কলকাতা: পাহাড়ে স্থায়ী সমাধানের উদ্দেশে কেন্দ্রীয় প্রতিনিধি তথা মধ্যস্থতাকারী নিয়োগ ঘিরে তুমুল বিতর্ক। পাহাড়ে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়ে প্রধানমন্ত্রীকে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর।  না জানিয়ে নিয়োগ করা হয়েছে অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি লিখেছেন, 'পাহাড়ে মধ্যস্থতাকারী হিসাবে পঙ্কজকুমার সিংহকে নিয়োগ কেন্দ্রের'। সাংবিধানিক নীতির সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ নয়, উল্লেখ চিঠিতে । 'GTA স্বশাসিত সংস্থা, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই কীভাবে নিয়োগ?' প্রাক্তন আমলা পঙ্কজকুমার সিংহের নিয়োগে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের।         

Continues below advertisement

জিটিএ-র আওতায় থাকা দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স এলাকার আইনশৃঙ্খলা, শান্তি বজায় রাখা রাজ্য সরকারের দায়িত্ব। সেখানকার স্থায়ী সমাধানও ত্রিপাক্ষিক বিষয়। তাই রাজ্য প্রশাসনকে না জানিয়ে সেখানে কেন একজন মধ্যস্থতাকারী বা ইন্টারলোকুটার নিয়োগ করা হল?  GTA চুক্তির কথা মনে করিয়ে প্রধানমন্ত্রীকে পত্রাঘাত মুখ্যমন্ত্রীর।                                      

Continues below advertisement

দেশের প্রাক্তন উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ কুমার সিংহকে দার্জিলিং ও তরাই-ডুয়ার্সের ইন্টারলোকুটর বা মধ্যস্থতাকারীর (সমন্বয় রক্ষাকারী) দায়িত্ব দেওয়া হয়েছে।                                            

শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই সমস্ত এলাকায় গোর্খাদের দীর্ঘদিনের দাবিদাওয়াগুলি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার লক্ষ্যে নিয়োগ করা হয়েছে রাজস্থান ক্যাডারের এই অবসরপ্রাপ্ত পুলিশ কর্তাকে। তিনি একজন অভিজ্ঞ জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ। সীমান্ত নিরাপত্তা ও কূটনৈতিক বিষয়ে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। কিন্তু এই নিয়োগের আগে নবান্নের সঙ্গে নয়াদিল্লির কোনও আলোচনা হয়নি বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।                                        

মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে স্পষ্ট জানিয়েছেন, রাজ্যকে অন্ধকারে রেখে কেন্দ্রের এই পদক্ষেপের কথা জানতে পেরে তিনি বিস্মিত এবং ব্যথিত।