কলকাতা: শরৎ বসু রোডে স্টোনম্যানের কায়দায় ঘুমন্ত যুবককে পাথর দিয়ে থেঁতলে খুনের অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ঘটনায় অপরাধ কবুল করেছে জয়নগর থেকে ধৃত রাজু নস্কর। এর আগেও স্টোনম্যানের ধাঁচে পার্ক সার্কাসেও এক ফুটপাতবাসীকে খুন করা হয়। স্টোনম্যানের টার্গেট কি শুধু ফুটপাতবাসীরাই? তদন্তে নেমেছে পুলিশ। 

দক্ষিণ কলকাতার শরৎ বসু রোডে স্টোনম্যানের কায়দায় ঘুমন্ত যুবককে পাথর দিয়ে থেঁতলে খুনের অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় অপরাধ কবুল করেছে জয়নগর থেকে ধৃত রাজু নস্কর। ধৃতের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। স্টোনম্যানের টার্গেট ছিল শুধু ফুটপাতবাসীরাই? এর আগে স্টোনম্যানের ধাঁচে পার্ক সার্কাসেও এক ফুটপাতবাসীকে মারার ঘটনা ঘটে। ধৃতের সঙ্গে সেই ঘটনার কোনও যোগ রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। একইভাবে রবীন্দ্র সরোবর ও লেক এলাকায় ফুটপাতবাসীদের ব্লেড ও পাথর দিয়ে মারার অভিযোগ রয়েছে। এসবের নেপথ্যেও কি শরৎ বসু রোডে ফুটপাতবাসী খুনে ধৃত রাজু নস্কর? খতিয়ে দেখছে টালিগঞ্জ থানার পুলিশ। 

শরৎ বোস রোডে ফুটপাতে মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টালিগঞ্জ থানার পুলিশ। জানা যায় মৃত সোমনাথ চক্রবর্তী মহেশতলার বাসিন্দা। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের থেকে রাজু নস্কর নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, দিনকয়েক আগে সোমনাথ চক্রবর্তীর সঙ্গে ঝামেলা হয় রাজু নস্করের। তার জেরেই এই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। পুলিশ সূত্রে দাবি, মৃতের কান ও ডান হাতে গুরুতর আঘাত রয়েছে। গতকালই ওই এলাকার এক বাসিন্দা জানান, পিচ বোর্ডের উপরে শোওয়ানো ছিল দেহ। একটা পাথর ছিল। বড় পাথর একটা। প্রায় ১০ কেজি হবে।''