Mamata Banerjee Dharna Live: 'তিন তিনবার হেরেছিল, হাতে ধরে জিতিয়ে এনেছিলাম', শুভেন্দুকে আক্রমণে তৃণমূলনেত্রী

আজ শহরে পরপর মেগা ইভেন্ট।বকেয়া ডিএ-র দাবিতে টানা আন্দোলন।১১০ মিটার দূরে অভিষেকের সভা।অম্বেডকর মূর্তির নিচে ধর্নায় মুখ্যমন্ত্রী।

ABP Ananda Last Updated: 29 Mar 2023 11:22 PM

প্রেক্ষাপট

কলকাতা : বুধবার কলকাতার প্রাণকেন্দ্রজুড়ে একের পর এক হাইভোল্টেজ কর্মসূচি ! কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ( Mamata Banerjee ) । বকেয়া ডিএ-র...More

Mamata Banerjee Dharna Live : 'তিন তিনবার হেরেছিল, হাতে ধরে জিতিয়ে এনেছিলাম', শুভেন্দুকে আক্রমণে তৃণমূলনেত্রী

ধর্নায় বসা নিয়ে শুভেন্দুর কটাক্ষ, পাল্টা আক্রমণে মমতা । নাম না করে শুভেন্দু অধিকারীর সম্পত্তি নিয়ে পাল্টা আক্রমণে তৃণমূলনেত্রী। 'কটা বাড়ি, কটা ট্রলার, কটা পেট্রোল পাম্প, কটা বাড়ি, আরও অনেক আছে, বললাম না'। 'সংবিধান নিয়েও জ্ঞান দিচ্ছে, নতুন করে দয়ার সাগরের জন্ম হয়েছে কিনা জানি না'। 'কথা বলতে শিখিয়েছিলাম, তিন তিনবার হেরেছিল, হাতে ধরে জিতিয়ে এনেছিলাম'। সম্পত্তি নিয়ে শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণে তৃণমূলনেত্রী।