কার্শিয়ঙ: বছর পেরোলেই লোকসভা ভোট (Lok Sabha Poll 2024)। তার আগে বোনাস নিয়ে শ্রমিক-মালিক অসন্তোষের জেরে পুজোর আগেই পাহাড়ে একাধিক চা বাগান বন্ধ। বেতনহীন শ্রমিকরা হুঁশিয়ারি দিয়েছেন, যে তারা ভোট দেবেন না। আর এই ইস্য়ুকে ঢাল বানিয়েছে গেরুয়া শিবির। তার উপর দোসর হয়ে রয়েছেই প্রাকৃতিক বিপর্যয়। তবে এহেন পরিস্থিতিতে চা শ্রমিকদের পাশাপাশি জিটিএ-সহ পাহাড়ের উন্নয়নে বেশ কিছু বরাদ্দ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী, জল্পনা আগেই চলছিল। সেই জল্পনা সত্যি করেই এদিন পাহাড়ে উন্নয়নের জন্য জিটিএ-কে (GTA) আরও ৭৫ কোটি টাকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
পাহাড়ের উন্নয়নে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর
এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, 'কার্শিয়ঙে ১ হাজার ২০০ জনকে পাট্টা দেওয়া হবে। বাড়বে জিটিএ কর্মীদের বেতন। পাশাপাশি সংশোধন করা হচ্ছে বেতন কাঠামো। এবং মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন,পাহাড়েও হবে আইটি হাব। এর পাশাপাশি পাহাড়ে শিক্ষকদের ৫৯০ টি শূন্যপদে শীঘ্রই নিয়োগ করা হবে।' পাশাপাশি ভোটের আগে তিনি 'ঘর ঘর মে পানি' অর্থাৎ ঘরে ঘরে পানীয় জল পৌঁছে যাওয়ার বার্তা দেন। যদিও ঘরে ঘরে পানীয় জল যাওয়ার বার্তা দিয়েই একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ বানিয়েছিলেন। তবে শেষ রক্ষা হয়নি।
অতীতের বিনিয়োগ ও লগ্নি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা
যদিও তৃতীয়বার সরকার গঠনের পর রাজ্যে সদ্য হয়ে গিয়েছে বিজিবিএস অর্থাৎ বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। আর সেখানেও অতীতের বিনিয়োগ ও লগ্নি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। যে আদৌ অতীতে প্রতিশ্রুতি অনুযায়ী কী কাজ হয়েছে এবং কতজনের কর্মসংস্থান হয়েছে ? যদিও সেই প্রশ্নের উপর দিয়েই ফের বয়ে গিয়েছে বিজিবিএস ঝড়। এখন ভোটের আগে পাহাড়ে বিনিয়োগ নিয়েও কোনও প্রশ্ন ওঠে কিনা, তা সময়ই বলবে।
আরও পড়ুন, মুখ্যমন্ত্রীকে 'ঠুমকা-কটাক্ষ'-র জের, গিরিরাজকে বহিষ্কারের দাবিতে ধর্নায় TMC-র মহিলা সাংসদরা
ভোট দেবেন না, হুঁশিয়ারি শ্রমিকদের
প্রসঙ্গত, পুজোর আগেই ডুয়ার্সের ৩টি চা বাগানে নেমে এসেছিল একরাশ অন্ধকার। আলিপুরদুয়ারের মাদারিহাট ও কালচিনিতে পর পর দু’দিন ২টি চা বাগানে তালা ঝুলিয়ে দিয়েছিল মালিপক্ষ। মাদারিহাটের মুজনাই চা বাগান। সম্প্রতি এই চা বাগনের ইস্যুতেই অস্বস্তিতে পড়ে যায় শাসকদল।পুজোর আগে কাজ হারিয়েছিল একাধিক শ্রমিকদের। বেতনহীন শ্রমিকরা হুঁশিয়ারি দিয়েছেন, যে তারা ভোট দেবেন না।