কলকাতা: ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে মৃত্যু হয় ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের ( Sadhan Pande)। আর এবার মানিকতলা বিধানসভা উপনির্বাচনে (Maniktala Assembly By Election) তৃণমূলের প্রার্থী হয়েছেন সাধন-পত্নী সুপ্তি পাণ্ডে। সূত্রের খবর, নবান্নে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের উপস্থিতিতে দীর্ঘ বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয় । তবে, সাধন পাণ্ডের মেয়ে, শ্রেয়া পাণ্ডেকে ভোটের কাজে তৃণমূল শীর্ষ নেতৃত্ব যুক্ত রাখতে চায় না বলে খবর সূত্রের। আর এবার মুখ খুললেন সাধন কন্যা শ্রেয়া পাণ্ডে ( Shrreya Pande)।
মানিকতলা উপনির্বাচন : মুখ খুললেন সাধন কন্যা শ্রেয়া
মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। বুধবার এনিয়ে মুখ খুললেন তাঁর মেয়ে শ্রেয়া পাণ্ডে। যাঁর নিজেরও এই কেন্দ্রে প্রার্থী হওয়ার সুপ্ত বাসনা ছিল বলে সূত্রের দাবি। মায়ের ভোট-ময়দানে নামা থেকে, তাঁকে ভোটের কাজে রাখতে, তৃণমূল শীর্ষনেতৃত্বর অনীহা সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন প্রয়াত মন্ত্রীর মেয়ে। তিনি এদিন বলেছেন, 'মনে হয়েছিল মানিকতলায় প্রার্থী হিসেবে আমার নাম নিয়ে আলোচনা হবে। আমি ক্ষুদ্র কর্মী, আমাকে সরাতে এক মিনিট সময় লাগে। পরেশ পাল আমাকে খুব স্নেহ করেন। বাবার সঙ্গে যাঁদের মতবিরোধ ছিল, তাঁদের রোষে পড়লে অসহায় লাগে।'
আমি আশা করিনি তা নয় : সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া
১০ জুলাই রাজ্য়ের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। যার মধ্য়ে রয়েছে কলকাতার মানিকতলা। এই কেন্দ্র নিয়ে আইনি জটিলতা তো ছিলই। সূত্রের দাবি, এখানে তৃণমূলের প্রার্থী কে হবেন,তা নিয়ে মানিকতলার প্রাক্তন বিধায়ক, প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে ও মেয়ে শ্রেয়ার মধ্য়েই টানাপোড়েন ছিল। সূত্রের দাবি, শেষ অবধি মমতা বন্দ্য়াপাধ্য়ায় সবুজ সঙ্কেত দিয়েছেন সুপ্তির নামে। যিনি তৃণমূলনেত্রীর কলেজের বন্ধু। শ্রেয়া পাণ্ডে বলেন,'আশা করেছিলাম। আমি আশা করিনি তা নয়। কিছু তো ছিল যেজন্য় দুদিন ধরে আলোচনা করতে হল প্রার্থী ঠিক করতে।'
আরও পড়ুন, দার্জিলিংয়ে টয় ট্রেনের ধাক্কায় মৃত্যু, মাত্র ১৬ বছরেই সব শেষ..