Mamata Banerjee Dharna Live: 'তিন তিনবার হেরেছিল, হাতে ধরে জিতিয়ে এনেছিলাম', শুভেন্দুকে আক্রমণে তৃণমূলনেত্রী

আজ শহরে পরপর মেগা ইভেন্ট। বকেয়া ডিএ-র দাবিতে টানা আন্দোলন। ১১০ মিটার দূরে অভিষেকের সভা। অম্বেডকর মূর্তির নিচে ধর্নায় মুখ্যমন্ত্রী।

ABP Ananda Last Updated: 29 Mar 2023 11:22 PM
Mamata Banerjee Dharna Live : 'তিন তিনবার হেরেছিল, হাতে ধরে জিতিয়ে এনেছিলাম', শুভেন্দুকে আক্রমণে তৃণমূলনেত্রী

ধর্নায় বসা নিয়ে শুভেন্দুর কটাক্ষ, পাল্টা আক্রমণে মমতা । নাম না করে শুভেন্দু অধিকারীর সম্পত্তি নিয়ে পাল্টা আক্রমণে তৃণমূলনেত্রী। 'কটা বাড়ি, কটা ট্রলার, কটা পেট্রোল পাম্প, কটা বাড়ি, আরও অনেক আছে, বললাম না'। 'সংবিধান নিয়েও জ্ঞান দিচ্ছে, নতুন করে দয়ার সাগরের জন্ম হয়েছে কিনা জানি না'। 'কথা বলতে শিখিয়েছিলাম, তিন তিনবার হেরেছিল, হাতে ধরে জিতিয়ে এনেছিলাম'। সম্পত্তি নিয়ে শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণে তৃণমূলনেত্রী।

Mamata Banerjee Dharna : আইন দিয়ে আইনকে বুঝে নেওয়ার হুঙ্কার মমতার

যারা ইডি-সিবিআই, বিএসএফের হয়ে বাড়াবাড়ি করছেন, চাকরি জীবন কিন্তু পড়ে আছে। আইন দিয়ে আইনকে বুঝে নেওয়ার হুঙ্কার মমতার। 

Mamata Banerjee Dharna Live : কখনও 'নন্দলাল' বলে কেন্দ্রকে কটাক্ষ, কখনও প্রতীকী ওয়াশিং মেশিন দেখিয়ে বিজেপিকে খোঁচা মমতার

রেড রোডে ধর্নায় মমতা। কখনও নন্দলাল বলে কেন্দ্রকে কটাক্ষ, কখনও প্রতীকী ওয়াশিং মেশিন দেখিয়ে বিজেপিকে খোঁচা। তদন্ত করুন, পাল্টা সুকান্ত। 

Abhishek Banerjee Live : ভাতের থালা হাতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মঞ্চের উদ্দেশে মিছিল চাকরিপ্রার্থীদের

ভাতের থালা হাতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মঞ্চের উদ্দেশে মিছিল। চাকরিতে পুনর্নিয়োগের দাবিতে, এভাবেই আন্দোলনে সামিল হলেন, চাকরিপ্রার্থীরা। অন্য়দিকে, পুলিশের অনুরোধ সত্ত্বেও অবস্থান তুললেন না মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের ৭টি মঞ্চ। 

Abhishek Banerjee News Live : 'বীরবাহা হাঁসদা সম্পর্কে কুমন্তব্য করা শুভেন্দু অধিকারীর কেন জেল হবে না', প্রশ্ন অভিষেকের

'বীরবাহা হাঁসদা সম্পর্কে কুমন্তব্য করা শুভেন্দু অধিকারীর কেন জেল হবে না'। আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে প্রশ্ন অভিষেকের

Mamata Banerjee Dharna Live : 'বিজেপিকে হারাতে সমস্ত বিরোধীদলকে এককাট্টা হতে হবে', আহ্বান মমতার

'উত্তরপ্রদেশে আমরা অখিলেশের সঙ্গে খেলতে যাব। ১০০ দিনের টাকা কেটেছে, একের পাশে গোল্লা পাবে। এবার কী ঝড় আসবে, সেই ঝড়ের জন্য অপেক্ষা করতে হবে। বিজেপিকে হারাতে সমস্ত বিরোধীদলকে এককাট্টা হতে হবে'। আহ্বান মমতার।

Mamata Banerjee Dharna : বিজেপিকে আক্রমণে অভিষেক, প্রত্যাঘাতের আশঙ্কা মমতার

বিজেপিকে আক্রমণে অভিষেক, প্রত্যাঘাতের আশঙ্কা মমতার। তিনি বলেন, এবার না অভিষেককে ফের নোটিস দেয়। বাড়ির মেয়েদেরও ডাকছে।

Mamata Banerjee Dharna Live : 'ডিএ আন্দোলনের মঞ্চে বসে আছে চোর-ডাকাতরা', কটাক্ষ মমতার

'ডিএ আন্দোলনের মঞ্চে বসে আছে চোর-ডাকাতরা'। 'চোর-ডাকাত, যারা চিরকুটে চাকরি পেয়েছে, সব বসে আছে'। বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনকারীদের কটাক্ষ মমতার।

Mamata Banerjee Dharna : 'পেনশন নিয়ে একটু নাড়াচাড়া করি ?' বামেদের হুঁশিয়ারি তৃণমূলনেত্রীর 

'বাম আমলের কোনও ফাইল পাবে না, সব পুড়িয়ে দিয়েছে'। পেনশন নিয়ে একটু নাড়াচাড়া করি ? বামেদের হুঁশিয়ারি তৃণমূলনেত্রীর 

Mamata Banerjee Dharna : 'বিজেপি দোষ করলে আইন আলাদা, তৃণমূল করলে আলাদা'

'বিজেপি দোষ করলে আইন আলাদা, তৃণমূল করলে আলাদা।' রেড রোডের ধর্নামঞ্চ থেকে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee News Live : 'সাহস থাকলে বিজেপি শুভেন্দুকে সাসপেন্ড করুক', চ্যালেঞ্জ অভিষেকের

'বিজেপি করলে এক আইন, আর অন্য দল করলে অন্য আইন !' 'তৃণমূল পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করেছে, সাহস থাকলে বিজেপি শুভেন্দুকে সাসপেন্ড করুক'।

Mamata Banerjee Dharna : 'একা ভাইপো ফুটেজ খাবে কেন ? তাই পিসিও উল্টো দিকে বসে গেছেন', খোঁচা শুভেন্দুর

মহানগরে মহাটক্কর। কার্যত প্রথম সারির প্রায় প্রতিটি রাজনৈতিক দলই আজ কলকাতার রাস্তায়। একদিকে যখন শহিদ মিনার চত্বরে তৃণমূল ছাত্র পরিষদের সভায় যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে রেড রোডে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্নায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা শ্যামবাজারে কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের দুর্নীতির অভিযোগে অবস্থানে বিজেপি। ঠিক এই প্রেক্ষাপটে মমতা-অভিষেকের ভিন্ন মঞ্চ নিয়ে খোঁচা দিতে ছাড়লেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 'একা ভাইপো ফুটেজ খাবে কেন ? তাই পিসিও উল্টো দিকে বসে গেছেন', বলে মন্তব্য করেন শুভেন্দু। 

Abhishek Banerjee News Live : 'দিদি-মন্তব্যে অপমানিত মহিলারা, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শাস্তি ঘোষণা হবে না কেন ?' প্রশ্ন অভিষেকের

'রাহুলের সাংসদ পদ খারিজ নিয়ে, আমরা কংগ্রেসের পাশে'। 'রাহুলের মন্তব্যে মোদি-ভাবাবেগ আহত হলে, প্রধানমন্ত্রীর দিদি-মন্তব্যে অপমানিত মহিলারা'। 'তা হলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শাস্তি ঘোষণা হবে না কেন?' 'বিরোধী দলনেতা আদিবাসী মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য করে পার পেয়ে যান'। 'কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না?' 'শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে একমাসের মধ্যে দলের লিগাল সেল উদ্যোগ নিক'। মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

Abhishek Banerjee News Live : 'দিদি-মন্তব্যে অপমানিত মহিলারা, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শাস্তি ঘোষণা হবে না কেন ?' প্রশ্ন অভিষেকের

'রাহুলের সাংসদ পদ খারিজ নিয়ে, আমরা কংগ্রেসের পাশে'। 'রাহুলের মন্তব্যে মোদি-ভাবাবেগ আহত হলে, প্রধানমন্ত্রীর দিদি-মন্তব্যে অপমানিত মহিলারা'। 'তা হলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শাস্তি ঘোষণা হবে না কেন?' 'বিরোধী দলনেতা আদিবাসী মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য করে পার পেয়ে যান'। 'কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না?' 'শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে একমাসের মধ্যে দলের লিগাল সেল উদ্যোগ নিক'। মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

Mamata Banerjee Dharna : 'ডবল ডিউটি পালন করছি, বিজেপির মতো সরকারের টাকা মিসইউজ করি না', খোঁচা মমতার

রেডরোডের ধর্নামঞে এদিন পৌঁছে গিয়ে গেরুয়াশিবিরের বিরুদ্ধে মুখ খুললেন মমতা। তিনি এদিন স্পষ্ট বললেন, এটা রাজ্য সরকারের তরফে নয়, সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে এই ধর্নামঞ্চ। তিনি বলেন, 'কিন্তু আমি সরকারের পক্ষ থেকে আছি, আমাদের সব মন্ত্রীরাও আছেন।' কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ শানিয়ে মমতা বলেন, 'আমি ডবল ডিউটি পালন করছি, বিজেপির মতো সরকারের টাকা মিসইউজ করি না।'

Abhishek Banerjee News Live : ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রী, ''কেউ শেষ কথা বলে না, বলেন গণদেবতা'' বললেন অভিষেক

  • 'হাইকোর্টের নির্দেশিকা মেনে সভা করতে হচ্ছে'

  • 'যাঁরা তৃণমূল কংগ্রেস দুর্বল হয়েছে বলে ভাবছিল, এই সভা তাঁদের জবাব'

  • 'আগামীদিনে দিল্লির বুকেও হবে এমন আন্দোলন'

  • 'দিল্লি থেকে আমরা সব দাবি ছিনিয়ে আনব'

  • 'কেউ শেষ কথা বলে না, বলেন গণদেবতা'

Mamata Banerjee Dharna : কেন্দ্রের কাছে ১ লক্ষ কোটি টাকা পাওনা : মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্প বাবদ কেন্দ্রের কাছে ১ লক্ষ কোটি টাকা পাওনা রয়েছে। অভিযোগ, বারবার, আবেদন করেও কাজ হয়নি। এমনকী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে, আবেদন করলেও টাকা দেওয়া হয়নি।

Mamata Dharna News : মৌলালির রামলীলা পার্ক থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করবে বামেরা

যে দাবিতে রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসছেন, ঠিক সেই দাবিতেই আজ কলকাতায় মিছিল করছে বামেরা। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করা চলবে না, এই টাকা রাজ্যকে দিতে হবে। মূলত এই ইস্যুকে সামনে রেখেই আজ দুপুরে মৌলালির রামলীলা পার্ক থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করবে বামেরা।

Mamata Dharna News Update : ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে প্রাথমিক চাকরিপ্রার্থীদের আন্দোলন

মমতার ধর্নামঞ্চ, অভিষেকের সভাস্থল আর সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান--এই তিন কর্মসূচির মধ্যেই ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে প্রাথমিক চাকরিপ্রার্থীদের আন্দোলন।

Mamata Dharna News : ধর্মতলা সংলগ্ন এলাকায় প্রবল যানজটের আশঙ্কা

মমতার ধর্না, অভিষেকের সভা, বাম-কংগ্রেসের জোড়া মিছিল। সব মিলিয়ে আজ কলকাতার বিভিন্ন প্রান্তে প্রবল যানজটের আশঙ্কা রয়েছে। বেলা ১২টা থেকে রেড রোডে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দুপুর ২টোয় শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। ফলে ধর্মতলা সংলগ্ন এলাকায় যানজটের আশঙ্কা। 

Mamata Banerjee Dharna : কেন্দ্র কোনও টাকা আটকায়নি : মুখ্যমন্ত্রীর ধর্না প্রসঙ্গে মন্তব্য গিরিরাজ সিংহর

কেন্দ্র কোনও টাকা আটকায়নি, গরিব মানুষের স্বার্থেই কেন্দ্রের প্রকল্প, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে মুখ্যমন্ত্রীর ধর্না প্রসঙ্গে মন্তব্য কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংহ।

Mamata Dharna Update : রাজ্যকে খোঁচা দিয়ে শুভেন্দুর ট্যুইট, পাল্টা শান্তনু

খরচ কম, ডিএ-ও নেই, কৌশলগত ভাবেই সরকারি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেউলিয়া রাজ্য সরকারের। এটাই কি যুবকদের ভবিষ্যৎ, প্রশ্ন তুলে ট্যুইট শুভেন্দুর। মোদি-জমানাতেই সর্বাধিক বেকার, পাল্টা শান্তনু।

Mamata Banerjee Dharna Live : রামলীলা পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে বামেরা

 ১০০ দিনের কাজের টাকা বন্ধ করা চলবে না, এই টাকা রাজ্যকে দিতে হবে। মূলত এই ইস্যুকে সামনে রেখেই আজ দুপুরে মৌলালির রামলীলা পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে বামেরা। মিছিলে যোগ দেবেন বিমান বসু, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা। 

Mamata Banerjee Dharna Live: ২৫ মিনিট হল ধর্নামঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের, থাকবেন ৩০ ঘণ্টা

২৫ মিনিট হল ধর্নামঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের, থাকবেন ৩০ ঘণ্টা। পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা ও গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তুলে দু’দিনের ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee Dharna news : আজ কলকাতায় মিছিল করছে বামেরা

যে দাবিতে রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসছেন, ঠিক সেই দাবিতেই আজ কলকাতায় মিছিল করছে বামেরা। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করা চলবে না, এই টাকা রাজ্যকে দিতে হবে। মূলত এই ইস্যুকে সামনে রেখেই আজ দুপুরে মৌলালির রামলীলা পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে বামেরা।

Mamata Banerjee Dharna News : নিজেরাই গার্ডরেল দিয়ে ধর্নাস্থল ঘিরেছেন আন্দোলনকারীরা

হাইকোর্টের নির্দেশে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হলেও হামলার আশঙ্কা। সেই কারণে নিজেরাই গার্ডরেল দিয়ে ধর্নাস্থল ঘিরেছেন আন্দোলনকারীরা

Mamata Banerjee Dharna Live : শ্যামবাজার মেট্রো স্টেশনের গেটে ধর্নায় বসছেন শুভেন্দু অধিকারী

শ্যামবাজার মেট্রো স্টেশনের গেটে ধর্নায় বসছেন শুভেন্দু অধিকারী । সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ। বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধর্না চলবে। 

Mamata Banerjee Dharna News : ধর্নামঞ্চে বিচিত্র গণ অনশন শুরু করবেন ধর্নামঞ্চে রাজ্য সরকারি কর্মীরা

শহিদ মিনার চত্বরে DA-ধর্নামঞ্চের ১০০ মিটার দূরে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। আর এই দিনেই অভিনব অনশন কর্মসূচির পরিকল্পনা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। ধর্নামঞ্চে বিচিত্র গণ অনশন শুরু করবেন ধর্নামঞ্চে রাজ্য সরকারি কর্মীরা। 

BJP Bengal News : রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুঠের অভিযোগে অবস্থানে বসছে বঙ্গ বিজেপি

কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে রেড রোডে মমতার ধর্নায় বসার দিনেই পাল্টা রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুঠের অভিযোগে অবস্থানে বসছে বঙ্গ বিজেপি। শ্যামবাজার মেট্রো 
স্টেশনের গেটে ধর্নায় বসছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ-সহ রাজ্য বিজেপির নেতা-নেত্রীরা।

Abhishek Banerjee News Live : অভিষেকের সভায় যোগ দিতে বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন কর্মী, সমর্থকরা

শহিদ মিনারে দুপুর ২টোয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। টিএমসিপি-র সভায় যোগ দিতে বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন কর্মী, সমর্থকরা। 

Mamata Banerjee Dharna News Live : শহিদ মিনার চত্বরে সরকারি কর্মীদের আন্দোলন পা দেবে ৬২ দিনে

বকেয়া ডিএ-র দাবিতে শহিদ মিনার চত্বরে সরকারি কর্মীদের আন্দোলন পা দেবে ৬২ দিনে। আর সেখান থেকে মাত্র ১০০ মিটার দূরে তৃণমূলের ছাত্র-যুবদের সমাবেশ। যেখানে প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

Mamata Banerjee News Live : ধর্নামঞ্চ কীভাবে তৈরি?

মূল মঞ্চের দু’পাশে তৈরি করা হয়েছে দুটি অস্থায়ী ছাউনি। সেখানে অন্যদের বসার ব্যবস্থা করা হয়েছে।

Mamata Banerjee News Live : মুখ্যমন্ত্রীর ধর্না চললেও, সচল রাখা হবে রেড রোড

মুখ্যমন্ত্রীর ধর্না চললেও, সচল রাখা হবে রেড রোড। আম্বেদকর মূর্তির সামনে তৈরি করা হয়েছে মূল মঞ্চ। এখানেই ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Mamata Banerjee News Live : আজ বেলা ১২টা থেকে কাল সন্ধে পর্যন্ত ধর্না

পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা ও গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তুলে দু’দিনের ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে আজ বেলা ১২টা থেকে কাল সন্ধে পর্যন্ত ধর্না চলবে।

প্রেক্ষাপট

কলকাতা : বুধবার কলকাতার প্রাণকেন্দ্রজুড়ে একের পর এক হাইভোল্টেজ কর্মসূচি ! কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ( Mamata Banerjee ) । বকেয়া ডিএ-র ( DA ) দাবিতে শহিদ মিনার চত্বরে সরকারি কর্মীদের আন্দোলন ( DA Agitation ) পা দেবে ৬২ দিনে। আর সেখান থেকে মাত্র ১০০ মিটার দূরে তৃণমূলের ছাত্র-যুবদের সমাবেশ। যেখানে প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee ) ।


ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়


পঞ্চায়েত ভোটের ( Panchayat Poll ) আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা ও গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তুলে দু’দিনের ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে আজ বেলা ১২টা থেকে কাল সন্ধে পর্যন্ত ধর্না চলবে। মুখ্যমন্ত্রীর ধর্না চললেও, সচল রাখা হবে রেড রোড। আম্বেদকর মূর্তির সামনে তৈরি করা হয়েছে মূল মঞ্চ। এখানেই ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূল মঞ্চের দু’পাশে তৈরি করা হয়েছে দুটি অস্থায়ী ছাউনি। সেখানে অন্যদের বসার ব্যবস্থা করা হয়েছে।


 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা


শহিদ মিনার চত্বরে DA-ধর্নামঞ্চের ১০০ মিটার দূরে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। বকেয়া DA-আদায়ে আজ অভিনব অনশন কর্মসূচির পরিকল্পনা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। অশান্তি এড়াতে DA-মঞ্চ ও TMCP-র সভাস্থলের মাঝে তৈরি করা হয়েছে বাঁশ আর টিনের ব্যারিকেড। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, DA-মঞ্চের মঞ্চের দিকে কেউ ঢুকতে পারবেন না। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.