সুনীত হালদার এবং সুকান্ত মুখোপাধ্যায়, হাওড়া:  হাওড়ায় JMB জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করল রাজ্য পুলিশের STF। ধৃত আনিরুদ্দিন আনসারি মাদ্রাসার শিক্ষক। বাংলাদেশ থেকে আসা JMB জঙ্গিদের তিনি আশ্রয় দিয়েছিলেন বলে STF সূত্রে দাবি।                                                         


জামাত-উল মুজাহিদিন বাংলাদেশের জঙ্গি সন্দেহে গ্রেফতার হলেন এক মাদ্রাসা শিক্ষক। হাওড়ার বাঁকড়া থেকে আনিরুদ্দিন আনসারিকে (সন্দেহভাজন জেএমবি জঙ্গি) গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স। STF সূত্রে খবর, ২ বছর আগে পুরুলিয়া জেলার পারা এলাকায় থাকতেন আনিরুদ্দিন। সেখান থেকে আসেন হাওড়ায়। বাঁকড়ার মুন্সিডাঙায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। স্থানীয় একটি মাদ্রাসায় পড়াতেন।



এলাকায় ভাল মানুষ হিসেবেই পরিচিত ৩৮ বছরের আনিরুদ্দিন। কিন্তু আড়ালে তিনিই জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি STF সূত্রে। বাঁকড়ার মুন্সিডাঙার বাসিন্দা নুরুল হাসান বলেন, "বাচ্চাদের পড়াত মাদ্রাসায়, লোক ভাল ছিল। একাই থাকতেন, মাঝে মাঝে বাইরের লোক আসত, তবে সন্দেহজনক কিছু মনে হয়নি।" আরেক বাসিন্দা সওকত আলি খান বলেন, "একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে পড়াতেন। ভাল ছেলে বলেই জানি।"             


আরও পড়ুন, বয়স্কের জন্য দু:সংবাদ, রেলযাত্রায় সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন প্রবীণরা


রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স সূত্রে দাবি, বাংলাদেশ থেকে আসা JMB-র দুই সদস্যকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন ধৃত ব্যক্তি। তাঁদের নানা রকম জাল পরিচয়পত্র বানিয়ে দিতেন তিনি। তদন্তকারীদের দাবি, আনিরুদ্দিন আনসারি নিজেও উত্তর-পূর্ব ভারতের একাধিক নাশকতার সঙ্গে জড়িত ছিলেন। তাঁর কাছ থেকে এমনকিছু পরিচয়পত্র মিলেছে যা দেখে মনে করা হচ্ছে, তিনি নিজেও বাংলাদেশের নাগরিক। কিন্তু সেই সমস্ত নথি আসল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।