সৌভিক মজুমদার, কলকাতা: শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় হাইকোর্টে (High Court) পরপর ২৮টি প্রশ্নের মুখোমুখি হতে হল মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya)। স্ত্রী, পুত্র-সহ মানিক ভট্টাচার্যের পরিবারের সকলের সম্পত্তির (property) হিসেব তলব করা হল। ৫ জুলাইয়ের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির সম্পত্তির হিসেব তলব করা হয়েছে। 


মানিক ভট্টাচার্যের সম্পত্তির হলফনামা তলব


ডিভিশন বেঞ্চে আপাতত সুরাহা মিলল না, এমনকী সিঙ্গল বেঞ্চেও কড়া প্রশ্নের মুখে পড়তে হল মানিক ভট্টাচার্যকে। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় মঙ্গলবার কলকাতা হাইকোর্টে হাজির হন প্রাথমিক শিক্ষা পর্ষদের সদ্য অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। 


সেখানে ৫ জুলাইয়ের মধ্যে তাঁর, তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূ ও কন্যার সম্পত্তির হিসেব জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবার এই নির্দেশ দিতে গিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'হলফনামায় উল্লিখিত সম্পত্তির বাইরে পরে অন্য কোনও সম্পত্তি নিজের বলে দাবি করতে পারবেন না মানিক ভট্টাচার্য।'


'আপনার কোথায় জন্ম? এখানে না বাংলাদেশ?' এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নে প্রাথমিক শিক্ষা পর্ষদের সদ্য অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য বলেন, 'এখানে।' বিচারপতি জানতে চান, জীবিকা কী? উত্তরে মানিক ভট্টাচার্য বলেন, 'শিক্ষকতা আমার পেশ।' বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চান, এখন (মানিক ভট্টাচার্য) কোথায় থাকেন? উত্তরে মানিক ভট্টাচার্য জানান, যাদবপুর। নদিয়াতে পৈতৃক বাড়ি আছে। 


এরপর একের পর এক ২৮টি প্রশ্নের উত্তর দিতে হয় মানিক ভট্টাচার্যকে। পরিবারে কে কে আছেন থেকে শুরু করে মেয়ের কবে বিয়ে হয়েছে, সব তথ্যই জানা হয় প্রশ্নের মাধ্যমে। 


বিচারপতি জানান, ‘হলফনামায় দেওয়া সম্পত্তির বাইরে অন্য কিছু দাবি করা যাবে না।’ মানিক ভট্টাচার্য বলেন, ‘আমি একজন শিক্ষক, কোনও মিথ্যে তথ্য দেব না।' মানিক ভট্টাচার্য জানান, তাঁর যাদবপুরে ফ্ল্যাট, নয়াবাদে জমি, নদিয়ার কালিগঞ্জে পৈত্রিক বাড়ি রয়েছে। 


আরও পড়ুন: Purba Bardhaman: মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কাছে 'মা', কাজে যোগ দিয়ে বললেন রেণু


বিরোধীদের কটাক্ষ


গোটা ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'মানিক-পার্থ সবাই মুখ্যমন্ত্রী ও ভাইপোর হয়ে কাজ করেছেন। এদের হেফাজতে নিয়ে জেরা হলে বেরোবে ভাইপোর সাক্ষরিত কত সুপারিশপত্র, কত চাপ দেওয়া হয়েছে।' মানিক ভট্টাচার্যের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি হবে।