গৌতম মণ্ডল, মথুরাপুর: RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য। প্রতিদিনই সুবিচারের আশায় বিভিন্ন ধরনের কর্মসূচি নিচ্ছেন নানা স্তরের মানুষ। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে দেশ থেকে বিদেশে। এই বিষয় নিয়ে যখন শাসক ও বিরোধীদের মধ্যে তুমুল রাজনৈতিক তরজা চলছে ঠিক সেই সময়ে শ্লীলতাহানির অভিযোগে একজন বৃদ্ধকে পিটিয়ে মারার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ৬২ বছরের বাবলু পাহাড়ি মথুরাপুরের স্থানীয় মন্দিরবাজারের বাসিন্দা। এই ঘটনায় ২ মহিলা সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি সূত্রপাত হয় বুধবার বেলায়। মথুরাপুরের উত্তর লক্ষ্মীনারায়ণপুর এলাকার বছর ২৭-এর এক মহিলা অসুস্থ হয়ে পড়েন। তাঁর অবস্থা দেখার পর ওই মহিলার পরিবারের লোকজন ভাবেন মহিলাকে ভূতে চেপেছে। তখন গুনিন বাবলুকে ফোন করে ডাকা হয় ওই বাড়িতে।
অভিযোগ, ওই মহিলাকে ঝাড়ফুঁক করার নামে বন্ধ ঘরের মধ্যে শ্লীলতাহানি করে বাবলু। বিষয়টি জানতে পেরে ওই মহিলার পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে গুনিন বাবলুকে পেটাতে থাকেন। বেধড়ক পিটুনির জেরে অসুস্থ হয়ে পড়ে ওই গুনিন। পরে এই ঘটনার খবর পেয়ে মথুরাপুরের উত্তর লক্ষ্মীনারায়ণপুর গ্রামে পুলিশ যায়। গ্রামবাসীদের হাত থেকে বাবলুকে উদ্ধার করে মথুরাপুর হাসপাতালে নিয়ে আসেন পুলিশ কর্মীরা। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর নিহত গুনিনের পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই মহিলার পরিবারের তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। ওই গুনিনকে পিটিয়ে মারার ঘটনায় আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই তীব্র উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Kolkata Weather: বৃহস্পতিবার কি বৃষ্টির পরিমাণ বাড়বে? আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া