আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্য়ায় ও করুণাময় সিংহ,কলকাতা: ভোট এলেই এ রাজ্য়ে মাথাচাড়া দেয় CAA বা নাগরিকত্ব ইস্যু। আর দুয়ারে যখন লোকসভা ভোট। তখনও তার ব্যতিক্রম যে হবে না, তা আর বলার অপেক্ষা রাখে না। আর এবার কাকদ্বীপের সভা থেকে। ১ সপ্তাহের মধ্যে CAA লাগুর দাবি করলেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Santanu Thakur)। যে NRC চালু নিয়ে বর্তমানে কোনও উচ্যবাচ্য নেই, তা নিয়েই সোমবার কোচবিহারের সভা থেকে পাল্টা সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (CM Mamata Banerjee) বলেন, 'শুধু ভোটার লিস্টে নামটা রাখতে বলুন। যাতে NRC-র নাম করে তাদের বাদ দিয়ে না দেয়।'
৭দিনে CAA কার্যকরী, প্রতিশ্রুতি বিজেপি সাংসদের পাল্টা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের NRC-চ্যালেঞ্জ। লোকসভা ভোটের মুখে ফের তুঙ্গে তরজা। ১ সপ্তাহের মধ্যে CAA লাগুর দাবি করলেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। মূলত কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলেন,'ভারতবর্ষে CAA লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকে এই মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী ১ সপ্তাহের মধ্য়ে পশ্চিমবঙ্গ-সহ ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য়ে CAA লাগু হবে। এবং সেটা আপনারা দেখবেন, আজকে সেই গ্য়ারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি।'
এদিকে যে NRC চালু নিয়ে প্রশাসনিক স্তরে বর্তমানে কোনও উচ্যবাচ্য নেই, তা নিয়েই সোমবার কোচবিহারের সভা থেকে পাল্টা সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। মমতা বলেন,' শুধু ভোটার লিস্টে নামটা রাখতে বলুন। যাতে NRC-র নাম করে তাদের বাদ দিয়ে না দেয়। NRC নিয়ে লড়াই করেছে কে? রাজবংশী বন্ধুরা আপনারা তো ইতিমধ্য়েই নাগরিক। নতুন করে ক্য়া ক্যা করে চিৎকার করছে। এটা ফ্যা ফ্য়া ভোটের রাজনীতি করার জন্য। আপনারা সবাই নাগরিক। আপনাদের সবাইকে নাগরিক হিসেবে আমরা স্বীকৃতি দিয়েছি।'
আরও পড়ুন, কলকাতা হাইকোর্টের নিখোঁজ আইনজীবীর রহস্যমৃত্যু, দেহ উদ্ধার বর্ধমানে
অপরদিকে , এই ইস্যুতে তীব্র কটাক্ষ করেছে সিপিএম এবং কংগ্রেস। দাবি,' ভোট এলেই CAA-NRC-র কথা মনে পড়ে।' CAA চালুর প্রতিশ্রুতি দিয়ে, গত লোকসভা ও বিধানসভা ভোটে মতুয়াদের ঢালাও সমর্থন পেয়েছিল বিজেপি। কিন্তু, পঞ্চায়েত ভোটে মতুয়া ভোটের সিংহভাগই গেছে তৃণমূলের দিকে। ১৯-এর মতুয়া ভোট কি ২৪-এও ধরে রাখতে পারবে গেরুয়া শিবির? উত্তর লুকিয়ে ভবিষ্যতের গর্ভে।