ বাংলার মানুষ আবারও এই একই কাজ করে দেবে ২০২১-এর মতো।'
এই ঘটনা নিয়ে সরব হয়েছেন দেবাংশুও। তিনি লেখেন, 'লন্ডনে থাকা নিজেদের অসভ্য লোকগুলোকে দিয়ে এসব করিয়ে কি সিপিএম শূন্য থেকে এক হবে? বিশ্বমঞ্চেও ধিকৃত হল সিপিএম। কফিনে শেষ পেরেক পড়ে গেল।' মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন বিক্ষোভের ছবি পোস্ট করে SFI-এর তরফে লেখা হয়েছে, অক্সফোর্ডে গিয়ে মিথ্যাভাষণ দেবেন, আর SFI চুপ করে শুনবে? তা হয় না।
অক্সফোর্ডে ছ'টা বামরামের পরিকল্পিত অসভ্যতা উড়িয়ে ছক্কা হাঁকালেন মমতা। সোশাল মিডিয়ায় এই পোস্ট করেছেন কুণাল ঘোষ।
সব মিলিয়ে মমতার লন্ডন সফরেও ঘিরে ধরল নানা বিতর্ক।