প্রকাশ সিনহ, কলকাতা: ছশোরও বেশি ডিএলএড কলেজ থেকে অফলাইন রেজিস্ট্রেশনের নামে নেওয়া হয়েছিল মোটা অঙ্কের টাকা। নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) বিরুদ্ধে আদালতে দাবি করল ইডি (ED)। এবার মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডলের (Tapas Mondal) কাছ থেকে চাওয়া হল অফলাইন রেজিস্ট্রেশন সংক্রান্ত নথি।
অফলাইন রেজিস্ট্রেশনের নামে টাকা নেওয়ার অভিযোগ: ইডি-র দাবি, ২০১৮-২০২২ পর্যন্ত ৩টি সেশনে ছশোরও বেশি ডিএলএড কলেজে অফলাইনে ভর্তির জন্য আবেদনকারী পিছু নেওয়া হয়েছিল ৫ হাজার টাকা। সেই টাকা সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের তত্কালীন সভাপতি মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) কাছে পৌঁছয় বলে জিজ্ঞাসাবাদে জানান তাপস মণ্ডল। আদালতে দাবি ইডি-র। সূত্রের খবর, নিয়ম বহির্ভূতভাবে যাঁরা অফলাইনে ভর্তি হয়েছিলেন, তাঁরা পরবর্তীকালে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন কি না, এবার খতিয়ে দেখতে চায় ইডি। সেই কথা মাথায় রেখেই মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডলের কাছ থেকে অফলাইন আবেদনকারীদের তালিকা চাওয়া হয়েছে।
টেট-দুর্নীতির মামলায় এবার মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে, একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! তা-ও আবার আদালতে দাঁড়িয়ে। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয়। তাঁর ১৪ দিনের জেল হেফাজত চেয়ে, বিচারক শ্রীপর্ণা রাউতের এজলাসে, ইডি’র আইনজীবী ফিরোজ এডুলজি সওয়াল করেন, তদন্তে একটি জয়েন্ট অ্যাকাউন্টের হদিশ মিলেছে। অনেক পুরনো এই জয়েন্ট অ্যাকাউন্টটি মানিক ভট্টাচার্যর স্ত্রী এবং মৃত্যুঞ্জয় চক্রবর্তী বলে একজনের নামে। ২০১৬’তে এই মৃত্যুঞ্জয় চক্রবর্তীর মৃত্যু হয়। কিন্তু, তারপরও জয়েন্ট অ্যাকাউন্টটি বন্ধ হয়নি। এখনও সেই অ্যাকাউন্টে ৩ কোটি টাকা রয়েছে। যা চাকরি বিক্রির টাকা বলেই সন্দেহ।
শুধু স্ত্রী নয়! মঙ্গলবার ইডি’র আইনজীবী আদালতে দাঁড়িয়ে, আরও সওয়াল করেন,মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিকের সংস্থার অ্যাকাউন্টে ২ কোটি ৪৭ লক্ষ টাকা রয়েছে বলে জানা গেছে। ইডির আইনজীবী সওয়াল করেন, মানিক ভট্টাচার্য ও তাঁর আত্মীয়দের প্রায় ১০ কোটি টাকার সম্পত্তির হদিশ ইতিমধ্যেই মিলেছে। অঙ্কটা প্রতিদিন বাড়ছে। এরপর ইডি’র আইনজীবী দাবি করেন, মানিক ভট্টাচার্যর বাড়িতে তল্লাশি চালানোর সময় একটি সিডি’র দু’টি ফোল্ডারে, ৪ হাজার প্রার্থীর নাম ও রোল নম্বর পাওয়া যায়। যার মধ্যে আড়াই হাজার প্রার্থী চাকরি পেয়েছেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: Chit Fund Case: চিটফান্ড মামলায় গ্রেফতার রাজু সাহানির ঘনিষ্ঠ ব্যবসায়ীকে গ্রেফতার করল সিবিআই