পূর্ব মেদিনীপুর: আজ মঙ্গলবার, পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। যদিও অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে। এদিন UV Index- ৬ এর আশেপাশে রয়েছে। আজ পূর্ব মেদিনীপুর জেলায় দি দিনভর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদিনই আকাশ ঘন মেঘে ঢাকা থাকবে। এদিন জেলায় হাওয়ার গতিবেগ ৪ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। পশ্চিম-দক্ষিণ পশ্চিম দিক থেকে হাওয়া বইবে। মাঝেমধ্যে জেলার কিছু কিছু এলাকায় দমকা হাওয়া বইতে পারে। তার গতিবেগ ২০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেশি উঠবে না। রাতের দিকে তাপমাত্রা কমে যাবে অনেকটা। (Weather forecast of Purba Medinipur-Digha) এদিন আকাশ মেঘলা থাকায় অস্বস্তি থাকবে। জেলায় এদিন বৃষ্টিপাত হবে। বজ্রপাতেরও পূর্বাভাস রয়েছে। পূর্ব মেদিনীপুরের নানা জায়গায় কয়েক পশলা করে বৃষ্টি হতে পারে।


আগামীদিনে কেমন আবহাওয়া:
আগামীকাল জেলায় তাপমাত্রা একই রকম থাকবে। বুধবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশে মেঘ থাকবে। বুধবার সারাদিনই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত দিনেক শেষভাগে বৃষ্টিপাত হবে। আগামীকাল পূর্ব মেদিনীপুরের দিনের বেলায় তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। যদিও Real Feel কম হবে। UV-Index-৬ থাকবে। বিকেলের দিকে তাপমাত্রা বেশ কিছুটা কমবে। হাওয়া বইবে। এখনও পর্যন্ত যা পূর্বাভাস তাতে বুধবার সারাদিনই বিচ্ছিন্ন ভাবে বৃষ্টি হতে পারে। জেলায় ভারী বজ্রপাতেরও পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের তরফে।


জেলার ইতিহাস
পূর্ব মেদিনীপুর (purba medinipur) জেলা এক সময় অবিভক্ত মেদিনীপুর জেলার অঙ্গ ছিল। পরে মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-এই দুটি জেলা তৈরি হয়। পূর্ব মেদিনীপুর জেলার উত্তরে রয়েছে পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলা। পূর্ব দিকে রয়েছে হুগলি নদী ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে পশ্চিম মেদিনীপুর ও পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশা । কৃষিপ্রধান এই জেলায় আবহাওয়ার গুরুত্ব অপরিসীম। এছাড়াও এই জেলায় পর্যটনও বিশেষ গুরুত্বপূর্ণ।  


আজ দিঘায় সূর্যাস্ত (sunset) সন্ধে ৬ টা বেজে ২৮ মিনিটে। কাল সূর্যোদয় (sunrise) ভোর ৪টা বেজে ৫৮ মিনিটে।