কলকাতা : ইউক্রেন ফেরত মেডিক্যাল পড়ুয়াদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে সরকারি মেডিক্যাল কলেজে ইন্টার্নশিপের অনুমোদন চেয়ে চিঠি দেন তিনি। বিশেষ পরিস্থিতিতে এনএমসি-র গাইডলাইন বদলের আবেদন জানান।
তিনি লেখেন, "বর্তমান নিয়মে ন্যাশনাল এন্ট্রান্স এলিজিবিলিটি টেস্টে পাশ না করলে অনুমোদন নেই। পাশ না করলে মেডিক্যাল কলেজে ভর্তি হওয়া যায় না। বিশেষ পরিস্থিতিতে ইউক্রেন ফেরত পড়ুয়াদের জন্য বিধি শিথিল করা হোক।" এই মর্মে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অনুরোধ জানান মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, এনএমসি যে পদক্ষেপ নেবে, ইউক্রেন-ফেরত অন্য রাজ্যের পড়ুয়াদের ক্ষেত্রেও যাতে সেই ব্যবস্থা নেওয়া হয় সেই আর্জিও জানান তিনি।
চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, এখনও পর্যন্ত ইউক্রেন থেকে পশ্চিমবঙ্গের ৩৯১ জন ছাত্র-ছাত্রী ফিরে এসেছে। দেশে ফিরে ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছে তারা। এই ছাত্ররা নিজেদের পড়াশোনার জন্য প্রচুর অর্থ ও সময় নিয়োগ করেছি। কিন্তু, এই মুহূর্তে তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এই পড়ুয়াদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলাতেই পড়াশোনার সুযোগ মিলবে বলে জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চতুর্থ ও পঞ্চম বর্ষের মেডিক্যাল পড়ুয়াদের ইন্টার্নশিপের অনুমতির জন্য চিঠি লেখা হবে মেডিক্যাল কাউন্সিলে। সরকারি মেডিক্যাল কলেজে মিলবে ইন্টার্নশিপের সুবিধা। স্টাইপেন্ডেরও ব্যবস্থা করা হবে। প্রথম বর্ষে এখানে কেউ ভর্তি হতে চাইলে বিশেষ ব্যবস্থা করা হতে পারে।
প্রসঙ্গত, যুদ্ধের ২১তম দিনেও ইউক্রেনে রুশ হামলা অব্যাহত। কিভের শহরতলি এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে আজও। কিভ ছাড়াও লিভ, ওডেসা, মাইকোলেভ, পোলটাভা-সহ একাধিক শহরে এয়ার রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মুহুর্মুহু বাজছে সাইরেন।
ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, এখনও পর্যন্ত রুশ হামলায় ৯৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যেই ফের ন্যাটোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন জেলেনস্কি। সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, জেলেনস্কি জানিয়েছেন, এটা স্পষ্ট যে, ইউক্রেন ন্যাটোয় যোগ দিতে পারছে না।