সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর:
রায়গঞ্জ স্টেশন রোডের (raiganj station road) উপর দীর্ঘদিন ধরে যে বাজার বসত, তা এদিন বাজার প্রশাসনের তরফ থেকে উচ্ছেদ (market displaced) করা হল। তবে বাজার উচ্ছেদ করতে গিয়ে রেল ও পুর প্রশাসন বচসায় (rail and civic authority get into tussle)জড়িয়ে পড়ে। তবে এই বাজারের ভবিষ্যৎ কী, তা নিয়ে দোলাচলে বাজার ব্যবসায়ীরা।


কেন তোলা হল বাজার?
মঙ্গলবার সকালে পুরসভা, রায়গঞ্জের মহকুমা শাসক ও রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে বাজার তুলে দেয়। দীর্ঘদিন ধরে রাস্তার উপর বাজার বসায় শহরজুড়ে যানজট হচ্ছিল বলে অভিযোগ। তার পরই এই বাজার উচ্ছেদের সিদ্ধান্ত নেয় প্রশাসন। রাস্তার উপর থেকে বাজার তুলে দেওয়ায় সবজি বিক্রেতারা রায়গঞ্জ রেল স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের পাশে থাকা ফাঁকা জায়গায় বসতে গেলে রেল পুলিশ এসে তাঁদের তুলে দেওয়ার চেষ্টা করেন। তখনই রেল পুলিশ ও পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস-সহ আধিকারিকরা বচসায় জড়িয়ে পড়েন। ফলে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। তবে জেলা প্রশাসন ও পুর-প্রশাসনের তৎপরতায় বাজার উচ্ছেদ এবং রেলের ফাঁকা জায়গায় সবজি বিক্রেতাদের বসা নিয়ে বাধাবিপত্তির জেরে চরম বিপাকে পড়েছেন সবজি বিক্রেতারা। এখন দেখার প্রশাসন ও রেল এই দুই পক্ষের চাপে, সবজি বিক্রেতাদের স্থায়ী আশ্রয় কোথায় হয়? প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়ায় রায়গঞ্জ মেডিক্যালে।


উত্তপ্ত রায়গঞ্জ মেডিক্যাল...
জানুয়ারির বিক্ষোভ ছিল চিকিৎসায় গাফিলতির অভিযোগে। অভিযোগ, হাসপাতালের অসহযোগিতাতেই রুবাই রজক নামে ২৩ বছরের এক তরুণের মৃত্যু হয়েছে। জানা যায়, শারীরিক সমস্যা দেখা দিলে ঘটনার দিন ভোর ৪.৩০ টা নাগাদ নিজে বাইক চালিয়ে এসে ভর্তি হন রুবাই রজক নামে ওই যুবক। এরপর তাকে কোনও রকম চিকিৎসা পরিষেবা, এমনকি তাকে ধরে বেডে নিয়ে যেতে সাহায্য করেননি হাসপাতাল, বলে অভিযোগ।এখানেই শেষ নয়,  'তাকে অক্সিজেনটুকুও দেওয়া হয়নি', বলে অভিযোগ। অন্য রোগীরা বেড থেকে এসে তাঁকে সহযোগিতা করলেও, শেষ রক্ষা হয়নি বলেই দাবি করা হয়েছে। যদিও এই বিষয়ে দায়িত্বে থাকা সিস্টার ইনচার্য বা কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে রাজি হননি। এদিকে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।
এবার উত্তাপ ছড়াল স্টেশন রোডের উপর বাজার বসার ঘটনা ঘিরে।

আরও পড়ুন:'দু'বছর ছিলাম না, অনেক অ্যাক্সিডেন্টাল নেতা তৈরি হয়েছে'