কলকাতা: দুর্গাপুজোর অনুদান নিয়ে ফের মামলা কলকাতা হাইকোর্টে। নতুন করে আবেদন দাখিল দুর্গাপুরের বাসিন্দা সৌরভ দত্তর। রাজ্যের ১ লাখ ১০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে মামলা। দুর্গাপুজোয় এ বছর ১ লাখ ১০ হাজার টাকা করে অনুদানের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন, জঙ্গলমহলে গড়বেতার কাছে রেললাইনে রহস্যজনক শব্দ ! ট্রেন দাঁড় করিয়ে দিলেন রাজধানী এক্সপ্রেসের চালক

দুর্গাপুজোর অনুদান পঁচাশি হাজার থেকে বাড়িয়ে, এক লক্ষ দশ হাজার টাকা করার ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী। আর এই প্রেক্ষাপটেই রাজ্য় সরকারি কর্মীদের একাংশ প্রশ্ন তুলছে, বকেয়া DA দেওয়ার সময় রাজ্য় সরকার যে আর্থিক সঙ্কটের যুক্তি দেখায়, তাহলে পুজো অনুদানের এত টাকা আসে কোথা থেকে? ছাব্বিশের বিধানসভা ভোটের আগে পুজো অনুদানে একবারে পঁচিশ হাজারের লাফ! দুর্গাপুজোর জন্য় ক্লাবগুলোর অনুদান ৮৫ হাজার টাকা থেকে এক ধাক্কায় বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা করার কথা ঘোষণা করেন মুখ্য়মন্ত্রী। অর্থাৎ একবছরে অনুদান বাড়ল প্রায় ৩০ শতাংশ! পুজো অনুদান দেওয়ার বেলায় টাকা আছে, আর বকেয়া DA মেটানোর বেলাতেই যত টাকার সঙ্কট? পুজো অনুদানের বেলায় মুখ্য়মন্ত্রীর এই দরাজ হস্ত দেখে, প্রশ্ন তুলছেন রাজ্য় সরকারি কর্মচারীদের একাংশ।

প্রসঙ্গত, গত বছর পুজোর আগে আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য থেকে দেশে। ন্যায় বিচারের দাবিতে আন্দোলন, অনশন থেকে রাত দখল দেখেছিল গোটা দেশ। বিশ্বের নানা প্রান্তে প্রতিবাদ হয়েছিল। সেই উত্তাল সময়ের মধ্যেই বাপের বাড়ি এসেছিলেন উমা। তখনও আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান নিতে অস্বীকার করে একাধিক ক্লাব। তারপর কেটে গেছে এক বছর। এখনও আর জি কর-কাণ্ডে বহু প্রশ্নের উত্তর অধরা। তার পরেও রাজ্যে একের পরে এক নারী নির্যাতনের ঘটনা সামনে এসেছে। কসবার সাউথ ক্য়ালকাটা ল' কলেজে গণধর্ষণের মতো মারাত্মক অভিযোগ উঠেছে। নদিয়ার কালীগঞ্জে শাসকের বিজয় উল্লাসের বোমায় প্রাণ গেছে ছোট্ট তামান্নার।তাই গত বছরের ধারা বজায় রেখে এই বছরও মুখ্যমন্ত্রী পুজোর অনুদান ঘোষণা করার পর তা নিতে অস্বীকার করেছে, এই ২টি ক্লাব। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)